Class 7 History Model Activity Task Part-9

Class 7 History Model Activity Task Part-9

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের ‘Model Activity Task Part-9 (January, 2022)’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 7 History Model Activity Task Part-9 (January, 2022)

সপ্তম শ্রেণী
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
বিষয়: ইতিহাস পূর্ণমান: ২০

১. শূন্যস্থান পূরণ করাে :

(ক) ‘ইন্ডিয়া’ নামটি প্রথম ব্যবহার করেছিলেন ___________ ।

উত্তর: গ্রীক ঐতিহাসিক হেরোডোটাস।

(খ) তাজমহল বানিয়েছেন সম্রাট ___________ ।

উত্তর: সম্রাট শাহজাহান।

(গ) বর্ধমান পশ্চিমবঙ্গ রাজ্যের একটি ___________ মাত্র। 

উত্তর: জেলা । 

২. ঠিক বা ভুল নির্ণয় করাে :

(ক) “হিন্দুস্থান’ শব্দ দ্বারা সমগ্র ভারতকে বােঝানাে হতাে। 

উত্তর: ঠিক

(খ) পাের্তুগিজদের হাত ধরে ভারতে আলু খাওয়ার চল শুরু হয়।

উত্তর: ঠিক

(গ) সাসানীয়দের শাসন ছিল ইরানে। 

উত্তর: ঠিক

৩. অতি সংক্ষেপে উত্তর দাও (একটি-দুটি বাক্য) :

(ক) ইতিহাসের সময়কে কয়টি যুগে ভাগ করা হয়? কী কী?

উত্তর: ইতিহাসের সময়কে সাধারণ ভাবে তিনটি যুগে ভাগ করা হয়, যথা- প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ।

(খ) কোন সময়কালকে আদি-মধ্যযুগ বলা হয়? 

উত্তর: রাতারাতি ইতিহাসের যুগ বদলে যায় না। ভারতের ইতিহাসে একটা বড়াে সময় ছিলাে, যখন প্রাচীন যুগ ধীরে ধীরে শেষ হয়ে আসছে আর মধ্যযুগ ও পুরােপুরি শুরু হয়নি। ঐতিহাসিকরা সেই সময়টিকে বলে আদি মধ্যযুগ।

৪. নিজের ভাষায় লেখাে (তিন-চারটি বাক্য) :

(ক) ইতিহাসের উপাদান কী? উপাদানের বিভিন্ন ভাগগুলির উল্লেখ করাে। 

উত্তর: পুরোনো দিনের যেসব জিনিস আজও রয়ে গেছে যেমন পুরোনো ঘর-বাড়ি, মন্দির-মসজিদ, মূর্তি, টাকা-পয়সা, আঁকা ছবি, বইপত্র -এইসব থেকে এক একটা সময়ের মানুষের বিষয়ে আমরা জানতে পারি। এগুলিই ইতিহাসের উপাদান।

ইতিহাসের উপাদানগুলিকে নানা ভাগে ভাগ করা হয়। যেমন লেখ, মুদ্রা, স্থাপত্য-ভাস্কর্য ও লিখিত উপাদান। পাথর বা ধাতুর পাতে লেখা থেকে পুরনাে দিনের অনেক কথা জানা যায়। সেগুলি কে বলে লেখ। তামার পাতের লেখা হলে তা হয় তাম্ৰলেখ। আবার পাথরের উপর লেখা হলে তা হয় শিলালেখ। আর কাগজে লেখা গুলিকে বলা হয় লিখিত উপাদান।

(খ) মধ্যযুগের ভারত কেমন ছিলাে?

উত্তর: ঐতিহাসিকদের লেখা থেকে জানা যায়, মধ্যযুগে জীবনের নানান দিকে অনেক কিছুরই উন্নতি করেছিল ভারতের মানুষ।
এক দিকে ছিল নানান নতুন যন্ত্র ও কৌশলের ব্যবহার, কুয়াে থেকে জল তােলা, তাঁত বােনা বা যুদ্ধের অস্ত্র- বিজ্ঞানের ছোঁয়ায় বদলে গিয়েছিল অনেক কিছুই। অনেক নতুন খাবার ও পানীয়ের কথা এই সময় জানতে পারে ভারতের লােক। পাের্তুগিজদের হাত ধরে এদেশে রান্নায় আলু খাওয়ার চল শুরু হয়।
দেশ শাসনে আর রাজনীতিতেও নতুন অনেক দিক দেখা গিয়েছিল। শুধু রাজ্য বিস্তার নয়, জনগণের ভালাে-মন্দের কথাও শাসকদের ভাবতে হয়েছিল। অর্থনীতিতে একদিকে ছিল কৃষি, অন্যদিকে ব্যাবসা-বাণিজ্য। তৈরি হয়েছিল নতুন নতুন শহর। বন কেটে চাষবাস করার অনেক উদাহরণ পাওয়া যায়। কিন্তু শিল্প হােক বা সাহিত্য- সবেতেই সাধারণ গরিব মানুষের কথা খুব বেশি ছিল না। সেসবের বেশির ভাগই ছিল শাসকের গুণগানে ভরা।

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 7 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 7 Model Activity Task History Part- 9

Class 7 History Model Activity Task Answer

Official Website: Click Here

Class 7 History Model Activity Task Part- 9 January, 2022

সপ্তম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস

Leave a Comment