Class 8 Science Full Marks 50 Final Model Activity Task
অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাকটিভিটি টাস্ক
Class 8 Science Full Marks 50 Final Model Activity Task
১. ঠিক উত্তর নির্বাচন করো:
১.১ চাপের S.I. একক হলো –
উত্তর:- নিউটন / বর্গমিটার।
১.২ আইসোবারদের ক্ষেত্রে নিচের যে কথাটি ঠিক তা হল এদের –
উত্তর:- ভরসংখ্যা সমান।
১.৩ যে কোশীয় অঙ্গানুর মধ্যে পুরোনো জীর্ণ কোশকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে তা হল –
উত্তর:- লাইসোজোম।
১.৪ যেটি তড়িৎ বিশ্লেষ্য নয় সেটি হলো-
উত্তর:- গ্লূকোজ।
১.৫ ডিম পোনা প্রতিপালন করা হয় যেখানে সেটি হল-
উত্তর:- আঁতুর পুকুর।
১.৬ মৌমাছিদের জীবনে চারটি দশার সঠিক ক্রম হলো-
উত্তর:- ডিম –> লার্ভা –> পিউপা –> পূর্ণাঙ্গ ।
২. শূন্যস্থান পূরণ করো:
২.১ কোনো কঠিন অনুঘটককে গুড়ো করা হলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল _____________যায়।
উত্তর:- বেড়ে।
২.২____________ কম্পনই বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন করে।
উত্তর:- বায়ুর।
২.৩ ____________ উপস্থিতির জন্য চা পানে শরীরে উদ্দীপনা আসে।
উত্তর:- ক্যাফিনের।
৩. ঠিক বাক্যের পাশে ‘ √ ‘ আর ভুল বাক্যের পাশে ‘ X ‘ চিহ্ন দাও:
৩.১ স্প্রিং তুলার সাহায্যে বস্তুর ওজন মাপা হয়।
উত্তর:- √
৩.২ জারণ ও বিজারণ বিক্রিয়া সবসময় একসঙ্গে ঘটে।
উত্তর:- √
৩.৩ সবুজ চায়ে ভিটামিন K পাওয়া যায়।
উত্তর:- √
৪. সংক্ষিপ্ত উত্তর দাও:
৪.১ এক কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী কত পরিমান বল দিয়ে আকর্ষণ করে ?
উত্তর: 9.8 নিউটন।
৪.২ লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রমহ্রাসমান প্রবণতা অনুসারে কয়েকটি ধাতুকে সাজিয়ে দেওয়া হল – Na, Fe, H, Cu, Au । এই তথ্য থেকে সবচেয়ে তড়িৎ ধনাত্মক ধাতুটিকে চিহ্নিত করো।
উত্তর:– Na
৪.৩ চোখের রেটিনায় উপস্থিত কোন কোশ মৃদু আলোয় দর্শনে সাহায্য করে।
উত্তর:- দণ্ডাকার রডকোশ।
৪.৪ আলুর যে এনজাইম হাইড্রোজেন পারক্সাইডকে জল ও অক্সিজেনে ভেঙে ফেলে তার নাম লেখো।
উত্তর:- ক্যাটালেজ এনজাইম।
৪.৫ বায়ুর মধ্যে দিয়ে তড়িৎ চলাচল ঘটা সম্ভব কীসের জন্য?
উত্তর:- উপরের আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য থাকার কারণে বায়ুতে থাকা বিভিন্নরকম আয়ন, আধানযুক্ত সূক্ষ কণার মাধ্যমে বায়ুর মধ্য দিয়ে তড়িৎচলাচল সম্ভব হয়।
৪.৬ মুরগী পালনের একটি আধুনিক পদ্ধতি হল ‘ ডিপ-লিটার ‘। ‘ লিটার ‘ কী ?
উত্তর:- বিচালি, কাঠের গুঁড়ো, শুকনো পাতা, ধান, তুলোবীজ আর যবের তুষ, ভুট্টা, আমের খোসা ইত্যাদি দিয়ে ঘরের মেঝেতে জীবের জন্য শয্যা তৈরি করা হয়। একেই লিটার বলে।
৫. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:
৫.১ কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো এবং K রাশিটির S.I. একক উল্লেখ করো।
উত্তর: কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি হল: [latexpage] $F=k\frac{q_{1} \times q_{2}} {r^{2}}$
q1 ও q2 তড়িতাহিত বস্তুদুটির আধানের পরিমান, r হলো তড়িতাহিত বস্তুদুটির মধ্যে দূরত্ব, F হলো বস্তুদুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল।
K রাশিটির SI একক হলো: নিউটন.মিটার2 / কুলম্ব2
৫.২ খুব শুকনো ও ঠাণ্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে কী কী বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়।
উত্তর: খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোশে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে যা কোশীয় তরলের বরফের কেলাস তৈরিতে বাধা দেয়। এছাড়াও তাপ সংরক্ষণের প্রয়োজনে এদের দেহে ফ্যাট সঞ্চয়কারী কোশের প্রাচুর্য থাকে।
৫.৩ উষ্ণতা বৃদ্ধিতে বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন ?
