Class-8 Geography Model Activity Task February-2022

Class-8 Geography Model Activity Task February-2022

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের ‘Model Activity Task Part- 10 February, 2022’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:

১.১ মহীসঞ্চরণ তত্ত্বটির প্রবক্তা হলেন–
(ক) মর্গ্যান (খ) পিঁচো (গ) পার্কার (ঘ) ওয়েগনার।
উত্তর: (ঘ) ওয়েগনার।

১.২ দক্ষিণ আমেরিকা মহাদেশের আন্দিজ পর্বত সৃষ্টি হয়েছে-
(ক) মহাদেশীয়-মহাদেশীয় পাতের সংঘর্ষে
(খ) মহাদেশীয়-মহাসাগরীয় পাতের সংঘর্ষে
(গ) মহাসাগরীয়-মহাসাগরীয় পাতের সংঘর্ষে
(ঘ) মহাদেশীয়-মহাদেশীয় পাতের পরস্পর বিপরীতমুখী চলনে।
উত্তর: (খ) মহাদেশীয়-মহাসাগরীয় পাতের সংঘর্ষে

১.৩ সমুদ্র তলদেশে ভূমিকম্পের ফলে যে প্রবল ক্ষমতাসম্পন্ন উঁচু ঢেউ উপকূলে আছড়ে পড়ে তাকে বলে-
(ক) গাইজার (খ) ম্যাগমা (গ) সুনামি (ঘ) অগ্ন্যুদ্গম।
উত্তর: (গ) সুনামি

২.১ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও:

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.১.১ গঠনকারী পাতসীমানা
২.১.২ পাহোহো
২.১.৩ মাউন্ট পোপা
১. মৃত আগ্নেয়গিরি
২. পরস্পর বিপরীতমুখী পাতের চলন
৩. লাভা

উত্তর:

২.১.১ গঠনকারী পাতসীমানা —- ২. পরস্পর বিপরীতমুখী পাতের চলন
২.১.২ পাহোহো —- ৩. লাভা
২.১.৩ মাউন্ট পোপা —- ১. মৃত আগ্নেয়গিরি

২.২ একটি বা দুটি শব্দে উত্তর দাও:

২.২.১ কোন পাতসীমানায় ভূত্বকের ধ্বংস বা সৃষ্টি হয় না?
উত্তর: নিরপেক্ষ সীমানায় ভূত্বকের ধ্বংস বা সৃষ্টি হয় না।

২.২.২ কোন ভূকম্প তরঙ্গ পদার্থের তিনটি অবস্থার মধ্য দিয়েই প্রবাহিত হয়?
উত্তর: প্রাথমিক তরঙ্গ বা P তরঙ্গ পদার্থের তিনটি অবস্থার মধ্য দিয়েই প্রবাহিত হয়।

৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:

৩.১ অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলা হয় কেন?
উত্তর: অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয়, কারণ-
(i)অভিসারী পাতসীমানা বরাবর দুটো পাত পরস্পরের দিকে অগ্রসর হয় এবং সংঘর্ষ ঘটে। দুটো পাতের মধ্যে অপেক্ষাকৃত ভারী পাত হালকা পাতের নীচে প্রবেশ করে। এর ফলে নিমজ্জিত পাতটির গলন হয়, সমুদ্রখাত সৃষ্টি হয় ও ভূত্বকের বিনাশ ঘটে। এই অঞ্চলে প্রতিনিয়ত ভূমিকম্প ও অগ্নুৎপাতের ঘটনা দেখা যায়।
(ii) দুটি অভিসারী পাত সামুদ্রিক হলে তাদের উপর পলি ভাঁজ খেয়ে দ্বীপ ও দ্বীপপুঞ্জ সৃষ্টি হয়। যেমন প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল বরাবর জাপান ও সন্নিহিত দ্বীপপুঞ্জ।

৩.২ ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্রের মধ্যে পার্থক্য নিরূপণ করো।
উত্তর:

ভূমিকম্পের কেন্দ্র ভূমিকম্পের উপকেন্দ্র
(i) ভূ-অভ্যন্তরের যে স্থান বা বিন্দুতে ভূমিকম্পের জন্ম হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে।(i) ভূকম্প কেন্দ্রের ঠিক 900 উল্লম্ব দিকে নিকটতম ভূপৃষ্ঠের বিন্দুকে ‘উপকেন্দ্র’ বলে।
(ii) ভূমিকম্পের কেন্দ্রে তরঙ্গ উল্লম্বভাবে এগিয়ে আসে।(ii) ভূমিকম্পের উপকেন্দ্রে তরঙ্গ চারপাশে অনুভূমিকভাবে ছড়ায়।

৪. নীচের প্রশ্নটির উত্তর দাও:

‘প্রশান্ত মহাসাগর অগ্নিবলয়’ ভূমিকম্পপ্রবণ কেন?
উত্তর: পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে বলয়ের আকারে ঘিরে রেখেছে। আবার প্রশান্ত মহাসাগরীয় পাতগুলি সর্বদাই চলনশীল হওয়ায় পাত সীমানায় পর্বত গঠন, নতুন ভূ-ত্বকের গঠন, পুরাতন ভূ-ত্বকের বিনাশ, অগ্ন্যুৎপাত প্রভৃতি হয়। এর ফলে প্রশান্ত মহাসাগর অগ্নিবলয় -এ পৃথিবীর প্রায় ৭০ শতাংশ ভূমিকম্প হয়।

৫. নীচের প্রশ্নটির উত্তর দাও:

কীভাবে দুটি পাতের সংঘর্ষে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো।

উত্তর: পাতসঞ্চালন তত্ত্ব অনুসারে– ভূ-ত্বকের গতিশীল পাতগুলির মধ্যে যেকোনো দুটি পাত যখন পরস্পরের কাছে চলে আসে, তখন ওই দুটিপাতের সংযোগরেখা বরাবর শিলাচ্যুতি ঘটে ভূমিকম্পের সৃষ্টি হয় । ভূমিকম্পের ফলে ভঙ্গিল পর্বত দুভাবে সৃষ্টি হতে পারে, যেমন-
ক) প্রবল ভূ-আলোড়নের ফলে ভূপৃষ্ঠের কোনো স্থান বসে গেলে বা উঁচু হলে শিলাস্তরে ছোটো ছোটো ভাঁজের সৃষ্টি হয় । পরবর্তীকালে ভূ-আলোড়ন যতই বাড়ে, ভাঁজগুলো ততই বড়ো ও উঁচু হয়ে পরস্পরের কাছে চলে আসে এবং ভঙ্গিল পর্বতের [Fold Mountain] সৃষ্টি করে ।
খ) প্রচন্ড পার্শ্বচাপের ফলেও শিলাস্তরে ভাঁজ সৃষ্টি হয় । পার্শ্ব চাপ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শিলাস্তরের এই ভাঁজগুলো ক্রমশ বড়ো ও উঁচু হয়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি করতে পারে ।

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 8 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 8 Geography Model Activity Task Part- 10 February-2022 Class-8 Geography Model Activity Task Part- 2 Class-8 Geography Model Activity Task Part- 10 February-2022 Class 8 Geography Model Activity Task Part- 2 Class 8 Geography Model Activity Task Part- 10 February-2022 Class 8 Geography Model Activity Task Part- 2 Class-8 Geography Model Activity Task Part- 10 February-2022 Class 8 Geography Model Activity Task Part- 2

Official Website: Click Here

Class-8 Geography Model Activity Task February-2022

Leave a Comment

CLOSE