Class 7 Bengali Model Activity Task September

Class 7 Bengali Model Activity Task September

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের ‘Model Activity Task 2021 3rd Series (September)’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 7 Bengali Model Activity Task September, 2021

Class 7 Bengali Model Activity Task September

১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

১.১ ‘বাইরের চলাটা আসল নয়।’ – প্রকৃত চলা কোনটি ?
উত্তর: লেখকের মতে বাইরের চলাটা একমাত্র সত্য নয়, প্রকৃত চলা হলো মনের চলা। মানুষের মনের গতিবেগ আলোর গতিবেগ সম্পন্ন। একমুহূর্তেই মানুষ বিশ্বময় ঘুরে আসতে পারে। তার কোথাও বাধা নেই। কোন নিষেধ নেই। লেখক জানিয়েছেন ‘মন রথ অবাধ’।

১.২ ‘জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে’। – কোন্ প্রশ্নের জবাব মেজদার কাছে মিলবে ?

উত্তর :- ‘নোট বই’ কবিতায় বক্তা তার মেজদার কাছ থেকে ঝোলাগুড় কিসে দেয়, সাবানে না পটকায় এই প্রশ্নের উত্তর জানবেন।

১.৩ ‘আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন’। – কোন্ কথার অবতারণাকে বক্তার ‘ঠাট্টা’ মনে হয়েছে ?
উত্তর : ‘মেঘ-চোর’ গল্পে বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর স\অসীমাকে বলেন একটি বিশাল হ্রদের জল যদি মেঘ হয়ে যায়, সেই মেঘ থেকে অন্য জায়গায় বৃষ্টি হবে। একসঙ্গে হঠাৎ বৃষ্টি বেড়ে গেলে পৃথিবীর দারুন কোন ক্ষতি হয়ে যাবে না। সাইবেরিয়ায় বড়জোর এক ইঞ্চি বেশি বরফ জমবে। এই কথা শুনে অসীমা হেসে ফেলে বলেন তিনি তার সঙ্গে ঠাট্টা করছেন। এত বড়ো লেক কি শুকিয়ে ফেলা যায়?

১.৪ জেমস এইচ. কাজিনস কে ছিলেন ?
উত্তর: ১৯১৯ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ দক্ষিণ ভারতের মদনপল্লিতে গিয়েছিলেন। সেখানকার থিয়োসফিক্যাল কলেজের অধ্যক্ষ ছিলেন কবির বন্ধু জেমস এইচ কাজিনস।

১.৫ ‘এ ছবি আমি পরেও দেখেছি’। – কোন্ দৃশ্যবর্ণনা প্রসঙ্গে একথা এসেছে ?
উত্তর :- কাজী নজরুল ইসলাম মুখভর্তি পান নিয়ে গলায় বাঁধা হারমোনিয়াম বাজাতে বাজাতে গাইছেন – এই ছবি আমি পরেও দেখেছি। এই দৃশ্য প্রসঙ্গে একথা এসেছে।

১.৬ ‘তাদের রাজত্ব হের অক্ষুণ্ণ কেমন’ – কাদের রাজত্ব কেন অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেন ?
উত্তর :- যারা দরিদ্র সহায়-সম্বলহীন হলেও নিজেদের নাম উজ্জ্বল রাখার জন্য পাথরে নাম খোদাই করেনি, কিন্তু মানবকল্যাণে জীবন উৎসর্গ করেছে — তাঁরাই চির অক্ষুণ্ণ। কালের স্রোতেও তাদের নাম ধুয়ে যায় না। কারণ তাঁরা মানবহৃদয়ে চিরস্থায়ী আসন লাভ করে।

১.৭ ‘নীরব এখানে অমর কিষাণপাড়া’। – কিষাণপাড়াকে ‘অমর’ বলা হয়েছে কেন ?
উত্তর :- কবি সুকান্ত ভট্টাচার্য তাঁর ‘চিরদিনের’ কবিতায় বলেছেন কিষণপাড়ায় নাগরিক জীবনের ব্যস্ততা নেই। আকাল-দুর্ভিক্ষ কিষাণপাড়ার মানুষের জীবন থমকে দিতে পারেনা। তারা নিজের কর্মের গতিতে দুর্ভিক্ষের থাবাকে দূরে সরিয়ে দেয় এবং নিজেদের কর্মে নিয়োজিত থাকে। তাই কিষাণপাড়াকে কবি অমর বলেছেন।

২. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :

২.১ ‘জীবনের ৪৪০ তে মানুষ বিশ্বকীর্তি স্থাপনা করেছে’। – মানুষের সেই কীর্তির কথা ‘কার দৌড় কদ্দূর’ রচনায় কীভাবে বর্ণিত হয়েছে ?
উত্তর: ‘কার দৌড় কদ্দুর’ রচনায় লেখক বলেছেন মানুষ এখন নিজে চলেই ক্ষান্ত নয়। সে অন্য সবকিছুকেও চালাতে সমান উৎসুক। জাহাজ, রেল, প্লেন, জেট। এখন মানুষ আকাশটাকে নতুন করে ঘোড়া দৌড়ের মাঠ করে তুলেছে। সেখানে নতুন বাজি ধরেছে যে ভুবেনশ্বর হবে, স্বর্গ মর্ত তোলপাড় করবে। তাই জীবনের ৪৪০ তে মানুষ বিশ্বকীর্তি স্থাপন করেছে।

