Present Perfect Continuous Tense-in-Bengali

Present Perfect Continuous Tense-in-Bengali

(iv) PRESENT PERFECT CONTINUOUS TENSE:-

নিচের উদাহরণগুলো খেয়াল করো:

আমি দুই ঘন্টা ধরে পড়ছি – I have been reading for two hours.
বাবা সকাল থেকে কাজ করছে- Father has been working since morning.
সে সাত দিন ধরে জ্বরে ভুগছে- He has been suffering from fever for seven days.

উপরের বাক্যগুলির ক্রিয়া (পড়ছি, করছে, ভুগছে) বর্তমান সময়ে চলা কাজ বা ঘটনার বর্ণনা দিচ্ছে এবং কাজগুলি অতীতে শুরু হয়েছে। এগুলিই Present Perfect Continuous Tense.

কাকে বলে:

কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনও চলছে এরূপ বোঝালে Present Perfect Continuous Tense হয়।

চেনার নিয়ম:

কাজ আগে শুরু হয়ে এখনও চলছে বোঝায়।

আমি দুই ঘন্টা ধরে পড়ছি
বাবা সকাল থেকে কাজ করছে
সে সাত দিন ধরে জ্বরে ভুগছে

গঠনের নিয়ম:

Present Perfect Continuous Tense গঠনের সময় Subject এর পর Person ও Number অনুসারে have been বা has been লিখতে হবে। এরপর মূল Verb এর সঙ্গে ing যুক্ত করে বাক্যের বাকি অংশ বসাতে হবে। অর্থাৎ

Subject + have been / has been + (verb+ing) + others (বাক্যের বাকি অংশ)
উদাহরণ:

সে দুই ঘন্টা ধরে পড়ছে – He has been reading for two hours.
তারা সকাল থেকে খেলছে – They have been playing since morning.

Note:

ব্যাপক সময় (Period of Time) বোঝালে ‘for’ এবং অতীতে কোনো নির্দিষ্ট সময় (Point of Time) বোঝালে since বা from বসে।
আমি দুই ঘন্টা ধরে পড়ছি- I have been reading for two hours.
ভাই সন্ধ্যা থেকে ঘুমাচ্ছে- Brother has been sleeping since evening.
সকাল থেকে বৃষ্টি হচ্ছে- It is raining from morning.

👉 সমস্ত Tense দেখার জন্য: Click Here

Subscribe Our YouTube Channel: Click Here

Keywords: Tense in Bengali | English to Bengali Translation | Present Perfect Tense in Bengali | Bangla Tense | Tense in Bangla

Present Perfect Continuous Tense in Bengali | Present Perfect Continuous Tense Examples in Bengali | Tense in Bengali

বাংলায় tense Present Perfect Continuous Tense-in-Bengali

Present Perfect Continuous Tense-in-Bengali

Leave a Comment