Class 10 Model Activity Task Life Science Part-9
এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের ‘Model Activity Task Part- 9 January, 2022’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।
Class 10 Model Activity Task Life Science Part-9 January, 2022
দশম শ্রেণী
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
বিষয়: জীবন বিজ্ঞান পূর্ণমান: ২০
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখ:
১.১ বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটাতে সাহায্য করে যে হরমোন তা নির্বাচন করো-
(ক) ACTH
(খ) GH
(গ) TSH
(ঘ) ADH
উত্তর: বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটাতে সাহায্য করে যে হরমোন তা হল (ঘ) ADH
১.২ নিচের যে জোড়াটি সঠিক নয় তার সনাক্ত করো-
(ক) ফটনাস্টিক চলন- সূর্যমুখী
(খ) থার্মোন্যাস্টিক চলন – টিউলিপ
(গ) সিসমোন্যাস্টিক চলন – পদ্ম
(ঘ) কেমোন্যাস্টিক চলন- সূর্যশিশির
উত্তর: নিচের যে জোড়টি সঠিক নয় তা হলো (গ) সিসমোন্যাস্টিক চলন – পদ্ম
১.৩ ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে যে হরমোন সেটি বেছে নাও-
(ক) GH
(খ) FSH
(গ) ADH
(ঘ) ACTH
উত্তর: ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে যে হরমোন সেটি হল (খ) FSH
২. নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো:
২.১ গ্রোথ হরমোনের অতিক্ষরণের ফলে বামনত্ব দেখা যায়।
উত্তর: মিথ্যা
২.২ ফোটোট্যাকটিক চলনে ক্ল্যামাইডোমোনাসের দেহের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে।
উত্তর: সত্য।
২.৩ আগাছা নাশক হিসেবে কৃত্রিম অক্সিনের ভূমিকা আছে।
উত্তর: সত্য।
২.৪ হরমোন ক্রিয়ার পর ধ্বংস হয় না।
উত্তর: মিথ্যা।
৩. দুই-তিন বাক্যে উত্তর দাও:
৩.১ ‘উদ্ভিদের কান্ডে আলোক অনুকূলবর্তী চলন দেখা যায়’ একটি পরীক্ষার সাহায্যে বক্তব্যটি ব্যাখ্যা করো।
উত্তর: টবসহ একটি গাছকে অন্ধকার ঘরে জানলার সামনে রেখে জানালার একটি পাল্লা খুলে রাখলে কয়েকদিন পর গাছের কান্ড কে জানলার দিকে বেঁকে বৃদ্ধি পেতে দেখা যাবে। এর থেকে প্রমাণিত হয় উদ্ভিদের কান্ডের আলোক অনুকূলবর্তী।
৩.২ নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ট্রপিক ও ন্যাস্টিক চলন এর পার্থক্য নিরূপণ করো:
উদ্দীপকের প্রভাব
অক্সিন হরমোনের প্রভাব
উত্তর: ট্রপিক ও ন্যাস্টিক চলন এর পার্থক্য:
বৈশিষ্ট্য | ট্রপিক চলন | ন্যাস্টিক চলন |
উদ্দীপকের প্রভাব | উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত হয়। | উদ্দীপকের তীব্রতা অনুসারে নিয়ন্ত্রিত হয়। |
অক্সিন হরমোনের প্রভাব: | অক্সিন হরমোন দ্বারা প্রভাবিত হয়। | অক্সিন হরমোন দ্বারা প্রভাবিত হয় না। |
৩.৩ মানব দেহে টেস্টোস্টেরন হরমোনের ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: মানব দেহে টেস্টোস্টেরন হরমোনের ভূমিকা:
(i) পুরুষের যৌনাঙ্গের পরিবর্তন: টেস্টোস্টেরনের প্রভাবে পুরুষের প্রধান যৌনাঙ্গের এবং আনুষঙ্গিক যৌনাঙ্গের বৃদ্ধি ঘটে।
(ii) মৌল বিপাকীয় হার: টেস্টোস্টেরন দেহে মৌল বিপাকীয় হার এবং প্রোটিন সংশ্লেষণ বৃদ্ধি করে।
৩.৪ জিব্বেরেলিন হরমোন এর উৎস উল্লেখ করো।
উত্তর: জিব্বেরেলিন উদ্ভিদের পরিপক্ক বীজে, মুকুল, অঙ্কুরিত চারাগাছ, বীজপত্র, বর্ধিষ্ণু পাতায় সংশ্লেষিত হয়।
৪. নিচের প্রশ্নটির উত্তর দাও:
৪.১ উদাহরণের সাহায্যে হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি আলোচনা করো। “ইনসুলিন আর গ্লুকাগন এর ক্রিয়া পরস্পরের বিপরীতধর্মী” – বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো।
উত্তর: যে পদ্ধতিতে কোনো অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ পরোক্ষভাবে অন্য অন্তঃক্ষরা গ্রন্থির মাধ্যমে নিয়ন্ত্রিত হয় সেই পদ্ধতিকে ফিডব্যাক নিয়ন্ত্রণ বলে।
ফিডব্যাক নিয়ন্ত্রণ দুই প্রকার। যথা- ধনাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণ ও ঋণাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণ।
যেমন পিটুইটারি নিঃসৃত TSH থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে থাইরক্সিন ক্ষরণে সাহায্য করে। রক্তে থাইরক্সিন এর অধিক মাত্রা পিটুইটারি থেকে TSH ক্ষরণ হ্রাসের মাধ্যমে থাইরয়েড থেকে থাইরক্সিন ক্ষরণ হ্রাস করে।
▣ ইনসুলিন যকৃত পেশি কোষের গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষ বৃদ্ধি করে এবং গ্লাইকোজেন থেকে গ্লুকোজ প্রস্তুতি বন্ধ করে। ফলে রক্তের শর্করার মাত্রা হ্রাস পায়।
অপরপক্ষে গ্লুকাগন রক্তে শর্করার পরিমাণ হ্রাস পেলে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় যকৃত সঞ্চিত গ্লাইকোজেন কে গ্লুকোজে বিশ্লিষ্ট করে এবং রক্তে সরবরাহ করে।
অর্থাৎ ইনসুলিন রক্তে শর্করার পরিমাণ হ্রাস করে এবং গ্লুকাগন রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে। তাই বলা যেতে পারে “ইনসুলিন আর গ্লুকাগন এর ক্রিয়া পরস্পরের বিপরীত ধর্মী”।
☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here
You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।
Class 10 Model Activity Task Life Science Part-9 January, 2022
Official Website: Click Here
Class 10 Model Activity Task Life Science Part-9 January, 2022
Class 10 Life Science Model Activity Task Part-9 January, 2022
Madhyamik Life Science suggestion 2022. Madhyamik Model Activity Task Life Science