২.২ ‘তুমি একটা স্পাই’। কোন্ পরিস্থিতিতে বক্তার একথা মনে হয়েছে ?
উত্তর :- ‘স্পাই’ শব্দের অর্থ হলো ‘চর’ অর্থাৎ গুপ্ত সংবাদ আদান-প্রদান করে, কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ছোটগল্পে আলোচ্য উক্তিতে ‘স্পাই’ বলা হয়েছে অসীমাকে এবং বলেছেন বৃষ্টি বিজ্ঞানী পুরন্দর চৌধুরী। যখন পুরন্দর চৌধুরী জানান তার রেকর্ড করার নামের সঙ্গে অসীমার নামটাও থাকবে তখন অসীমা তার নিজের পরিচয় দেয়। কারপভেরর মেয়ে বলে এবং বলে আমার মা বাঙালি মেয়ে। গল্প পড়ে জানা যায় অসীমা চরবৃত্তি করেনি, সে প্রকৃতিকে আসন্ন ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিল। অসীমা চেয়েছিল প্রকৃতির ভারসাম্য বজায় থাকুক। এর জন্য অসীমা জানিয়েছেন যে প্রকৃতিকে ধ্বংস করা কি অপরাধ।

২.৩ সরলা দেবী তাঁর ‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থে রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে কোন্ তথ্য পরিবেশন করেছেন ?
উত্তর :- ‘আমার সোনার বাংলা’ গানটি প্রথম গাওয়া হয় ১৯০৫, অগাস্ট মাসের ২৫ তারিখে। এই গানটির সুর এর বিষয়ে সরলা দেবী তাঁর ‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থে বেশ কিছু তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন কর্তা দাদামহাশয় চুঁচুড়ায় থাকার সময় সময়মতো বোটের মাঝিদের কাছ থেকে অনেকগুলো বাউল আঙ্গিকের গান সংগ্রহ করেছিলেন সরলা দেবী। তিনি জানিয়েছেন – ‘যা কিছু শিখতুম রবিমামাকে শোনাবার জন্য প্রাণ ব্যস্ত থাকত। তার মতো সমোঝদার আর কেউ ছিলনা।’ রবীন্দ্রনাথ এই গানগুলি মন দিয়ে শুনতেন এবং সেই সুর অনুসারে নিজের গান রচনা করতেন। ‘আমার সোনার বাংলা’ হলো এমন একটি গান যেটা বোটের মাঝির কাছ থেকে আহরিত এবং সরলা দেবীর সুরে বসানো।

২.৪ ‘এই ছিল তখনকার কোনো স্বদেশি মিটিং-এর রীতি’। – রীতিটি কী ?
উত্তর :- রামকুমার চট্টোপাধ্যায় ‘কাজী নজরুলের গান’ রচনায় যে সময়ের কথা বলেছেন সেই সময়ে যে কোন স্বদেশী মিটিং-এ বক্তৃতার আগে স্বদেশি গান গাওয়াই ছিল রীতি। এক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তৃতার আগে কাজী নজরুল ইসলাম স্বদেশি গান গেয়েছিলেন।

২.৫ ‘সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে’। উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো।
উত্তর :- কবি সুকান্ত ভট্টাচার্য রচিত কবিতায় ১৩৫০ সালে দুর্ভিক্ষের দিনে মানুষের কি অসহায় অবস্থা হয়েছিল সেই গল্পের কথা বলা হয়েছে। দুর্ভিক্ষের পর আবার নতুন করে বেঁচে থাকার প্রচেষ্টা শুরু হয়। চারিদিকে দেখা যায় প্রাণের স্পন্দন। সকাল ঘোষিত পাখির ডাকে। কামার, কুমোর, তাঁতি একসঙ্গে কাজ করে। সারাটা দুপুর চাষের জমিতে পড়ে থাকে কৃষক, কৃষক বধূ জল আনতে গিয়ে থমকে দাঁড়ায় পথে, তার চোখে পড়ে সবুজ ফসলের সুবর্ণ যুগ।

৩. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :-

৩.১ ‘ঋ, র, ষ এই তিন বর্ণের পরের শব্দের মধ্যে ন > ণ হয়’। – প্রতিক্ষেত্রে একটি করে উদাহরণ দাও।
উত্তর :- ঋণ, স্মরণ, সহিষ্ণু।

৩.২ ‘পিতৃ ও মাতৃ শব্দের সঙ্গে স্বসৃ শব্দের যোগ হলে স্বসৃ শব্দের প্রথম স্ হয় ষ’। – উদাহরণ দাও।
উত্তর :- পিতৃ ও মাতৃ শব্দের সঙ্গে স্বস্ শব্দের যোগ হলে স্বস্ শব্দের প্রথম স্ হয় ষ। যেমন – মাতৃষ্বসা, পিতৃষ্বসা।

৩.৩ ভাবপ্রকাশক ধ্বন্যাত্মক শব্দের প্রয়োগে একটি বাক্য রচনা করো।
উত্তর :- মাথাটা কেমন ঝিম ঝিম করছে।
এখানে ঝিম ঝিম হলো ভাবপ্রকাশ ধ্বন্যাত্মক শব্দ।

সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 7 Model Activity Task 2021 All Subjects 3rd Series (September)

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 7 Model Activity Task History September, 2021

Official Website: Click Here

5 thoughts on “Class 7 Bengali Model Activity Task September”

Leave a Comment