Class-7 Bengali Bongovumir-Proti Question-Answer

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Class-7 Bengali Bongovumir-Proti Question-Answer

সপ্তম শ্রেণী বাংলা ‘বঙ্গভূমির প্রতি’ প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণী
বঙ্গভূমির প্রতি
পাঠ্য পুস্তকের প্রশ্নগুলির উত্তর

১. ঠিক উত্তর টি খুঁজে নিয়ে লেখ:

১.১ ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় যে শীর্ষ উল্লেখটি আছে, সেটি কবি বায়রন -এর রচনা। তাঁর রচিত একটি বিখ্যাত গ্রন্থ হল___________________
উত্তর: ডন জুয়ান।

১.২ লাল বর্ণের পদ্ম ‘কোকনদ’। সেরকম নীল রঙের পদ্মকে _________________ ও সাদা রঙের পদ্মকে ________________ বলা হয়।
উত্তর: ইন্দিবর, পুণ্ডরীক।

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now
২. সংক্ষিপ্ত উত্তর দাও:

২.১ ‘এ মিনতি করি পদে’ — কবি কার কাছে কী প্রার্থনা জানিয়েছেন?
উত্তর: কবি মাইকেল মধুসূদন দত্ত ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় নিজের মাতৃসমতুল্য বঙ্গভূমির কাছে প্রার্থনা জানিয়েছেন জন দেশমাতা তাঁকে সবসময় মনে রাখেন। জীবনপথে চলতে গিয়ে যদি কোনো ভুল হয় তবুুও বঙ্গজননী যেন তাঁকে ভুলে না যান। কবির মৃত্যুু হলেও কোনো দুঃখ থাকবে না, তবুু বঙ্গজননী যেন কবিকে মনে রাখেন।

২.২ ‘সেই ধন্য নরকুলে’ — কোন মানুষ নরকুলে ধন্য হন?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত ‘বঙ্গভূমি’ কবিতায় নরকুল বলতে মানবকুলকে বুঝিয়েছেন। কবির মতে কোনো মানুষের মৃত্যুর পর মানবকুল যদি তাকে সম্মানের সাথে শ্রদ্ধার আসনে বসিয়ে মনে রাখে তবেই সেই ব্যক্তি ধন্য।

৩. গদ্যরুপ লেখো:

উত্তর:
পরমাদ = প্রমাদ,
যাচিব = চাইবো,
কহ = বলো,
যথা = যেমন,
জন্মিলে = জন্ম নিলে,
দেহ = দাও,
হেন = এইরকম,
সাধিতে— সাধন করা

৪. শূন্যস্থানে উপযুক্ত বিশেষণ বসাও:

উত্তর:
মনের মন্দির,
অমৃত হ্রদ ,
মধুময় তামরস।

৫. স্থুলাক্ষর অংশগুলির কারক বিভক্তি নির্ণয় করো:

৫.১ রেখো, মা, দাসেরে মনে।
উত্তর: সম্বোধন পদে ‘শূন্য’ বিভক্তি।

৫.২ এ দেহ-আকাশ হতে।
উত্তর: অপাদান কারকে ‘শূন্য’ বিভক্তি।

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

৫.৩ মধুহীন কোরো না গো তব মনঃকোকনদে।
উত্তর: কর্ম কারকে ‘শূন্য’ বিভক্তি।

৫.৪ মনের মন্দিরে সদা সেবে সর্বজন।
উত্তর: অধিকরণ কারকে ‘এ’ বিভক্তি।

৫.৫ মক্ষিকাও গলে না গো, পড়িলে অমৃত-হদে!
উত্তর: অধিকরণ কারকে ‘এ’ বিভক্তি।

৬. পদপরিবর্তন করে বাক্য রচনা করো:

উত্তর:
মধু (মধুর) = রিমা ও সীমার সম্পর্ক অতি মধুর।

প্রকাশ (প্রকাশিত) = আমাদের বিদ্যালয়ের বার্ষিক পত্রিকা প্রকাশিত হয়েছে।

দেহ (দৈহিক) = এখনকার মানুষ আর দৈহিক শ্রম দিতে চায় না।

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

অমর (অমরত্ব) = কবি অমৃত পান করে অমরত্ব লাভ করতে চাননি।

দোষ (দোষী) = দোষ করলেই তুমি দোষী।

বসন্ত (বাসন্তী) = বসন্তকালে বাসন্তীপূজা হয়।

দৈব (দেব) = হিন্দুরা দেব-দেবীর উপাসক।

৭. বিপরীতার্থক শব্দ লেখো:

উত্তর:
প্রবাস = স্বদেশ,
অমর = নশ্বর,
স্থির = অস্থির,
জীবন = মরণ,
অমৃত = গরল।

৮. ‘পরমাদ’ শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে?
উত্তর: ‘পরমাদ’ শব্দটি মূল শব্দ প্রমাদ থেকে এসেছে।

৯. কবির নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্যে দিয়ে তাঁর কোন মনোভাবের পরিচয় মেলে?
উত্তর: কবি নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্য দিয়ে জন্মভূমি বঙ্গভূমির প্রতি তাঁর অকৃত্রিম ভালবাসা ও শ্রদ্ধাপূর্ণ মনোভাবের পরিচয় মেলে।

১০. “মধুহীন কোরো না গো” – ‘মধু’ শব্দটি কোন দুটি অর্থে প্রযুক্ত হয়েছে?
উত্তর: প্রশ্নোদ্ধৃত অংশটি কবি মাইকেল মধুসূদন দত্ত ‘বঙ্গভূমির প্রতি’ কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে ‘মধু’ শব্দটি কবি নিজেকে এবং পদ্মের মধুকে বুঝিয়েছেন।

১১. কবিতা থেকে পাঁচটি উপমা বা তুলনাবাচক শব্দ খুঁজে নিয়ে লেখো।
উত্তর: কবিতায় ব্যবহৃত পাঁচটি তুলনাবাচক শব্দ হলো-দেহ-আকাশ, জীব-তারা, স্মৃতি-জলে, জীবন-নদে, মনঃকোকনদে।

১২. ‘মন্দির’ শব্দটির আদি ও প্রচলিত অর্থ দুটি লেখো।
উত্তর: ‘মন্দির’ শব্দের আদি অর্থ গৃহ বা বাড়ি এবং প্রচলিত অর্থ হলো দেবালয় বা দেবতাদের উপাসনাগার।

১৩. কবিতাটিতে কোন কোন ঋতুর উল্লেখ রয়েছে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্তের ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় শরৎ ও বসন্তকালের উল্লেখ রয়েছে।

১৪. ‘মানস’ শব্দটি কবিতায় কোন কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর: কবিতায় ‘মানস’ শব্দটি কবি নিজের দেশের মানুষদের মন এবং মানস সরোবরের অর্থে ব্যবহার করেছেন।

১৫. কবির দৃষ্টিতে নশ্বর মানুষ কীভাবে অমরতা লাভ করতে পারে তা লেখো।
উত্তর: মানুষ মরণশীল। প্রকৃতির নিয়ম জন্ম নিলে মৃত্যু হবেই। সাধারণভাবে মানুষ কখনোই অমরতা লাভ করতে পারে না। কিন্তু সাধারণ মানুষ কর্মগুণে অন্য মানুষের মনে চিরজীবী লাভ করতে পারে। এইভাবেই কবির দৃষ্টিতে নশ্বর মানুষ অমরতা লাভ করতে পারে।

☛ সমস্ত অধ্যায়ের উত্তর পেতে: Click Here
👉 Subscribe Our YouTube Channel: Click Here

You may also like: সপ্তম শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায়

Class-7 Bangla Bongovumir Proti Question-Answer

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Official Website: Click Here

Class-7 Bengali Bongovumir-Proti Question-Answer

সপ্তম শ্রেণীর বাংলা বঙ্গভূমির প্রতি প্রশ্ন-উত্তর

Class-7 Bengali Bongovumir-Proti Question-Answer

বঙ্গভূমির প্রতি প্রশ্ন উত্তর সপ্তম শ্রেণী বাংলা

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply