Class-8 Bengali First-Unit-Test Question Paper

Class-8 Bengali First-Unit-Test Question Paper

এখানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর “1st Unit Test” এর জন্য বাংলা বিষয়ের একটি মডেল প্রশ্নপত্র প্রকাশ করা হলো। আশাকরি এই প্রশ্নপত্রটি থেকে ছাত্রছাত্রীরা উপকৃত হবে।

👉 বাংলা বিষয়ের প্রথম ইউনিট টেস্ট 2023 প্রশ্ন-উত্তর: Click Here
1st Unit Test
অষ্টম শ্রেণী
বিষয়: বাংলা (Set- 3)
পূর্ণমান: ১৫ সময়: ৩০ মিনিট

১. সঠিক উত্তরটি নির্বাচন করো:
১.১ ‘অদ্ভুত আতিথেয়তা’ গল্পটি গৃহীত হয়েছে __ থেকে।
(ক) সহজ পাঠ (খ) সীতার বনবাস (গ) আখ্যানমঞ্জুরী (ঘ) বঙ্গদর্শন।

১.২ ‘পরবাসী’ কবিতায় যে দুটি নাচের অনুষঙ্গ এসেছে-
(ক) কথ্থক ও কথাকলি (খ) কথ্থক ও ছৌ (গ) কথাকলি ও বিহু (ঘ) ওড়িশি ও ছৌ।

১.৩ ‘সত্য সেলুকাস কী বিচিত্র এই দেশ!’ -বক্তা হলেন-
(ক) সেকেন্দার (খ) সেলুকাস (গ) অ্যান্টিগোনাস (ঘ) চন্দ্রগুপ্ত।

১.৪ ‘আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতিই _________ তুল্য নহে’
(ক) মুরদিগের (খ) আরবদিগের (গ) পাঠানদিগের (ঘ) মোগলদিগের।

১.৫ “কতকটা এ ভবের _
(ক) ধারা (খ) নিয়ম (গ) গতিক (ঘ) গতিবিধি।

১.৬ টেনিদা _ চাঁদা দিয়েছিল।
(ক) পাঁচ আনা (খ) ছ-আনা (গ) আট আনা (ঘ) দশ আনা।

১.৭ ‘প্রাবৃট’ শব্দের অর্থ হলো-
(ক) গ্রীষ্মকাল (খ) শীতকাল (গ) শরৎকাল (ঘ) বর্ষাকাল।

১.৮ রাজহাঁসের ডিম্ আনার দায়িত্ব পড়েছিল কার উপর?
(ক) ক্যাবলার (খ) হাবুলের (গ) প্যালার (ঘ) টেনিদার

১.৯ ‘মুর’ _____ এক কৃষ্ণবর্ণ জাতি।
(ক) পশ্চিম ইউরোপ (খ) দক্ষিণ আমেরিকা (গ) উত্তর আফ্রিকা (ঘ) পূর্ব এশিয়া।

১.১০ মাইকেল মধুসূদন প্রথম চিঠি লিখেছিলেন-
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে (খ) শিবনাথ শাস্ত্রীকে (গ) দেবেন্দ্রনাথ ঠাকুরকে (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুরকে।

👉 বাংলা বিষয়ের প্রথম ইউনিট টেস্ট প্রশ্ন-উত্তর ২০২৩: Click Here

২. পাঁচ-ছয়টি বাক্যে উত্তর দাও:

২.১ ‘বোঝাপড়া’ কবিতায় কবি কোন বোঝাপড়ার কথা বলেছেন?
২.২ “আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনও জাতিই আরবদিগের তুল্য নহে।” -এই বক্তব্যের সমর্থনে গল্পে কীভাবে পাওয়া যায়?
২.৩ “কী বিচিত্র এই দেশ!” -বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কীভাবে ধরা পড়েছে?
২.৪ বনভোজনের প্রথম তালিকায় কী কী খাদ্যের উল্লেখ ছিল? তা বাতিল হলো কেন?
২.৫ তোতাইবাবুর সবুজ জামা চাই কেন? তোতাই সবুজ জামা পরলে কী কী ঘটনা ঘটবে?
২.৬ আলেম শব্দের অর্থ কী? লেখককে কারা, কেন ‘এক মস্ত আলেম’ ভেবেছিলেন?

👉 বাংলা বিষয়ের প্রথম ইউনিট টেস্ট প্রশ্ন-উত্তর ২০২৩: Click Here

1st Unit Test
অষ্টম শ্রেণী
বিষয়: বাংলা (Set- 1)
পূর্ণমান: ১৫ সময়: ৩০ মিনিট

১. নীচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও: ১ × ৬ = ৬


(ক) ‘সবুজ জামা’ কবিতায় সবুজ জামা আসলে কী?



(খ) চদ্ৰগুপ্তকে নির্বাসিত করেছেন- (ধননন্দ / মহাপদ্ম / মহানন্দ)



(গ) বোঝাপড়া কবিতাটি রচনা করেছেন- (যতীন্দ্রনাথ / রবীন্দ্রনাথ / রথীন্দ্রনাথ)



(ঘ) অদ্ভুত আতিথেয়তা’ নামক গদ্যাংশে কোন কোন জাতির বৈরিতার কথা বলা হয়েছে?



(ঙ) পথের পাঁচালী’ উপন্যাসের শুরুতে বালক কার সঙ্গে নীলকণ্ঠ পাখি দেখতে যাচ্ছিল?



(চ) পথের পাঁচালী উপন্যাসে দুর্গার বয়স কত?


👉 বাংলা বিষয়ের প্রথম ইউনিট টেস্ট প্রশ্ন-উত্তর ২০২৩: Click Here
২. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও: ১ × ৩ = ৩


(ক) “দাদু যেন কেমন, চশমা ছাড়া চোখে দেখে না” – এই পঙ্ক্তির মধ্যে ‘যেন’ শব্দটি ব্যবহার হয়েছে কেন?



(খ) “ভালোমন্দ যাহাই আসুক / সত্যেরে লও সহজে” -তুমি কি কবির সঙ্গে একমত যুক্তি দিয়ে বোঝাও।


৩. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও: ১ × ৩ = ৩


(ক) বনভোজনের প্রথম তালিকায় কী কী খাদ্যের উল্লেখ ছিল? তা বাতিল হল কেন?



(খ) “কি বিচিত্র এই দেশ।” -বক্তার চোখে এইদেশের বৈচিত্র কীভাবে ধরা পড়েছে?


৪. নির্দেশ অনুযায়ী নীচের প্রশ্নগুলির উত্তর দাও: (যেকোনো তিনটি) ৩ × ১ = ৩


(ক) সন্ধি বিচ্ছেদ করো: স্বস্তি।
(খ) ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো: বিজয়বার্তা
(গ) প্রদত্ত বাক্যটির ক্রিয়ার কাল নির্ণয় করো: ইচ্ছে হলে আজই যেতে পারি।
(ঘ) ‘মন’ শব্দটির দুটি সমার্থক শব্দ লিখো।

👉 বাংলা বিষয়ের প্রথম ইউনিট টেস্ট প্রশ্ন-উত্তর ২০২৩: Click Here

1st Unit Test
অষ্টম শ্রেণী
বিষয়: বাংলা (Set- 2)
পূর্ণমান: ১৫ সময়: ৩০ মিনিট

১. পূর্ণ বাক্যে উত্তর দাও (যে-কোনো চারটি): ১×৪=৪


১.১ ‘ঘটনা সামান্য খুবই।’- কোন্ ঘটনার কথা বলা হয়েছে ?
১.২ ‘… তাহার অনুসরণ করিতেছিল।’- কে, কাকে অনুসরণ করিতেছিল ?
১.৩ দ্বিজেন্দ্রলাল রায় কৃষিবিদ্যা শেখার জন্য কোথায় গিয়েছিলেন ?
১.৪ ‘বাঘের বিক্রম সম মাঘের হিমানী।’- উদ্ধৃতদ্ধৃ অংশটি কার লেখা ?
১.৫ ‘ময়ূর মরেছে পণ্যে।’- এই কথার অন্তর্নিহিত অর্থ কী?

২. চার পাঁচটি বাক্যে উত্তর দাও (যে-কোনো একটি): ৩×১=৩


২.১ কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে কী দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল ? আলকুশি কী?
২.২ অপু কার পাঠশালায় পড়তে গিয়েছিল ? পাঠশালা কখন বসত ? গুরুমশাই পড়ানোর পাশাপাশি কোন কাজ করতেন ? ১+১+১

৩. পাঁচ-ছটি বাক্যে উত্তর দাও: ২.৫×২=৫


৩.১ ‘তেমন করে হাত বাড়ালে / সুখ পাওয়া যায় অনেকখানি।’- ‘তেমন করে’ কথাটির অর্থ বুঝিয়ে দাও। এখানে কবি কী ধরনের সুখের ইঙ্গিত করেছেন লেখ। ১+১.৫০=২.৫
অথবা,
তোতাই বাবু সবুজ জামা চাই কেন ? সবুজ জামা আসলে কী ?
৩.২ ‘সন্দিহান চিত্তে শয়ন করিলেন।’- এখানে কার মনের সন্দেহের কথা বলা হয়েছে ? তার মনে
সন্দেহের কারণ কী ?
অথবা,
‘ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শিখেন নাই।’- বক্তা কে ? কোন্ সত্য উচ্চারণ করেছে ?

৪. যে কোন তিনটি প্রশ্নের উত্তর দাও: ১×৩=৩


৪.১ ‘বিবেকানন্দ’ শব্দটির দল বিশ্লেষণ করো।
৪.২ ধ্বনি পরিবর্তনের্তর মূল কারণটি লেখ।
৪.৩ মধ্যস্বরাগম এর অপর নাম স্বরভক্তি কেন ?
৪.৪ তলোয়ার > তরোয়াল এটি কী ধরনের ধ্বনি পরিবর্তনর্ত ?
৪.৪ দল কয় প্রকার ও কী কী ?

👉 বাংলা বিষয়ের প্রথম ইউনিট টেস্ট প্রশ্ন-উত্তর ২০২৩: Click Here

সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here

👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

Class-8 Bengali 1st-Unit-Test Model-Question-Paper

You may also like: Class VII Notes

Class 8 First Unit Test Bengali Question Paper Class 8 First Unit Test Bengali Suggestion Class 8 First Unit Test History Question Paper

WBBSE Class 8 Model Question Paper Unit Test Question Paper Bengali Class VIII Bengali first Unit Test Question Paper pdf Download

Official Website: Click Here

অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র

8 thoughts on “Class-8 Bengali First-Unit-Test Question Paper”

Leave a Comment