উত্তর: বিক্রিয়া শুরু করতে শক্তি প্রয়োজন। উষ্ণতা বাড়লে অণুদের গতিশক্তি বাড়ে, তখন রাসায়নিক ব্রিক্রিয়া তাড়াতাড়ি ঘটে।
৫.৪ ইনফ্লুয়েঞ্জা রোগে কী কী লক্ষণ দেখা যায় ?
উত্তর: ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণগুলি হলো উচ্চ তাপমাত্রার জ্বর, নাক দিয়ে জল পড়া, কাশি, গলা ব্যাথা, পেশী ও অস্থিসন্ধিতে ব্যথা, মাথাব্যথা এবং ক্লান্তি অনুভব করা।
৫.৫ জলে অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবীভূত হওয়া যে তাপগ্রাহী পরিবর্তন তা কী করে বুঝবে?
উত্তর: একটি টেস্টটিউবে জল নিয়ে তাতে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে কিছুক্ষণ পর টেস্টটিউবের বাইরের গায়ে বিন্দু বিন্দু জলকণা জমা হয়। কারণ এক্ষেত্রে বিক্রিয়াটি পারিপার্শ্বিক পরিবেশ বা টেস্টটিউব থেকে তাপ শোষণ করে, ফলে টেস্টটিউবের উষ্ণতা হ্রাস পায় এবং তার সংস্পর্শে থাকা জলীয়বাষ্প জলকণায় পরিণত হয়। সুতরাং বিক্রিয়াটি তাপগ্রাহী বিক্রিয়া।
NH4Cl + H2O = NH4OH + HCl
৫.৬ যক্ষ্মা রোগের লক্ষণ কী কী ?
উত্তর: যক্ষ্মা রোগের লক্ষণগুলি হলো-
(i) যক্ষ্মা রোগের ব্যাকটেরিয়া দেহে প্রবেশ করলে কিছুদিনের মধ্যে টিউবারকিউলিন নামক টক্সিন বা বিষ ক্ষরণ করে, যার প্রভাবে রোগীর বিকালের দিকে জ্বর ও রাতে প্রচন্ড ঘাম হয়।
(ii) যক্ষ্মা রোগে অন্ত্র ও হাড় আক্রান্ত হয়, হাড়গুলি নরম ও ক্ষয়িষ্ণু হয়ে যায়।
(iii) রোগাক্রান্ত ব্যক্তির অত্যধিক কাশি, হলুদ রঙের থুতু এবং দীর্ঘস্থায়ী রক্তযুক্ত কফের উদগিরণ ঘটে।
৫.৭ কোশপর্দার গঠন ব্যাখ্যা করো।
উত্তর:- কোশের বাইরে যে পাতলা পর্দা দেখা যায় তা হলো প্লাজমা পর্দা বা কোশপর্দা। এটি কোশকে নির্দিষ্ট আকৃতি দেয়। এটি ছিদ্রযুক্ত। এই পর্দা একটি কোশকে পার্শবর্তী অন্য একটি কোশ থেকে আলাদা করে রাখে। ছিদ্র থাকার জন্য কোশের ভেতরে ও বাইরের মধ্যে জল, খনিজ পদার্থ ও অন্যান্য বস্তুর আদান-প্রদানে অংশগ্রহণ করে। তবে ছিদ্রের আকার ও প্রকৃতির ওপর এই দেওয়া নেওয়া প্রক্রিয়া নির্ভর করে। এটি সম্পূর্ণ রূপে ভেদ্য নয়। এটি কোশের ভেতরে এণ্ডোপ্লাজমীয় জালিকা, গলজি বস্তু, নিউক্লিয়াসের পর্দা ও অন্যান্য পর্দাঘেরা কোশীয় অঙ্গানু গঠনেও সাহায্য করে।
৬. তিন-চারটি বাক্যে উত্তর দাও:
৬.১ সমযোজী বন্ধন দিয়ে গঠিত জল, মিথেন এবং অ্যামোনিয়া অনুর প্রাথমিক গঠন কিরকমের তা এঁকে দেখাও।
উত্তর:
জল (H2O) অণুর প্রাথমিক গঠন:

মিথেন (CH4) অণুর প্রাথমিক গঠন:

অ্যামোনিয়া (NH3) অণুর প্রাথমিক গঠন:
৬.২ এন্ডোপ্লাজমীয় জালিকার গঠন ও কাজ উল্লেখ করো।
উত্তর:- এন্ডোপ্লাজমীয় জালিকা প্লাজমা পর্দা থেকে উৎপন্ন হয়ে নিউক্লীয় পর্দা পর্যন্ত বিস্তৃত থাকে। কতকগুলো পর্দাবেষ্টিত নানা আকারের নল দিয়ে এরা গঠিত। এরা সাইটোপ্লাজমকে কতকগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে ভাগ করে। কোনো কোনো পর্দার বাইরে দিকে প্রোটিন সংশ্লেষকারী রাইবোজোম যুক্ত থাকার জন্য এদের অমসৃণ দেখায়। আর কোনো পর্দার বাইরের দিকে রাইবোজোম না থাকায় মসৃণ হয়।
কাজ: এন্ডোপ্লাজমীয় জালিকা বিভিন্ন কোশীয় বস্তু যেমন প্রোটিন , লিপিড এর সংশ্লেষ, পরিবহণ ও সঞ্চয়ে অংশ গ্রহণ করে।
৬.৩ তামার আপেক্ষিক তাপ 0.09 cal/g℃। 70 গ্রাম ভরের তামার টুকরোর উষ্ণতা 20 ℃ বৃদ্ধি করতে হলে কত পরিমান তাপ লাগবে তা নির্নয় করো।
উত্তর: তামার আপেক্ষিক তাপ, s = 0.09 cal/g° C
ভর, m = 70 গ্রাম
উষ্ণতা বৃদ্ধি, t = 20°C
আমরা জানি,
প্রয়োজনীয় তাপ, Q = m . s . t
= 70 × 0.09 × 20 ক্যালোরি।
= 126 ক্যালোরি।
৬.৪ ” জৈব সার অজৈব সারের চেয়ে ভালো ” – বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো।
উত্তর:- জৈব সারের সাথে অজৈব সার তুলনা করলে বোঝা যায়-
(i) জৈব সার মাটির জলধারণ ক্ষমতা বাড়ায়।
(ii) জৈব সার ব্যবহার করলে মাটি রন্ধ্রযুক্ত হয়। ফলে মাটির মধ্যে দিয়ে বিভিন্ন গ্যাসের আদান-প্রদান ভালো হয়।
(iii) মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়াতে সাহায্য করে জৈব সার।
(iv) জৈব সার মাটির গঠন উন্নত করতে সাহায্য করে।
সুতরাং বলা যায়, জৈব সার অজৈব সারের চেয়ে ভালো।
৬.৫ কোনো তরলের বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে?
উত্তর: কোনো তরলের বাষ্পায়নের হার নিম্নলিখিত বিষয়ের উপর নির্ভর করে–
(i) তরলের উপরিতলের ক্ষেত্রফল যত বেশি হয়, বাষ্পায়ন তত দ্রুত হয়।
(ii) তরলের উষ্ণতা বেশি হলে বাষ্পায়ন দ্রুত হয়।
(iii) তরলের ওপর বায়ু চলাচলের ব্যবস্থা থাকলে বাষ্পায়ন দ্রুত হয়।
(iv) তরলের প্রকৃতির ওপর বাষ্পায়নের হার নির্ভর করে।
৬.৬ কীভাবে কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিমপোনা তৈরি করা হয়?
উত্তর: কৃত্রিম পদ্ধতিতে প্রতিটা সুস্থ, সবল স্ত্রী মাছের জন্য দুটো সুস্থ, সবল পুরুষ মাছ নেওয়া হয়। মাছের মাথায় মানুষের মতোই পিটুইট্যারি নামক একটা অন্তঃক্ষরা গ্রন্থি থাকে। এই গ্রন্থির নির্যাস নিয়ে ওই বাছাই করা মাছদের ইঞ্জেকশান দেওয়া হয়। আর পুরুষ ও স্ত্রী মাছের কোনটাকে কখন কতবার কতটা ইনজেকশান দেওয়া হবে তার একটা নির্দিষ্ট নিয়ম আছে। পিটুইট্যারি ইঞ্জেকশান দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম আর পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে ডিমপোনা তৈরি হয়।
☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here
1. You may also like: Class 8 Model Activity Task 2021 All Subjects
2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।
Class 8 Model Activity Task Science 2021
Official Website: Click Here
Class 8 Paribesh Model Activity Task
Class 8 Science Full Marks 50
অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান