HS Bengali Ke-Bachay-Ke-Bache Question-Answer

HS Bengali Ke-Bachay-Ke-Bache Question-Answer কে বাঁচায় কে বাঁচে

উচ্চ মাধ্যমিক
বিষয়: বাংলা
অধ্যায়: কে বাঁচায় কে বাঁচে
Short Question Answer

১. আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম কী দেখলো?
উত্তর: অনাহারে মৃত্যু।

২. “ফুটপাতে হাটা তার বেশি প্রয়োজন হয় না।” -কার প্রয়োজন হয় না?
উত্তর: মৃত্যুঞ্জয়ের।

৩. “কয়েক মিনিটে মৃত্যুঞ্জয় সুস্থ শরীরটা অসুস্থ হয় গেল” কারণ-
উত্তর: প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে মানসিক আঘাত পেয়েছিল।

৪. মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কী হয়?
উত্তর: শরীরে তার প্রতিক্রিয়া হয়।

৫. মৃত্যুঞ্জয় কিসে চেপে অফিসে যায়?
উত্তর: ট্রামে।

৬. মৃত্যুঞ্জয়ের বাড়ির বাজার ও কেনাকাটা কারা করে?
উত্তর: চাকর আর ছোট ভাই।

৭. মৃত্যুঞ্জয়ের পাড়াতে ‘বেশি নেই’
উত্তর: ফুটপাত।

৮. “আজ চোখে পড়ল প্রথম” -প্রথমবারের জন্য মৃত্যুঞ্জয়ের চোখে পড়েছিল-
উত্তর: ফুটপাথে মৃত্যু দৃশ্য।

৯. জলের গ্লাসটা খালি করে নামিয়ে রেখে মৃত্যুঞ্জয় কী করেছিল?
উত্তর: শূন্য দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়ে ছিল।

১০. সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায়?
উত্তর: বাড়তি একটি দায়িত্বের জন্য ৫০ টাকা মাইনে বেশি পায়।

➤ HS English Notes: Click Here

১১. নিখিল রোগা তীক্ষ্ণবুদ্ধি এবং ____________ প্রকৃতির লোক।
উত্তর: আলসে।

১২. নিখিল কতগুলি সন্তানের পিতা?
উত্তর: ২ টি।

১৩. নিখিল অবসর জীবনটা কেমনভাবে কাটাতে চায়?
উত্তর: সংসারে নিখিলের মন নেই সে শুধু বই পড়েই জীবনটা কাটিয়ে দিতে চায়।

১৪. নিখিল মৃত্যুঞ্জয়কে খুব পছন্দ করে, কারণ মৃত্যুঞ্জয়-
উত্তর: মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে।

১৫. সংবাদপত্রে কতগুলি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে হা-হুতাশ করা মন্তব্য করা হয়েছে?
উত্তর: গোটা ২০

১৬. কোন মন্তব্য শুনে “মৃত্যুঞ্জয় ঝাঝিয়ে উঠলো”?
উত্তর: নিখিল বলেছিল একবেলা খেলে মৃত্যুঞ্জয় স্ত্রী দিন ১৫-২০ টিকতে পারবে। স্ত্রীর স্বাস্থ্য সম্পর্কে এই তির্যক মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঝিয়ে উঠেছিল।

১৭. “আমি না খেলে উনিও খাবেন না” উনি কে?
উত্তর: মৃত্যুঞ্জয়ের স্ত্রী অর্থাৎ টুনুর মা।

১৮. “গলায় আটকে গেল” কার গলায় কি আটকালো?
উত্তর: নিখিলের গলায় কথা আটকে গেল।

১৯. কটা তালা লাগানো গুদামের প্রসঙ্গ গল্পে উল্লিখিত হয়েছে?
উত্তর: ৩১ টা।

২০. “এখন সেটা বন্ধ করে দিয়েছে” -কে, কী বন্ধ করেছে?
উত্তর: মৃত্যুঞ্জয় নিরন্ন ফুটপাথবাসী নরনারীদের সঙ্গে আলাপ বন্ধ করে দিয়েছে।

➤ HS English Notes: Click Here

২১. টুনুর মা নিখিল কে কী বলে ডাকত?
উত্তর: ঠাকুরপো।

২২. টুনুর মায়ের কেবলই কাদের কথা মনে পড়ে?
উত্তর: ফুটপাতের লোকগুলোর কথা।

২৩. মৃত্যুঞ্জয় কতদিন টুনুর মাকে সঙ্গে করে ফুটপাতে নিয়ে গিয়েছিলেন?
উত্তর: ২-৩ দিন।

২৪. মৃত্যুঞ্জয়ের অফিসে ছুটির ব্যবস্থা কে করে দিয়েছে?
উত্তর: নিখিল।

২৫. মৃত্যুঞ্জয় কী হাতে নিয়ে কাড়াকাড়ি আর মারামারি করে লঙ্গরখানার খিচুড়ি খেতো?
উত্তর: মগ।

২৬. মৃত্যুঞ্জয়ের ধুলো মলিন সিল্কের জামা এখন-
উত্তর: অদৃশ্য হয়ে গেছে।

২৭. মৃত্যুঞ্জয়ের পরনে ধুতির বদলে এসেছে-
উত্তর: ছেঁড়া নেকড়া।

২৮. “কে বাঁচায় কে বাঁচে” গল্পটি যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে-
উত্তর: মহামন্বন্তর।

২৯. “কে বাঁচায় কে বাঁচে” গল্পটি প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়েছে-
উত্তর: ভৈরব।

৩০. নিখিল প্রতিমাসে কত জায়গায় মানি অর্ডার মারফত সাহায্যের টাকা পাঠাতো?
উত্তর: ৩ জায়গায়।

৩১. মৃত্যুঞ্জয়ের বাড়ির সদস্য সংখ্যা কত?
উত্তর:

৩২. মৃত্যুঞ্জয় কিসে চেপে অফিসে যেত?
উত্তর: ট্রামে করে অফিসে যেতো।

➤ HS English Notes: Click Here
➤ Subscribe our YouTube channel: Click Here

HS Bengali Suggestion | HS Bengali First Chapter Important MCQ | Class 12 Bengali Notes | Higher Secondary Bengali Important Question Answer | Class 12 Bengali First Chapter Question Answer | hs Bengali first chapter | HS Bengali Syllabus HS Bengali Ke-Bachay-Ke-Bache Question-Answer

উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর | উচ্চ মাধ্যমিক বাংলা কে বাঁচায় কে বাঁচে প্রশ্ন উত্তর

HS Bengali Ke-Bachay-Ke-Bache Question-Answer

Leave a Comment