Class 7 Model Activity Task History 2021

Class 7 Model Activity Task History 2021

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের ‘মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১’ প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

১. ক-স্তম্ভের সাথে খ-স্তম্ভ মিলিয়ে লেখ:

উত্তর: হর্ষচরিত —————– বাণভট্ট
গৌড়বহো —————- বাক্পতিরাজ
কিতাব অল-হিন্দ ——– অল বিরুনি

২. বেমানান শব্দটির নিচে দাগ দাও:


(ক) বিজয়ালয়, দন্তিদুর্গ, প্রথম রাজরাজ, প্রথম রাজেন্দ্র
উত্তর: দন্তিদুর্গ
(খ) বরেন্দ্র, হরিকেল, কনৌজ, গৌড়
উত্তর: কনৌজ
(গ) হলায়ুধ, জয়দেব, গোবর্ধন, উমাপতিধর
উত্তর: হলায়ুধ

৩. সংক্ষেপে উত্তর দাও:


(ক) পাল-সেন যুগে কেমন ভাবে কর আদায় হত?

উত্তর:পাল-সেন যুগের রাজারা উৎপন্ন ফসলের এক-ষষ্ঠাংশ কৃষকদের কাছে কর নিতেন। তাঁরা নিজেদের ভোগের জন্য ফুল, ফল, কাঠও প্রজাদের কাছ থেকে কর হিসেবে আদায় করতেন। বণিকরাও তাদের ব্যবসার জন্য রাজাকে কর দিত। নিজেদের নিরাপত্তার জন্য সমগ্র গ্রামের উপরও কর দিতে হত গ্রামবাসীদের। এছাড়া হাট ও খেয়াঘাটের উপরও কর চাপানো হতো।

(খ) সেন রাজারা কি সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন?
উত্তর: সেন রাজারা সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। লক্ষণসেনের রাজসভায় পাঁচজন কবি ছিলেন জয়দেব, ধোয়ী, গোবর্ধন, উমাপতিধর ও শরণ। তাদেরকে একসঙ্গে বলা হত পঞ্চরত্ন। বিখ্যাত কবি জয়দেব লিখেছেন গীতগোবিন্দম।
রাজা বল্লালসেন এবং রাজা লক্ষণসেন দুজনেই স্মৃতিশাস্ত্র লিখেছিলেন। বল্লালসেন লেখা দুটি বিখ্যাত বই হল দানসাগর ও অদ্ভুতসাগর। লক্ষণসেনের মন্ত্রী হলায়ুধ বৈদিক নিয়ম বিষয়ে ব্রাহ্মণসর্বস্ব নামে একটি বই লিখেছিলেন।

৪. নিজের ভাষায় লেখো:


বখতিয়ার খলজির বাংলা আক্রমণের পর বাংলাতে কি কি পরিবর্তন ঘটেছিল?
উত্তর: আনুমানিক ১২০৪ খ্রিস্টাব্দের শেষ বা ১২০৫ খ্রিস্টাব্দের প্রথম দিকে তুর্কি সেনাপতি বখতিয়ার খলজি বাংলার নদীয়া দখল করেছিলেন। সেই থেকে বাংলায় তুর্কি শাসন শুরু হয়েছিল।
বখতিয়ার খলজি নিজের নতুন রাজ্যকে কয়েকটি ভাগে ভাগ করে প্রত্যেক ভাগের জন্য একজন করে শাসনকর্তা নিযুক্ত করেন। এইসব শাসনকর্তারা ছিলেন তাঁর সেনাপতি। বখতিয়ার খলজি লখনৌতিতে মসজিদ, মাদ্রাসা এবং সুফী সাধকদের আস্তানা তৈরি করে দেন।
লখনৌতি রাজ্যের সীমানা উত্তরে দিনাজপুর জেলার দেবকোট থেকে রংপুর শহর, দক্ষিণে পদ্মা নদী, পূর্বে তিস্তা ও করতোয়া নদী এবং পশ্চিমে বখতিয়ার খলজি অধিকৃত বিহার পর্যন্ত বিস্তৃত ছিল। এরপর খলজি তিব্বত আক্রমণ করে রাজ্যবিস্তার করার চেষ্টা করেন। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি।

1. You may also like: Class 7 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

3. You may also like: Class 6 Model Activity Task 2021 History

Official Website: Click Here

Class 7 Model Activity Task History 2021

7 thoughts on “Class 7 Model Activity Task History 2021”

Leave a Comment