Class-8 Math Model-Activity-Task February-2022

Class-8 Math Model-Activity-Task February-2022

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের ‘Model Activity Task Part- 10 February, 2022’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

অষ্টম শ্রেণী
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
February, 2022
বিষয়: গণিত পূর্ণমান: ২০

নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :

(ক) একটি বৃত্তের কেন্দ্রে সম্পূর্ণ কোণের পরিমাপ হবে –
(a) 0°
(b) 90°
(c) 180°
(d) 360°
উত্তর: (d) 360°

(খ) যখন কোনাে তথ্যকে বৃত্তাকার ক্ষেত্রের চিত্রের দ্বারা প্রকাশ করা হয় তখন সেই চিত্রটি হলাে
(a) পিক্টোগ্রাফ
(b) একক স্তম্ভ চিত্র
(c) দ্বিস্ত লেখ
(d) পাই চিত্র
উত্তর: (d) পাই চিত্র

২. সত্য/মিথ্যা লেখাে :

(ক) পাই চিত্রে কোনাে বৃত্তার ক্ষেত্রফল তথ্যের অংশের পরিমাণের সঙ্গে সমানুপাতিক।
উত্তর: সত্য

(খ) কোনাে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ তথ্যের অংশকে প্রকাশ করতে পারে না।
উত্তর: মিথ্যা

(গ) কেন্দ্রীয় কোণ ঋণাত্মক হতে পারে।
উত্তর: মিথ্যা

৩.একজন ছাত্র একটি পরীক্ষায় বাংলা, ইংরাজী, অঙ্ক এবং বিজ্ঞানে যে নম্বরগুলি পেয়েছে তা একটি পাই চিত্রের মাধ্যমে প্রকাশ করা হলাে। ছাত্রটি মােট 300 নম্বর পেয়েছে।

Class-8 Math Model-Activity-Task February-2022

(ক) যে বিষয়ে সবথেকে কম নম্বর পেয়েছে সেই বিষয়টি হলাে
(a) বাংলা
(b) গণিত
(c) বিজ্ঞান
(d) ইংরাজি
উত্তর: (d) ইংরাজি

(খ) কোন বিষয়ে সবথেকে বেশি নম্বর পেয়েছে?
উত্তর: বাংলা বিষয়ে সবথেকে বেশি নম্বর পেয়েছে।

(গ) এই ৩০০ নম্বরের শতকরা কত নম্বর অঙ্কে পেয়েছে?

উত্তর:

Class-8 Math Model-Activity-Task February-2022

৪. (ক) একটি ছাত্রী বিভিন্ন বিষয়ে যে নম্বরগুলি পেয়েছে তার একটি তালিকা নিচে দেওয়া হলাে

Class-8 Math Model-Activity-Task February-2022

তথ্যটিকে একটি পাই চিত্রের মাধ্যমে প্রকাশ করাে।

উত্তর:

(খ) শূন্যস্থান পূরণ করাে ।

রম্বসের (a) সব বাহুগুলির দৈর্ঘ্য____________
উত্তর: সমান।

(b) বিপরীত কোণগুলির পরিমাপ___________
উত্তর: সমান।

(c) সাধারণত কর্ণগুলির দৈর্ঘ্য_________
উত্তর: অসমান।

(d) কর্ণগুলি পরস্পরকে_____________
উত্তর: সমদ্বিখণ্ডিত করে।

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 8 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 8 Model Activity Task Math Part- 10

Class 8 Math Model Activity Task Answer Part- 2 Class 8 Math Model Activity Task Answer Part- 2 Class 8 Math Model Activity Task Answer Part- 2 Class 8 Math Model Activity Task February 2022

Official Website: Click Here

Class-8 Math Model-Activity-Task February-2022

Class 8 Model Activity Task Part- 2

Leave a Comment