Class 7 Model Activity Task Geography
এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের ‘মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১’ প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:
১.১ সূর্যের উত্তরায়নের সময়কাল-
উত্তর: গ) ২২ ডিসেম্বর থেকে ২১ শে জুন।
১.২ কোনো মানচিত্রে সোমচাপরেখাগুলি খুব কাছাকাছি অবস্থান করলে সেখানে-
উত্তর: খ) বায়ুর চাপের পার্থক্য বেশি হয়।
১.৩ টোকিও – ইয়োকোহামা শিল্পাঞ্চলের উন্নতির অন্যতম প্রধান কারণ হলো-
উত্তর: গ) উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রম।
২. উপযুক্ত শব্দ বসিয়ে শুন্যস্থান পূরণ করো:
২.১ নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখাগুলির পরিধি ক্রমশ __________ থাকে।
উত্তর: কমতে থাকে।
২.২ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে বায়ুর চাপ ___________ পায়।
উত্তর: বৃদ্ধি পায়।
২.৩ এশিয়া মহাদেশের একটি উত্তরবাহিনী নদী হলো ________ ।
উত্তর: লেনা নদী।
৩. সংক্ষিপ্ত উত্তর দাও:
৩.১ কোন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয় ও কেন?
উত্তর: ২১ জুন তারিখকে কর্কটসংক্রান্তি বলা হয়।
কারণ ২১ জুন পৃথিবী নিজ কক্ষপথে এমন একটা জায়গায় আসে যে উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে সূর্যরশ্মি পড়ে। এই দিন উত্তর গোলার্ধে দিন সবথেকে বড়ো আর দক্ষিণ গোলার্ধে সবথেকে ছোট হয়।
৩.২ মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলে বায়ুর উষ্ণতার তারতম্য কীভাবে দুই অঞ্চলের বায়ুচাপকে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো।
উত্তর: মেরু অঞ্চলে বায়ুর উষ্ণতা কম থাকায় বাতাস ঠান্ডা ও ভারী হয়ে ভূ-পৃষ্ঠের দিকে নেমে আসে। ফলে ভূ-পৃষ্ঠের কাছাকাছি বায়ু বেশি ঘন হয় এবং এই অঞ্চলে বায়ুর উচ্চচাপের সৃষ্টি হয়।
অন্যদিকে নিরক্ষীয় অঞ্চলে বায়ুর উষ্ণতা বেশি থাকায় বাতাস প্রসারিত ও হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। ফলে ভূ-পৃষ্ঠের কাছাকাছি বায়ুর ঘনত্ব কমে যায় এবং এই অঞ্চলে বায়ুর নিম্নচাপ দেখা যায়।
৪. এশিয়া মহাদেশের নিরক্ষীয় ও উষ্ণ মরু জলবায়ুর স্বাভাবিক উদ্ভিদের চরিত্রকে কীভাবে প্রভাবিত করে তা আলোচনা করো।
উত্তর: নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় সারাবছর অধিক উষ্ণতা থাকে এবং প্রতিদিন বিকেলের দিকে পরিচলন বৃষ্টি হয়। বেশি উষ্ণতা ও বেশি বৃষ্টিপাতের জন্য এই অঞ্চলে ঘন চিরহরিৎ বা চিরসবুজ গাছ যেমন মেহগনি, রোজউড, আয়রন উড, সেগুন, সিঙ্কোনা, রবার ইত্যাদি দেখা যায়।
উষ্ণমরু অঞ্চলে উষ্ণতা খুব বেশি আর বৃষ্টিপাত খুব কম হয়। তাই এই অঞ্চলে সাধারণত কাঁটাজাতীয় গাছ যেমন বাবলা, ফণীমনসা, খেজুর ইত্যাদি জন্মায়। বৃষ্টিপাত কম হওয়ার জন্য গাছগুলির কান্ড ও পাতা মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে যাতে প্রস্বেদন প্রক্রিয়ায় গাছের জল বেরিয়ে না যায়।
Class 7 Model Activity Task Geography
1. You may also like: Class 7 Model Activity Task 2021 All Subjects
2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।
3. You may also like: Class 6 Model Activity Task 2021 History
4. You may also like: Class 7 Model Activity Task English 2021
Official Website: Click Here