Class-4 Bengali Amajoner Jongole

Class-4 Bengali Amajoner Jongole

এখানে চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের “আমাজনের জঙ্গলে” থেকে পাঠ্য পুস্তকে দেওয়া প্রশ্নগুলির উত্তর করে দেওয়া হলো। আশাকরি তোমরা উপকৃত হবে।

চতুর্থ শ্রেণী
বাংলা প্রশ্ন ও উত্তর
আমাজনের জঙ্গলে (অমরেন্দ্র চক্রবর্তী)

১. অমরেন্দ্র চক্রবর্তীর লেখা দুটি বইয়ের নাম লেখো।
উত্তর: শাদা ঘোড়া, হীরু ডাকাত।

২. ভ্রমণ পত্রিকা ছাড়াও তিনি আর কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
উত্তর: ছেলেবেলা, কর্মক্ষেত্র পত্রিকার।

৩. ঠিক উত্তরের তলায় দাগ দাও:

৩.১ লেখক গল্পটিতে যে জায়গার উল্লেখ করেছেন সেটি হলো- (ইউক্রেন / আমাজন / সুন্দরবন)
উত্তর: আমাজন।

৩.২ আমাদের একেবারে (পিছনের / সামনের পাশের) নৌকা থেকে ভারি সুরেলা বাজনা ভেসে আসছিল।
উত্তর: সামনের।

৩.৩ কোনো একটা নৌকা থেকে বোতোর দেখা পাওয়ার (মিনিট দুয়েকের / মিনিট সাতেকের / মিনিট দশেকের) মধ্যেই সব নৌকায় সেই সুখবর ছড়িয়ে যায়।
উত্তর: মিনিট দুয়েকের।

৩.৪ (উবা / বোতো / টোবো) আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চায় আমি কে?
উত্তর: উবা।

৩.৫ উবা (চকখড়ি / লতাপাতা / কাঠকুটো) দিয়ে ছবি আঁকায় ভারি ওস্তাদ।
উত্তর: কাঠকুটো।

৪. ‘গান বাজনা’ শব্দটির প্রথম অংশ ‘গান’ এবং দ্বিতীয় অংশ ‘বাজনা’ পরস্পরের পরিপূরক। নীচের শব্দগুলির পরে তাদের সমার্থক বা প্রায় সমার্থক অন্য শব্দ জুড়ে নতুন শব্দজোড় তৈরি করো:

উত্তর:
লোক জন = লোকজন
ভাবনা চিন্তা = ভাবনাচিন্তা
আশা আকাঙ্খা = আশাআকাঙ্খা
কাঠ কয়লা = কাঠকয়লা
রোগ ব্যাধি = রোগব্যাধি
ডাক্তার বদ্যি = ডাক্তারবদ্যি
হাঁক ডাক = হাঁকডাক
ধন দৌলত = ধনদৌলত

৫. নীচে কিছু কর্তা, কর্ম ও ক্রিয়া ছড়িয়ে-ছিটিয়ে আছে। কর্তার সাথে কর্ম ও ক্রিয়াকে মিলিয়ে ৫টি বাক্য লেখো।

উত্তর:
আমি প্রার্থনা করলাম।
উবা স্কুলে যাচ্ছে।
বোতো পাখি দেখছে।
সে ছবি আঁকছিল।
ছেলেমেয়েরা আকাশে দেখো।

৬. নীচের শব্দগুলি দিয়ে বাক্যরচনা করো।

ধীরে ধীরে = বয়স্ক ব্যক্তিটি ধীরে ধীরে হাঁটছেন।
বসে বসে = বসে বসে কাজ করতে রুম্পার একদম পছন্দ নয়।
আগে আগে = দলের সর্দার আগে আগে হেঁটে চলেছেন।
হেঁটে হেঁটে = স্কুল শেষে সকলে হেঁটে হেঁটে বাড়ি ফিরি।
জেগে জেগে = রাহুল রাত জেগে জেগে পড়াশোনা করে।

৮. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও:

৮.১ লেখক কোথায় হারিয়ে গিয়েছিলেন?
উত্তর: লেখক আমাজনের জঙ্গলে হারিয়ে গিয়েছিলেন।

৮.২ লেখক কাকে বন্ধু হিসেবে পেয়েছিলেন?
উত্তর: লেখক উবাকে বন্ধু হিসেবে পেয়েছিলেন।

৮.৩ জলের দেবতা বলে কাকে আমাজনের বাসিন্দারা মানে?
উত্তর: আমাজনের বাসিন্দারা বোতোকে জলের দেবতা বলে মানে।

৮.৪ উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল?
উত্তর: উবা কলকাতা শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল।

৮.৫ বালির দেশ কথাটির অর্থ কী?
বালির দেশ কথাটির অর্থ মরুভূমি।

৯. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো।

৯.১ কাকাদের সঙ্গে না থাকাকে পাঠ্যাংশের আগন্তুক ছেলেটি সৌভাগ্যজনক মনে করেছে কেন?
উত্তর: কাকারা সঙ্গে থাকলে তার আমাজনের সুন্দর জঙ্গলে নদী, চাঁদ ও মানুষজনকে দেখা হত না। তাই কাদের সঙ্গে না থাকাকে আগন্তুক ছেলেটির সৌভাগ্যজনক মনে হয়েছে।

৯.২ কোন উৎসবের কথা পাঠ্যাংশে রয়েছে? কীভাবেই বা সে প্রসঙ্গ উপস্থাপিত হয়েছে?
উত্তর: নৌকা উৎসবের কথা পাঠ্যাংশে রয়েছে।
উবার মাধ্যমে লেখক জানলেন নৌকার গান বাজনা থেমে যাবার অর্থ বোতোর দেখা পাওয়া গিয়েছে। নৌকা উৎসবের সময় আমাজনের দেবতা বোতোর দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। বোতোর দেখা পাওয়া প্রসঙ্গেই নৌকা উৎসবের কথা উত্থাপিত হয়েছে।

৯.৩ ‘বোতো সম্পর্কে আমাজন অঞ্চলে প্রচলিত বিশ্বাসটি কী? তার সম্বন্ধে সকলে কী কল্পনা করে?
উত্তর: বোতো সম্পর্কে আমাজন অঞ্চলে প্রচলিত বিশ্বাসটি হল বোতোর দেখা পাওয়া মানে তা অন্যন্ত শুভ।
তার সম্বন্ধে সকলের কল্পনা এই বোতোই আমাজনের বিপদে আপদে মানুষকে রক্ষা করে।

৯.৪ গল্প কথকের চোখে দেখা বোতোর শারীরিক গঠনের পরিচয় দাও। তাকে দেখে আগন্তুক ছেলেটির কেমন লাগলো?
উত্তর: উবার ইশারায় গল্প কথক নদীর জলে বোতোকে দেখেছিলেন। প্রাণীটি খুব লম্বা, তার নাক বা ঠোঁট খুব সরু লম্বায় প্রায় এক-দেড় হাত। তার মাথা মস্ত বড়ো। লেজটা শরীরের শেষ প্রান্ত থেকে দুদিকে ভাগ হয়ে গেছে। রংটা লাল না হলেও গোলাপির দিকে।
তাকে দেখে আগন্তুক ছেলেটির ভালোই লেগেছিল যা তার আচরণে প্রকাশ পায়।

☛ সমস্ত অধ্যায়ের উত্তর পেতে: Click Here

৯.৫ যে রাতের ছবি পাঠ্যাংশে রয়েছে তার বিশেষত্ব কী?
উত্তর: যে রাতের ছবি পাঠ্যাংশে আছে তা ছিল পূর্ণিমার রাত্রি। আর সেদিন ছিল নৌকা উৎসব। সেখানকার অধিবাসীরা সারারাত ধরে উৎসবে মেতেছিল।

৯.৬ বোতোর কাছে আগন্তুক ছেলেটির নীরব প্রার্থনাটি কী ছিল?
উত্তর: আমাজনের রক্ষাকর্তা বোতোর কাছে আগন্তুক ছেলেটির নীরব প্রার্থনা ছিল তিনি যেন ছেলেটিকে তার মা বাবা আর স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাবার ব্যবস্থা করে দেন।

৯.৭ ছবি এঁকে আগন্তুক ছেলেটি উবাকে কী বোঝাতে চেয়েছিল?
উত্তর: আগন্তুক ছেলেটি ছবি এঁকে উবাকে বোঝাতে চেয়েছিলেন তার নিজের কথা, তার বাবা মায়ের কথা, স্কুলের বন্ধুদের কথা, তার শহর ঘরবাড়ি দোকান বাজারের কথা।

৯.৮ উবার কলকাতা সম্বন্ধে কী ধারণা হল?
উত্তর: উবা আগন্তুক ছেলেটির কাছ থেকে যখন জানতে পারল কলকাতায় জঙ্গল, পাখি, প্রজাপতি, নদনদী নেই, তখন তার ধারণা হয়েছিল কলকাতা হল বালির দেশ।

৯.১০ কলকাতার আকর্ষণ ছাড়িয়ে দিতে উবা যে জগতে আগন্তুক ছেলেটিকে আহ্বান জানিয়েছিল তার বর্ণনা দাও।
উত্তর: কলকাতার আকর্ষণ ছাড়িয়ে উবা আমাজনের সবুজ বনভূমি, নদনদী, পশুপাখিদের মাঝখানে জীবন কাটানোর আহ্বান জানিয়েছিল।

১০. ঘটনার পাশাপাশি কারণ উল্লেখ করো:

উত্তর:
১) সেদিন নৌকা উৎসব ছিল।
২) বোতোকে দেখা যাচ্ছে।
৩) সব নৌকায় বোতোকে দেখার সুখবর ছড়িয়ে যায়।
৪) আগন্তুকের চোখের মধ্য দিয়ে বহুদূর কিছু দেখার চেষ্টা করে।
৫) আমাজনের জঙ্গলে বসে স্কুল বোঝানো অসম্ভব।

☛ সমস্ত অধ্যায়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 4 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 4 Model Bengali 2022

Class 4 Bengali Model Activity Task Answer

চতুর্থ শ্রেণী বাংলা

Class 4 বাংলা

Official Website: Click Here

চতুর্থ শ্রেণী বাংলা আমাজনের জঙ্গলে অমরেন্দ্র চক্রবর্তী

Class 4 Bengali Model Activity Task Part- 10 2022

চতুর্থ শ্রেণী বাংলা আমাজনের জঙ্গলে অমরেন্দ্র চক্রবর্তী

Class-4 Bengali Amajoner Jongole

আমাজনের জঙ্গলে প্রশ্ন উত্তর
চতুর্থ শ্রেণীর বাংলা আমাজনের জঙ্গলে অমরেন্দ্র চক্রবর্তী বসু সমাধান

Class-4 Bengali Amajoner Jongole

West Bengali Class 4 Bengali Question Answer

Class 4 Bangla Prosno Uttor

WBBSE Class 4 Bengali Book Pdf

Leave a Comment

close

You cannot copy content of this page