Class 6 Model Activity Task Science Part-9

Class 6 Model Activity Task Science Part-9

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া ষষ্ঠ শ্রেণীর ‘পরিবেশ ও বিজ্ঞান’ বিষয়ের ‘Model Activity Task Part-9 January, 2022’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 6 Model Activity Task Science Part-9 January, 2022:

ষষ্ঠ শ্রেণী
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
বিষয়: পরিবেশ ও বিজ্ঞান পূর্ণমান: ২০

১. শুন্যস্থান পূরণ করো:


১.১ সিঙ্কোনা গাছের ছাল থেকে _____________ পাওয়া যায়।
উত্তর: কুইনাইন।

১.২ সবুজ উদ্ভিদ খাবার তৈরি করার সময় পরিবেশে ____________ গ্যাস ত্যাগ করে।
উত্তর: অক্সিজেন।

১.৩ পাউরুটি তৈরি করতে লাগে এককোশী ছত্রাক ______________
উত্তর: ইস্ট।

২. সংক্ষিপ্ত উত্তর দাও:

২.১ সিল্ক কোথা থেকে পাওয়া যায়?
উত্তর: রেশম মথ থেকে।

২.২ পরাগমিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম উল্লেখ করো।
উত্তর: প্রজাপতি।

২.৩ মানুষের দেহে বাস করে এমন একটি পরজীবীর নাম লেখো।
উত্তর: ফিতাকৃমি।

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:

৩.১ জামাকাপড়ের জন্য মানুষ কীভাবে উদ্ভিদের ওপর নির্ভর করে?
উত্তর: জামাকাপড় তৈরির জন্য যে সুতো লাগে তা তৈরি হয় তন্তু থেকে। এই তন্তু আমরা পাই গাছ থেকে। যেমন সুতির জামাকাপড় তৈরিতে যে তন্তু লাগে তা পাওয়া যায় কার্পাস গাছ থেকে।

৩.২ “প্রাণীরা উদ্ভিদের ওপর নির্ভর করে” — দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো।
উত্তর: বিভিন্নভাবে প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভর করে। যেমন-
(i) পাখিরা গাছের ডাল, পাতা সংগ্রহ করে গাছেই বাসা তৈরি করে, এছাড়াও কাঠবেড়ালি, মাকড়সা, পিঁপড়ের মতো আরও অনেক প্রাণীও গাছে থাকে।
(ii) আমরা গাছ থেকে রবার, রজন, ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন ইত্যাদি পাই।

৩.৩ মানুষ খাবারের জন্য কীভাবে প্রাণীদের ওপর নির্ভর করে?
উত্তর: মানুষ খাবারের জন্য অনেক প্রাণীদের উপর নির্ভর করে। যেমন, মৌমাছির তৈরি মৌচাক থেকে মানুষ মধু সংগ্রহ করে। মধু ছাড়াও ডিম, মাংস, দুধ এসব প্রাণীদের থেকেই পায়।

৩.৪ বর্তমানে চাষের কাজে কেন নানারকম যন্ত্রপাতি প্রাণীদের জায়গা নিচ্ছে?
উত্তর: প্রাণীদের সাহায্যে চাষের কাজ করাতে অনেকটা সময় লেগে যায়, পরিশ্রম বেশি হয়। কিন্তু নানারকম যন্ত্রপাতির সাহায্যে খুব সহজেই, কম পরিশ্রমে এবং কম সময়ে অনেক বেশি জমি চাষ করা যায়। তাই বর্তমানে চাষের কাজে নানারকম যন্ত্রপাতি প্রাণীদের জায়গা নিচ্ছে।

৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও:

৪.১ “উদ্ভিরা প্রাণীদের ওপর নানাভাবে নির্ভর করে” — একটি উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: শুধু যে প্রাণীরাই উদ্ভিদের ওপর নির্ভর করে তা নয়, উদ্ভিদরাও বিভিন্নভাবে প্রাণীদের ওপর নির্ভর করে। অনেক প্রাণী যখন খাবার সংগ্রহের জন্য ফুলে গিয়ে বসে তাদের দেহে ফুলের পরাগরেণু লেগে যায়। ওই প্রাণীরা যখন অন্য কোনো ফুলে গিয়ে বসে তখন পরাগরেণু ওই ফুলে এসে পড়ে এবং পরাগমিলন সম্পন্ন হয়। নতুন উদ্ভিদ তৈরির জন্য পরাগমিলন খুবই জরুরি।

৪.২ “ধানখেতে অ্যাজোলা চাষ করলে আর সার দিতে লাগে না” — ব্যাখ্যা করো।
উত্তর: অ্যাজোলা একধরনের পানা যাদের পাতার মধ্যে একধরনের ব্যাকটেরিয়া আছে যারা বাতাসের নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে। আর জমিতে যে সার দেওয়া হয় তাতে নাইট্রোজেন থাকে। তাই ধানক্ষেতে অ্যাজোলা চাষ করলে আর আলাদা করে সার দিতে লাগে না।

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 6 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 6 Model Activity Task Science 2022 (Part- 9)

Class 6 Paribesh Model Activity Task Answer Part- 9

ষষ্ঠ শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও বিজ্ঞান

Official Website: Click Here Class 6 Paribesh Model Activity Task Answer Part- 9 January, 2022

Class 6 Science Model Activity Task Part- 9 January, 2022

ষষ্ঠ শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও বিজ্ঞান

Leave a Comment