Class-8 Bengali Second-Unit-Test Question Paper
এখানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর “2nd Unit Test” এর জন্য বাংলা বিষয়ের মডেল প্রশ্নপত্র প্রকাশ করা হলো। আশাকরি এই প্রশ্নপত্রটি থেকে ছাত্রছাত্রীরা উপকৃত হবে।
Second Unit Test
Model Question Paper-1
অষ্টম শ্রেণী
বিষয়: বাংলা
পূর্ণমান: ২৫ সময়: ৫০ মিনিট
১. সঠিক উত্তরটি নির্বাচন করো: (5 × 1 = 5) ১.১ “তুমি …. পাশে এসে দাঁড়াও” -কার পাশে? মানুষের / বন্ধুর / তাহার / তুমি মানুষ হয়ে। ১.২ “পল্লীসমাজ” গদ্যাংশে কত বিঘার মাঠ ডুবে যাওয়ার কথা আছে? নব্বই / একশো / আঠাশ। ১.৩ অচিন্ত্যকুমার সেনগুপ্ত কোন পত্রিকার সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন- সন্ধ্যাতারা / কল্লোল / সোমপ্রকাশ / বেঙ্গল গেজেট। ১.৪ “ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায়।” -কী দেখা যায়? সদ্গুণ / বীজ / লোভ / শত্রুতা। ১.৫ “তারা শুধু কেঁদে মরে বাইরে।” -এখানে ‘তারা’ কে? বন্যপশু / আমগাছ / বেকার যুবক / হাওয়া। ২. একটি বা দুটি বাক্যে যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাও: (3 × 1 = 3) ২.১ বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল? ২.২ “কেবল প্রান্তর জানে তাহা” -প্রান্তর কী জানে? ২.৩ “তোরা নাকি এ গাঁ ছেড়ে চলে যাবি?” -কে, কাকে একথা বলেছে? ২.৪ “নিরাপদে বৃক্ষশিশুটি ঘুমাইয়া রহিল” – বৃক্ষ শিশুটি কীভাবে নিরাপদে ঘুমিয়ে থাকে? ২.৫ “মাস্তুলে জ্বলে দীপ।” -মাস্তুলে দীপ জ্বলে কেন? ছাত্রছাত্রীদের জন্য Study Table মাত্র ৩৯৯ টাকায়। এখনই কেনার জন্য: Click Here ৩. যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাও: (3 × 2 = 6) ৩.১ ‘দাঁড়াও’ কবিতায় কবি কীভাবে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন? ৩.২ “রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল।” – রমেশের বিস্ময়ের কারণ কী ছিল? ৩.৩ “কারা ওরা?” -ছন্নছাড়া কবিতা অনুসরণে ওদের পরিচয় দাও। ৩.৪ “গাছের জীবন মানুষের ছায়ামাত্র” -লেখকের এমন উক্তির কারণ কী? ৩.৫ পৃথিবীর কোন কোন অংশে হাওয়া ঘুরে বেড়ায়? ৪. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও: (1 × 4 = 4) ৪.১ “পাঠশালা বসিত বৈকালে।” পাঠশালাটির সংক্ষিপ্ত বর্ণনা দাও। ৪.২ “অপুর মুখ শুকাইয়া গেল।” অপু কী দেখে ভয় পেয়েছিল এবং কেন? তার সঙ্গে কে ছিল? ৫. নির্দেশ অনুসারে উত্তর দাও: (3 × 1 = 3) ৫.১ কথাটা রমেশ বুঝিতে পারিল না। (হ্যাঁ-সূচক বাক্যে রূপান্তরিত করো) ৫.২ একটি বিশেষণের বিশেষণ পদের উদাহরণ দাও। ৫.৩ নিম্নরেখাঙ্কিত অংশের কারক বিভক্তি নির্দেশ করো: আর কিছুকাল পরে ইহার চিহ্নও থাকিবে না। অনলাইনে মাত্র ২০০ টাকায় পাওয়া যাচ্ছে “ক্লিক অ্যান্ড ক্যাচ” গেম: 👉 এখনই কেনার জন্য: এখানে ক্লিক করুন ৬. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও: (1 × 4 = 4) ৬.১ তোমার এলাকায় যত্রতত্র নোংরা আবর্জনা ফেলা হয় এবং তা নিয়মিত পরিষ্কার করা হয় না। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তিপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রের সম্পাদককে চিঠি লেখো। ৬.২ তোমার বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে বন্ধুকে একটি চিঠি লেখো। |
Second Unit Test
Model Question Paper-2
অষ্টম শ্রেণী
বিষয়: বাংলা
পূর্ণমান: ২৫ সময়: ৫০ মিনিট
১. নীচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও: ১.১ ‘রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপার কী?’ –রমেশের এই প্রশ্নের উত্তরে চাষিরা বলেছিল – (ক) বেণীর সঙ্গে তারা কোনাে বিষয় আলােচনা করতে চায় না। (খ) ছেলেপুলের হাত ধরে তাদের পথে ভিক্ষে করতে হবে। (গ) একশাে বিঘের মাঠ ডুবে গেছে, জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে, গ্রামের কেউই খেতে পাবে না। (ঘ) রমা দেবীর কাছে তাদের যাবতীয় আবেদন ব্যর্থ হয়ে গেছে। ২. খুব সংক্ষেপে নীচের যে-কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও: ২.১ ‘এইরূপে নিরাপদে বৃক্ষশিশুটি ঘুমাইয়া রহিল। – বৃক্ষশিশু কীভাবে ‘নিরাপদে ঘুমিয়ে থাকে? ২.২ ‘ভূমিকম্পের বছর সেটা’ – সে বছর প্রেভিনসিয়াল কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ২.৩ ‘নাটোর বললেন, কোথায় স্নান করবেন অবনদা, পুকুরে? – এর উত্তরে ‘অবনদা’ কী বলেছিলেন? ৩. নীচের যে-কোনাে একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখাে: ৩.১ ‘এবারে আবার ছেনু বেণু দুই বােনের অপ্রতিভ হওয়ার পালা.. – কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে? এর আগেও তাদেরকে অপ্রতিভ হতে হয়েছিল কেন? ৩.২ ‘আমি ঘুরে ঘুরে নাটোরের গ্রাম দেখতে লাগলুম।” – নাটোরের কথা’ গদ্যাংশ অনুসরণে লেখকের নাটোরের গ্রাম ঘুরে দেখার অভিজ্ঞতার কথা নিজের ভাষায় লেখাে। ৪. নীচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও: ৪.১ ‘ড্রাইভার বললে, ওদিকে যাব না। ড্রাইভারের ওদিকে যেতে না চাওয়ার কারণ – (ক) ওদিকে একটা দুর্ঘটনা ঘটেছে (খ) রাস্তায় একটা বড় গাছ পড়ে আছে। (গ) ওদিককার রাস্তাঘাট তার অচেনা (ঘ) কয়েকজন ছন্নছাড়া বেকার ছােকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, ওখান দিয়ে গেলেই যারা গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে, হাওয়া খাওয়ান। ৪.২ কেঁদে-কেঁদে মার শুধু বাইরে’ – হাওয়ার এভাবে কেঁদে কেঁদে মরার কারণ – (ক) মধ্যরাতে অকূল সমুদ্র গর্জনে কেটে পড়ে (খ) হাওয়ার বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই (গ) অনেক সন্ধানেও হাওয়া কখনই তার বাড়ি খুঁজে পায় না (ঘ) পাহাড় তার পথ রােধ করে দাঁড়িয়েছে। ছাত্রছাত্রীদের জন্য Study Lamp! মাত্র ৩৭৯ টাকায়। এখনই কেনার জন্য: Click Here ৫. খুব সংক্ষেপে নীচের প্রশ্নদুটির উত্তর দাও: ৫.১ ‘একটা স্ফুলিঙ্গ-হীন ভিজে বারুদের স্তূপ । – “ছন্নছাড়া’ কবিতায় কবি ‘একটা স্ফুলিঙ্গ-হীন ভিজে বারুদের স্তূপ’-এর সঙ্গে কীসের তুলনা করেছেন? ৫.২ ‘তার কথা কেবলই শুধাই রে।। – হাওয়া কার কথা শুধায়? ৬. নীচের যে-কোনাে একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখাে। ৬.১ ‘তুমি তাহার পাশে এসে দাঁড়াও। ‘দাঁড়াও’ কবিতায় কবি কাদের পাশে এসে দাঁড়াতে বলেছেন? তুমি কীভাবে তাদের পাশে দাঁড়াতে চাও? ৬.২ ‘রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে’ – ‘পাড়াগাঁর দু-পহর ভালােবাসি’কবিতায় কবির এমন অনুভূতির কারণ বিশ্লেষণ করাে। ৭. খুব সংক্ষেপে নীচের যে-কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও: ৭.১ ‘তাহাদের বাড়িতে এরকম জিনিস নাই। – কোন জিনিস দেখে অপুর একথা মনে হয়েছিল? ৭.২ ‘একদিন পড়ার এক ব্রাত্মণ প্রতিবেশীর বাড়ি অপুর নিমন্ত্রণ হইল। – সেই নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার জন্য অপুকে কে ডাকতে এসেছিল? ৭.৩ ‘বাড়ি আসিয়া অপু দিন পনেরাে ধরিয়া নিজের অদ্ভুত ভ্রমণ কাহিনি বলিয়া বেড়াইতে লাগিল। তার ভ্রমণকাহিনি ‘অদ্ভুত’ কেন? ৮. নীচের যে-কোনাে একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখাে : ৮.১ এই বন তার শ্যামলতার নবীন স্পর্শটুকু তার আর তার দিদির মনে বুলাইয়া দিয়াছিল।’ — অপু আর তার দিদির মনে বন তার শ্যামলতার নবীন স্পর্শ কীভাবে বুলিয়ে দিয়েছিল, তা পাঠ্যাংশ অনুসরণে আলােচনা করাে। ৮.২ ‘অপু সেদিন জেলেপাড়ায় কড়ি খেলিতে গিয়াছিল।– পাঠ্যাংশ অনুসরণে জেলেপাড়ায় অপুর কড়ি খেলতে অভিজ্ঞতা কেমন হয়েছিল, তা লেখাে। ৯. নীচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও : ৯.১ সাঁতার কাটা স্বাস্থ্যের পক্ষে ভালাে। — নিম্নরেখ পদটি হলাে — (ক) বিশেষ্য (খ) বিশেষণ (গ) ক্রিয়া (ঘ) ক্রিয়াবিশেষণ ৯.২ তােকে নিয়ে আর পারা যায় না। — নিম্নরেখ পদটি হলাে — (ক) বিশেষ্য (খ) বিশেষণ (গ) অব্যয় (ঘ) ক্রিয়া ১০. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যেকোনাে একটি) : ১০.১ জটিল বাক্য কাকে বলে উদাহরণসহ লেখাে। ১০.২ ‘মাথা’ শব্দটিকে বিভিন্ন অর্থে প্রয়ােগ করে চারটি বাক্য রচনা করাে। ১১. তােমার অঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের অভাব দূর করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লেখাে। |
সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here
Class-8 Bengali Second-Unit-Test Question Paper
You may also like: Class VII Notes
Class 8 Second Unit Test Bengali Question Paper Class 8 Second Unit Test Bengali Suggestion Class 8 Second Unit Test History Question Paper
WBBSE Class 8 Model Question Paper Unit Test Question Paper Bengali Class VIII Bengali Second Unit Test Question Paper pdf Download Class-8 Bengali Second-Unit-Test Question Paper
Official Website: Click Here
অষ্টম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র