Class 8 Model Activity Task History September

Class 8 Model Activity Task History September

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের ‘Model Activity Task 2021 3rd Series (September)’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 8 Model Activity Task History September

Class 8 Model Activity Task History September

১. সঠিক তথ্য দিয়ে নীচের ছকটি পূরণ করো:

প্রতিষ্ঠানপ্রতিষ্ঠাতাসময়কাল
জমিদার সভাদ্বারকানাথ ঠাকুর ও রাধাকান্ত দেব১৮৩৮ খ্রিস্টাব্দ
ভারত সভাসুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু১৮৭৬ খ্রিস্টাব্দ
ইন্ডিয়ান লিগশিশিরকুমার ঘোষ১৮৭৫ খ্রিস্টাব্দ


২. সত্য বা মিথ্যা নির্ণয় করো:


২.১ ১৮৭৬ খ্রিস্টাব্দে লর্ড নর্থব্রুক জারি করেন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন।
উত্তর: সত্য।

২.২ ১৯০৫ খ্রিস্টাব্দে ১৬ অক্টোবর বাংলা বিভাজনের পরিকল্পনা বাস্তবায়িত করা হয়।
উত্তর: সত্য।

২.৩ পাঞ্জাবে লালা লাজপত রাই এর নেতৃত্বে শিবাজি উৎসব চালু হয়।
উত্তর: মিথ্যা।

৩. সংক্ষেপে উত্তর দাও:


৩.১ অর্থনৈতিক জাতীয়তাবাদ কী?
উত্তর: ভারতের আর্থিক দুরবস্থায় ব্রিটিশ শাসনের ভূমিকা নিয়ে নরমপন্থী নেতৃত্ব প্রকাশ্যে সমালোচনা করেছিলেন। এই প্রক্রিয়াকে অর্থনৈতিক জাতীয়তাবাদ বলা হয়। এই কাজে বিশেষ করে দাদাভাই নৌরজি, মহাদেব গোবিন্দ রানাডে ও রমেশচন্দ্র দত্ত – এই তিনজনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল লক্ষ্য ছিল ভারতের দারিদ্র্য ও ব্রিটিশ শাসনের সম্পর্ক নির্ণয় করা।

৩.২ ইলবার্ট বিলকে নিয়ে কেন বিতর্কের সূচনা হয়েছিল?
উত্তর: গভর্নর জেনারেল লর্ড রিপনের আইনসভার সদস্য সি.পি. ইলবার্ট বিচার বিভাগীয় ক্ষেত্রে অসাম্য দূর করতে একটি বিলের মাধ্যমে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেন। এই বিলের প্রতিবাদে শ্বেতাঙ্গরা আন্দোলন শুরু করলে বিল প্রত্যাহার করে নেওয়া হয়। বিল প্রত্যাহার হলে ভারত সভার উদ্যোগে ভারতীয়রা আন্দোলন শুরু করেন। উভয়পক্ষের আন্দোলন ও পাল্টা আন্দোলন এর ফলেই ইলবার্ট বিলকে নিয়ে বিতর্কের সূচনা হয়েছিল।

৪. নিজের ভাষায় লেখো:


বিশ শতকের প্রথম দিকে বাংলায় গড়ে ওঠা বিভিন্ন গুপ্ত সমিতির পরিচয় দাও।
উত্তর: স্বদেশি আন্দোলনের শেষ দিকে বিপ্লবী সন্ত্রাসবাদী ধারার প্রধান ভিত্তি ছিল বিভিন্ন সমিতি। আপাতভাবে সমিতিগুলিতে শরীরচর্চা হলেও বিভিন্ন সমাজসেবামূলক বিভিন্ন কাজে সমিতিগুলি এগিয়ে আসত। তার মধ্যে দিয়ে মূলত ছাত্র ও যুবসমাজের মধ্যে স্বদেশির ভাবধারা প্রচার করা হত। মহারাষ্ট্র ও বাংলাসহ বিভিন্ন জায়গায় শরীরচর্চার প্রতিষ্ঠানগুলিকে কেন্দ্র করেই বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপ সংগঠিত হতে শুরু হয়। ১৯০২ খ্রিস্টাব্দে কলকাতায় তিনটি ও মেদিনীপুরে একটি দল তৈরী হয়। এগুলির মধ্যে সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠিত অনুশীলন সমিতি অন্যতম বিখ্যাত প্রতিষ্ঠান। অবশ্য এই সমিতিগুলির বিপ্লবী কার্যকলাপ গোপনে চালানো হতো। ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের সময় থেকেই বাংলার বিভিন্ন অঞ্চলে নতুন নতুন সমিতি প্রতিষ্ঠিত হতে থাকে। ১৯০৬ খ্রিস্টাব্দে পুলিনবিহারী দাসের নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি তৈরী হয়। সারা বাংলাব্যাপী বিপ্লবীদের সম্মেলন আয়োজন করা হয়। অর্থ জোগাড় করার জন্য স্বদেশি ডাকাতির পাশাপাশি বোমা বানানোর উদ্যোগও নেওয়া হতে থাকে।

সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 8 Model Activity Task 2021 All Subjects 3rd Series (September)

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 8 Model Activity Task History September, 2021

Official Website: Click Here

4 thoughts on “Class 8 Model Activity Task History September”

Leave a Comment