Class 7 Model Activity Task Poribesh September

Class 7 Model Activity Task Poribesh September

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ‘Model Activity Task 2021 3rd Series (September)’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 7 Model Activity Task Poribesh September

Class 7 Model Activity Task Poribesh September

১. ঠিক উত্তর আলোর নির্বাচন করো:

১.১ যেক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হলো-
উত্তর: (ঘ) আয়না।

১.২ যেটি পরিবেশবান্ধব শক্তির উৎস নয় সেটি হলো-
উত্তর: (গ) জীবাশ্ম জ্বালানি।

১.৩ রূপান্তরিত অর্ধবায়বীয় কান্ড দেখা যায় যে উদ্ভিদে সেটি হলো-
উত্তর: (খ) কচুরিপানা।

২. ঠিক বাক্যের পাশে আর ভুল বাক্যের পাশে চিহ্ন দাও:

২.১ কোনো দন্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য তার চৌম্বক দৈর্ঘ্যের চেয়ে সামান্য কম হয়। ( x )

২.২ কাণ্ডের যে অংশ থেকে শাখা বেরোয় তাকে পর্বমধ্য বলে। ( x )

২.৩ তেঁতুল পাতা হলো একক পত্রের একটি উদাহরণ। ( x )

You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:

৩.১ চালু লাইনের কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কীসের ওপর দাঁড়িয়ে কাজ করা উচিত- লোহার চেয়ার না কাঠের টুল? কেন?
উত্তর: চালু লাইনের কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কাঠের টুলের ওপর দাঁড়িয়ে কাজ করা উচিত। কারণ কাঠ তড়িতের কুপরিবাহী হওয়ায় কাঠের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না। ফলে মুক্তবর্তনীর সৃষ্টি হয় এবং শক লাগার ভয় থাকে না।

৩.২ উদ্ভিদের মূলের প্রধান কাজ কী?
উত্তর: উদ্ভিদের মূলের প্রধান কাজ হলো-
(i) দৃঢ়তা প্রদান বা গাছকে মাটিতে আঁকড়ে ধরে রাখা।
(ii) মাটি থেকে জল শোষণ করা।

৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও:

৪.১ সুচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড়ো করা হলে প্রতিকৃতির কী পরিবর্তন হবে? ব্যাখ্যা করো।
উত্তর: সুচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড়ো করা হলে তা অসংখ্য ছোটো ছোটো ছিদ্রের সমষ্টিরূপে কাজ করে। প্রতিটি ছিদ্র এক একটি আলাদা আলাদা স্পষ্ট প্রতিকৃতি তৈরি করে। ফলে সমস্ত প্রতিকৃতি মিলেমিশে একটা অস্পষ্ট প্রতিকৃতি তৈরি হয়। তাই ছিদ্র যত ছোটো হবে, প্রতিকৃতি তত সূক্ষ হবে।

৪.২ সমুদ্রের মাছ কীভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে ব্যাখ্যা করো।
উত্তর: সমুদ্রের মাছ নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখার জন্য-
(i) ঘন মূত্র ত্যাগ করে; ফলে খুব কম জল দেহ থেকে বেরিয়ে যায়।
(ii) ফুলকার মাধ্যমে দেহের অতিরিক্ত আয়ন ত্যাগ করে।

সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 7 Model Activity Task 2021 All Subjects 3rd Series (September)

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 7 Model Activity Task Poribesh September, 2021

Official Website: Click Here

Leave a Comment