WB NMMSE স্কলারশিপ পরীক্ষা ২০২৩ এর Admit Card ডাউনলোড শুরু হলো

WB NMMSE স্কলারশিপ পরীক্ষা ২০২৩ এর Admit Card ডাউনলোড শুরু হলো:

সকল ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, WB NMMSE- ২০২৩ পরীক্ষার Admit Card এখন ডাউনলোড করা যাচ্ছে।
০৫/১২/২০২৩ তারিখ থেকে ১৫/১২/২০২৩ পর্যন্ত Admit Card ডাউনলোড করা যাবে।

পরীক্ষার তারিখ: ১৭/১২/২০২৩ (রবিবার)

Admit Card ডাউনলোড করার জন্য নীচের লিংক দেখুন:
scholarships.wbsed.gov.in/index.php

পরীক্ষার দিন নীচের জিনিসগুলি সঙ্গে নিয়ে যেতে হবে:
১. Admit Card
২. School ID Card
৩. কালো বল পয়েন্ট পেন

পরীক্ষার হলে পৌঁছাতে হবে সকাল ৯:৩০ টার মধ্যে।

First Half -এ MAT অর্থাৎ Mental Ability Test -এর পরীক্ষা হবে:
১০:৩০ টা থেকে ১২ টা পর্যন্ত।

এবং ওই দিনই Second Half -এ SAT অর্থাৎ Scholastic Ability Test -এর পরীক্ষা হবে:
১ টা থেকে ২:৩০ টা পর্যন্ত।

দুটো পরীক্ষার মাঝে ১ ঘন্টার টিফিন।

ন্যাশনাল মিন্স-কাম-মেরিট স্কলারশিপ স্কিম হল একটি কেন্দ্রীয় সরকার-স্পন্সর স্কিম। অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর অষ্টম শ্রেণীতে (Class- 8) পাঠরত মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে এবং মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ প্রদান করতে এই স্কিম টি চালু করা হয়েছে।


বৃত্তির পরিমাণ:

সফল পরীক্ষার্থীদের বার্ষিক 12000/- টাকা প্রদান করা হয়। (4 বছরের জন্য মোট 48000/- টাকা)

যোগ্যতা:

(i) সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রী হতে হবে।

(ii) সপ্তম শ্রেণীর (Class 7) বার্ষিক পরীক্ষায় ৫৫% নম্বর থাকতে হবে। SC, ST ও প্রতিবন্ধীদের জন্য ৫% ছাড় অর্থাৎ ৫০% থাকতে হবে।

(iii) পিতামাতার আয় হতে হবে বার্ষিক 3,50,000 /- টাকার নীচে। এর প্রমান স্বরূপ B.D.O Income Certificate আপলোড করতে হবে। (01/04/2022 — 31/03/2023 বর্ষের)

(iv) প্রত্যেক আবেদনকারীর নামে একটি Bank Account (Single বা Joint) থাকতে হবে। একবার ব্যাঙ্কের বিবরণ জমা দেওয়া হলে তা চূড়ান্ত এবং Bank Account নম্বর পরিবর্তন সংক্রান্ত কোনও অনুরোধ গ্রহণ করা হবে না।

সিলেবাস:

একই দিনে দুটি সেশনে দুটি পেপারের পরীক্ষা নেওয়া হবে।

১ম পেপার: Mental Ability Test (MAT) পূর্ণমান: 90 সময়: 90 মিনিট।

২য় পেপার: Scholastic Aptitude Test (SAT) পূর্ণমান: 90 সময়: 90 মিনিট।

SAT পেপারের নীচের বিষয়গুলি থেকে প্রশ্ন থাকবে-
১. গণিত ২. পরিবেশ বিজ্ঞান (ভৌত বিজ্ঞান ও জীবন বিজ্ঞান) ৩. ইতিহাস ৪. ভূগোল

MAT পেপারে মানসিক দক্ষতা পরীক্ষা করা হবে।

শিক্ষার্থীদের ন্যূনতম 40% (SC/ST ছাত্রদের জন্য 32%) নম্বর নিয়ে MAT ও SAT পেপারে উত্তীর্ণ হতে হবে।

গুরুত্বপূর্ণ তথ্য:
Admit Card Download শুরু০৫/১২/২০২৩ তারিখ থেকে ১৫/১২/২০২৩
Admit Card Download শেষ১৫/১২/২০২৩
পরীক্ষার তারিখ:১৭/১২/২০২৩ (রবিবার)
Reporting Timeসকাল ৯:৩০ টা
অফিসিয়াল ওয়েবসাইট:www.Scholarships.wbsed.gov.in
Admit Card Download Linkwww.scholarships.wbsed.gov.in/index.php
Mock TestClick Here
👉 Previous Year NMMSE Question Papers in Bengali: Click Here

➤ Subscribe our YouTube channel: Click Here

Leave a Comment

CLOSE