Class-9 History Third-Unit-Test Question

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Class-9 History Third-Unit-Test Question

১. নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও:
১.১. ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয় কোন গ্রন্থে?
১.২. ফ্রান্সে তেই কর কাদের থেকে নেওয়া হত না?
১.৩. অসিয়া রেজিম কথাটির অর্থ কি?
১.৪. একজন ফরাসি দার্শনিকের নাম লেখ।
১.৫. টেনিস কোর্টের শপথ কত সালে হয়?
১.৬. স্বাধীনতার বৃক্ষ কে রোপন করেন?
১.৭. ইউরোপীয় রাজনীতিতে১৭৯৯- ১৮১৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময় কালকে কি বলা হয়?
১.৮. ‘কার্লসবার্ড ডিগ্রি’ কে জারি করেন?
১.৯. রিসর্জিমেন্টো কথাটির অর্থ কি?
১.১০. আধুনিক সমাজবাদের জনক কাকে বলা হয়?

২. সঠিক উত্তরটি নির্বাচন কর:
২.১. জোলভেরাইন শুল্ক সংঘের নেতৃত্ব দেয়- অস্ট্রিয়া/রাশিয়া/ফ্রান্স।
২.২. ইতালির ঐক্য আন্দোলন সম্পূর্ণ হয়- ভিনিসিয়া/রোম/ নেপলস/সিসিলি লাভ করার মধ্যে দিয়ে।
২.৩. সিনোপের নৌযুদ্ধে রাশিয়া হারায়- তুরস্ককে/ প্রাশিয়া/জার্মানিকে/ফ্রান্সকে।
২.৪. বাষ্প চালিত ইঞ্জিন আবিষ্কার করেন- হামফ্রী ডেভি/জন মিষ্টন/জজ স্টিফেন্সন/জন কে।
২.৫. দা মাদার উপন্যাসের লেখক- টলস্টয়/রুশো/ম্যাক্সিম গোর্কি/গ্যারিবল্ডি।
২.৬. সুয়েজ খাল জাতীয়করণ হয়-১৯৫৬ খ্রিস্টাব্দে/ ১৯৪৬/১৮৫৮/১৯৬৬ খ্রিস্টাব্দে।
২.৭. প্রথম বলকান যুদ্ধের অবসান ঘটে- প্যারিস যুক্তির দ্বারা/পিকিং যুক্তির দ্বারা/লন্ডন যুক্তির দ্বারা/ভার্সাই যুক্তির দ্বারা।
২.৮. ল্যান্ড এন্ড লিবার্টি নামের গুপ্ত সমিতিটি ছিল- চীনে/আমেরিকায়/আফ্রিকায়/রাশিয়ায়।
২.৯. প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়- ১৯১৪/১৯৩৯/১৯১৮/১৯৩৫ খ্রিস্টাব্দে।
২.১০. ওয়াল স্ট্রিট হলো- মার্কিন শেয়ার বাজার/মার্কিন বস্ত্র বাজার/ইংল্যান্ডের শিল্পাঞ্চল/ফ্রান্সের রাজধানী।

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

৩. শূন্যস্থান পূরণ কর:
৩.১. ………. শব্দ থেকে বুর্জোয়া শব্দের উৎপত্তি।
৩.২. নাৎসি দলের মুখপাত্রের নাম ছিল…….।
৩.৩. দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরমামু বোমা ফেলা হয়েছিল……. ও……… শহরে।
৩.৪. আমেরিকার অস্ত্র সরবরাহের নীতির নাম……..।
৩.৫.১৯৩৭ সালে……… যুক্তি সাম্যবাদের প্রসার রোধ করে।

৪. ঠিক বা ভুল নির্ণয় কর:
৪.১. অমিই বিপ্লব কথাটি বলেন তৃতীয় নেপোলিয়ন।
৪.২. বারবারোসা অভিযান শুরু করে রাশিয়ার বাহিনী।
৪.৩. জার্মানি পার্ল হারবার আক্রমণ করে ১৯৪১ খ্রিস্টাব্দে।
৪.৪. আমেরিকার ও রাশিয়ার মধ্যে আদর্শগত দ্বন্দ্বকে ঠান্ডা লড়াই রাজনীতি বলে।
৪.৫. রাষ্ট্র সংঘের সদর দপ্তর নিউইয়র্ক।

৫. ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও।

ক – স্তম্ভখ- স্তম্ভ
৫.১. আন্তনিও সুতারেস
৫.২. পোপুলো দা ইতালিয়া
৫.৩. ট্রিগোভি লি
৫.৪. ম্যাজিনো লাইন
৫.৫. চোদ্দো দফা নীতি
৫.৬. জুলিয়েন ক্যালেন্ডার
a) নরওয়ে
b) উড্র উইলসন
c) পর্তুগাল
d) রাশিয়া
e) মুসোলিনি
f) যুদ্ধক্ষেত্র

৬. দু-তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:
৬.১. মার্শাল পরিকল্পনা কি?
৬.২. স্ট্যালিন গ্রেডের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?
৬.৩. উষ্ণজল নীতি?
৬.৪. ব্লাস্ট ফার্নেস কে আবিষ্কার করেন? এটি কি কাজে লাগে?
৬.৫. ইংল্যান্ড ও ফ্রান্সে সমাজতন্ত্রবাদের জনক কাদেরকে বলা হয়?
৬.৬. কার আমলে কোথায় নেহি লিজম আন্দোলন শুরু হয়?
৬.৭. স্লাইফেন পরিকল্পনা কি?
৬.৮. রাশিয়ায় কত খ্রিস্টাব্দে কে প্রথম জার উপাধি গ্রহণ করেন?
৬.৯. অক্ষশক্তি জোট ও মিত্র শক্তি জোটে কোন কোন দেশ ছিল?
৬.১০. ডি ডে বা মুক্তি দিবস কি?

৭. নিম্নলিখিত যেকোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও:
৭.১. ফরাসি বিপ্লবে নারীর ভূমিকা লেখ।
৭.২. টীকা লেখ: নেপোলিয়নের আমলে ইউরোপের পুনর্গঠন।
৭.৩. ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথ সিনির ভূমিকা লেখ।
৭.৪. টীকা লেখ: প্যারি কমিউন।
৭.৫. বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় উড্র উইলসনের ১৪ দফা নীতির ভূমিকা লেখ।
৭.৬. টীকা লেখ: নিউ ইকোনোমিক পলেসি অফ লেনিন।
৭.৭. উগ্র জাতীয়তাবাদ এর প্রচারে ভার্সাই সন্ধির শর্তাবলির ভূমিকা লেখ।
৭.৮. টীকা লেখ: ইঙ্গ ফরাসি তোশন নীতি।
৭.৯. সম্মিলিত জাতিপুঞ্জের গঠনতন্ত্র আলোচনা কর।

৮. নিম্নলিখিত যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:
৮.১. বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কি প্রভাব পড়েছিল লেখো।
৮.২. সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব লেখো।
৮.৩. জার্মানিতে নাৎসিবাদ শক্তির উত্থান কিভাবে হল লেখ।

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply