Class-8 Model-Activity-Task Science February-2022

Class-8 Model-Activity-Task Science February-2022

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ‘Model Activity Task Part- 10 February, 2022’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

অষ্টম শ্রেণী
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
February, 2022
বিষয়: পরিবেশ ও বিজ্ঞান পূর্ণমান: ২০

১. ঠিক উত্তর নির্বাচন করো:

১.১ যে কোশীয় অঙ্গাণু খাদ্য থেকে শক্তি মুক্ত করে তা হলো-
(ক) গলজি বস্তু (খ) নিউক্লিয়াস (গ) মাইটোকনড্রিয়া (ঘ) লাইসোজোম।
উত্তর: (গ) মাইটোকনড্রিয়া

১.২ যে কোশীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে তা হলো-
(ক) লাইসোজোম (খ) রাইবোজোম (গ) সেন্ট্রোজোম (ঘ) গলজি বস্তু।
উত্তর: (খ) রাইবোজোম

১.৩ উদ্দীপনা পরিবহণ করা যে কলার কাজ সেটি হলো-
(ক) আবরণী কলা (খ) যোগ কলা (গ) পেশি কলা (ঘ) স্নায়ু কলা।
উত্তর: (ঘ) স্নায়ু কলা

২. সংক্ষিপ্ত উত্তর দাও:

২.১ উজ্জ্বল আলোয় বর্ণদর্শনে সাহায্য করে কোন কোশ?
উত্তর: উজ্জ্বল আলোয় বর্ণদর্শনে সাহায্য করে কোণ কোশ।

২.২ আমি একটি পর্দাঘেরা কোশ অঙ্গাণু যার মধ্যে পুরানো জীর্ণ কোশকে ধ্বংস করার জন্য নানা ধরণের উৎসেচক থাকে। আমার নাম কী?
উত্তর: আমার নাম লাইসোজোম।

২.৩ ক্রোমোপ্লাস্টিডের কাজ কী?
উত্তর: ক্রোমোপ্লাস্টিডের কাজ হলো ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করা।

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:

৩.১ “লোহিত রক্তকণিকার আকৃতি দু-পাশ চ্যাপ্টা এবং চাকতির মতো” — এর জন্য লোহিত রক্তকণিকার কী সুবিধা হয়?
উত্তর: লোহিত রক্তকণিকার আকৃতি দু-পাশ চ্যাপ্টা এবং চাকতির মতো হওয়ার ফলে বিভিন্ন ব্যাসের রক্তনালীর মধ্য দিয়ে যাতায়াত আর বেশি পরিমাণ অক্সিজেন পরিবহন করতে সুবিধা হয়।

৩.২ কোশপর্দা ও কোশপ্রাচীরের মধ্যে একটি মিল ও একটি অমিল উল্লেখ করো।
উত্তর:
মিল: কোশপর্দা ও কোশপ্রাচীর উভয়ই প্রোক্যারিওটিক কোশ ও উদ্ভিদকোশে উপস্থিত।
অমিল: কোশপর্দা প্রোটিন ও লিপিড দ্বারা নির্মিত।
কোশপ্রাচীর সেলুলোজ ও পেপটাইডোগ্লাইক্যান দ্বারা নির্মিত।

৩.৩ এন্ডোপ্লাজমীয় জালিকার কাজ উল্লেখ করো।
উত্তর: এন্ডোপ্লাজমীয় জালিকার কাজ-
(i) বিভিন্ন কোশীয় বস্তুর সংশ্লেষ, পরিবহণ ও সঞ্চয়ে অংশগ্রহণ করে।
(ii) সাইটোপ্লাজমকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে।
(iii) এন্ডোপ্লাজমীয় জালিকা কোশকে কয়েকটি অসম্পূর্ন প্রকোষ্ঠে বিভক্ত করার ফলে রাসায়নিক বিক্রিয়াগুলি পরস্পর পৃথক থাকে।

৩.৪ যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়?
উত্তর: যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয় —
(i) ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, বিভিন্ন এককোশী ও বহুকোশী প্রাণীর দেহের বহির্গঠন জানার জন্য।
(ii) উদ্ভিদ দেহের বিভিন্ন অংশের অন্তর্গঠন পর্যবেক্ষণের জন্য।
(iii) জীবদেহের বিভিন্ন অঙ্গ ও তার প্রস্থচ্ছেদ করে তার কলার গঠন জানার জন্য।

৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও:

৪.১ প্রাইমরডিয়াল ইউট্রিকল কীভাবে সৃষ্টি হয়?
উত্তর: প্রাইমরডিয়াল ইউট্রিকল সৃষ্টি–
(i) অপরিণত উদ্ভিদ কোশে অনেক এবং ক্ষুদ্র আকারের ভ্যাকুওল থাকে।
(ii) উদ্ভিদ কোশের বৃদ্ধির ফলে ক্ষুদ্র ভ্যাকুওলগুলির একত্রীকরণ ঘটে।
(iii) পরিণত উদ্ভিদ কোশের কেন্দ্রে বৃহৎ ভ্যাকুওল সৃষ্টি হয় এবং নিউক্লিয়াসসহ সাইটোপ্লাজমের পরিধি বরাবর বিন্যাস ঘটে অর্থাৎ প্রাইমরডিয়াল ইউট্রিকল সৃষ্টি হয়।

৪.২ স্থায়ী কলার কাজ কী কী?
উত্তর: স্থায়ী কলার কাজ–
(i) ক্লোরোফিলযুক্ত প্যারেনকাইমা কলা কোশে খাদ্য তৈরি করে এবং শ্বেতসাররূপে তা সঞ্চয় করে।
(ii) উদ্ভিদের ভারবহন ও দৃঢ়তা প্রদান করে।
(iii) বর্জ্য পদার্থ সঞ্চয় করে।
(iv) ফল ও বীজের গঠনে সাহায্য করে।
(v) উদ্ভিদ অঙ্গের টান ও চাপ সহনশীলতা বৃদ্ধি করে।

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 8 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 8 Model Activity Task Paribesh Part- 10

Class 8 science Model Activity Task Answer Part- 2 Class 8 science Model Activity Task Answer Part- 2 Class 8 science Model Activity Task Answer Part- 2 Class 8 science Model Activity Task February 2022

Official Website: Click Here

Class-8 Biggan Model Activity Task February-2022

Class-8 Model-Activity-Task Science February-2022

Leave a Comment