Class-7 Paribesh Model-Activity-Task February-2022

Class-7 Paribesh Model-Activity-Task February-2022

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া সপ্তম শ্রেণীর ‘পরিবেশ ও বিজ্ঞান’ বিষয়ের ‘Model Activity Task Part-10 February, 2022’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

সপ্তম শ্রেণী
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
February, 2022
বিষয়: পরিবেশ ও বিজ্ঞান পূর্ণমান: ২০

১. ঠিক উত্তর নির্বাচন করাে:

১.১ এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না তা হলাে—
(ক) কার্বোহাইড্রেট
(খ) ভিটামিন
(গ) লিপিড
(ঘ) প্রােটিন
উত্তর: (খ) ভিটামিন

১.২ গয়টার হয় যে খাদ্য উপাদানের অভাবে তা হলাে—
(ক) সােডিয়াম
(খ) আয়রন
(গ) আয়ােডিন
(ঘ) ক্যালশিয়াম
উত্তর: (গ) আয়ােডিন

১.৩ একটি প্রক্রিয়াজাত খাদ্যের উদাহরণ হলাে—
(ক) আনারস
(খ) আনারসের জ্যাম
(গ) আম
(ঘ) কোল্ড ড্রিংক্স
উত্তর: (খ) আনারসের জ্যাম

২. শূন্যস্থান পূরণ করাে:

২.১ প্রােটিনের অভাবে ______________রােগ হয়।
উত্তর: কোয়াশিওরকর

২.২ চুল ও নখে _______________প্রােটিন থাকে।
উত্তর: কেরাটিন

২.৩ আয়রন ______________পরিবহণে সাহায্য করে।
উত্তর: অক্সিজেন

৩.একটি বা দুটি বাক্যে উত্তর দাও:

৩.১ খাদ্যতন্তু পাওয়া যায় এমন দুটো খাবারের নাম লেখাে।
উত্তর: খাদ্যতন্তু পাওয়া যায় এমন দুটো খাবারের নাম হল- সজনে ডাঁটা ও পেঁপে।

৩.২ ম্যারাসমাস রােগের ক্ষেত্রে কী কী লক্ষণ দেখা যায়?
উত্তর: (i) দেহের পেশিগুলির খুব বেশি ক্ষয় হয়।
(ii) হাড়গুলি বাইরে থেকে পরিষ্কার বোঝা যায়।
(iii) চামড়া জায়গায় জায়গায় কোঁচকানো হয়।
(iv) হাত, পাগুলো খুব সরু হয়ে যায়।

৩.৩ মানবদেহে লিপিডের ভূমিকা উল্লেখ করাে।
উত্তর: মানবদেহে লিপিডের ভূমিকাগুলি হলাে:
(i) লিপিড মানুষের দেহে শক্তির উৎসরূপে কাজ করে।
(ii) দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে।
(iii) দেহের থেকে তাপ বেরিয়ে যাওয়া কমিয়ে দেয়।

৩.৪ ভিটামিন C-র দুটি উৎসের নাম লেখাে।
উত্তর: ভিটামিন C-র দুটি উৎসে হল:-
(i) লেবু জাতীয় ফল।
(ii) টম্যাটো, পেয়ারা।

৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও :

৪.১ মানবদেহে ফাইটোকেমিক্যালসের ভূমিকা উল্লেখ করাে।

উত্তর: ফাইটোকেমিক্যালসের ভূমিকাগুলি হল :
(i) হৃৎপিণ্ডের কাজ ঠিকঠাক রাখে।
(ii) মানবদেহের খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায়।
(iii) ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়।
(iv) হাড়কে শক্ত রাখে।
(v) রােগ প্রতিরােধ ক্ষমতা বাড়ায়।
(vi) চোখ ভালাে রাখতে সাহায্য করে।

৪.২ জীবদেহে জলের ভূমিকা ব্যাখ্যা করাে।

উত্তর: জীবদেহে জলের ভূমিকা:-
(i) জীবের প্রয়োজনীয় নানা বিক্রিয়া ঘটাতে ও জীবের বেঁচে থাকার তরল মাধ্যম রূপে কাজ করে।
(ii) সহজেই বিভিন্ন বস্তুকে দেহের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছড়িয়ে দেয়।
(iii) জল দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
(iv) জলের মাধ্যমে রেচন পদার্থ দেহের বাইরে বেরিয়ে যায়।

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 7 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 7 Model Activity Task Science, February 2022 (Part- 10)

Class 7 Science Model Activity Task Answer Part- 10

সপ্তম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও বিজ্ঞান

Class-7 Paribesh Model-Activity-Task February-2022

Official Website: Click Here Class 7 Science Model Activity Task Answer Part- 2 February, 2022

Class-7 Paribesh Model-Activity-Task February-2022

সপ্তম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও বিজ্ঞান

Class-7 Science Model-Activity-Task February-2022

Leave a Comment