Class 6 Model Activity Task Geography September

Class 6 Model Activity Task Geography September

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের ‘Model Activity Task 2021 3rd Series (September)’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 6 Model Activity Task Geography September, 2021 (3rd Series)

Class 6 Model Activity Task Geography September

১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:

১.১ উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝে অবস্থিত মহাসাগরটি হলো-
উত্তর: খ) আটলান্টিক মহাসাগর।

১.২ পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি-
উত্তর: ক) উষ্ণ-আর্দ্র।

১.৩ ভারতের একটি পশ্চিমবাহিনী নদী হলো-
উত্তর: গ) নর্মদা।

২. স্তম্ভ মেলাও:


২.১ আর্দ্রতা  → ii) হাইগ্রোমিটার
২.২ ভারতের সর্বোচ শৃঙ্গ  → iii) গডউইন অস্টিন
২.৩ অখণ্ড স্থলভাগ   → i) প্যানজিয়া

৩. সংক্ষিপ্ত উত্তর দাও:


৩.১ বিকিরণ পদ্ধতিতে কীভাবে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয়?
উত্তর: বায়ুমণ্ডল সূর্যকিরণের দ্বারা সরাসরিভাবে উত্তপ্ত হয় না । সুর্য থেকে আলোর তরঙ্গ বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে এসে পড়ে । সূর্য থেকে আগত বিকিরিত তাপশক্তি পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে ভূপৃষ্ঠে এসে পড়লেও বায়ুমণ্ডলকে প্রথমে উত্তপ্ত না করে ভূপৃষ্ঠে এসে পড়ে । ভূপৃষ্ঠ সেই তাপ শোষণ করে উত্তপ্ত হয়ে ওঠে । ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে উঠলে আলোক চৌম্বকীয় তরঙ্গরূপে সেই তাপের বিকিরণ শুরু হয় ও ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয়ে ওঠে।

৩.২ বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর শীতলতম মহাদেশ কীভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে?
উত্তর: বিশ্ব উষ্ণায়নের কারণে চরম সংকটে পৃথিবীর শীতলতম মহাদেশ আন্টার্কটিকা। ক্রমাগত উষ্ণতা বাড়ার ফলে প্রতিদিন একটু একটু করে গলে যাচ্ছে আন্টার্কটিকার বরফ, কমে যাচ্ছে মহাদেশটার আয়তন। ফলে ক্রিল, সিল, পেঙ্গুইন সবারই সংখ্যা কমছে, নষ্ট হচ্ছে আন্টার্কটিকার প্রাকৃতিক ভারসাম্য।

৪. অরণ্য সংরক্ষণ করা কেন প্রয়োজন বলে তুমি মনে করো?

উত্তর: মানবজীবনে অরণ্য তথা গাছপালার প্রয়োজন সীমাহীন।
(i) প্রাণীকূলের জীবন রক্ষা করছে উদ্ভিদ। বেঁচে থাকার জন্য প্রাণীর দরকার অক্সিজেন। এই অক্সিজেন পাওয়া যায় উদ্ভিদ থেকে। উদ্ভিদ কার্বন-ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে এবং অক্সিজেন গ্যাস ত্যাগ করে প্রকৃতির ভারসাম্য রক্ষা করছে বলেই প্রাণীর পক্ষে বেঁচে থাকা সম্ভব হচ্ছে।

(ii) খাদ্যের জন্য প্রাণীকে উদ্ভিদের উপর নির্ভর করতে হয়।

(iii) উদ্ভিদ শিকড়ের সাহায্যে মাটিকে শক্ত করে ধরে রাখে বলে ভূমিক্ষয় রোধ হয়।

(iv) উদ্ভিদের জন্যই বাতাসে আর্দ্রতা বজায় থাকে; মেঘ সৃষ্টি ও বৃষ্ট্রিপাত হয়।

(v) অরণ্য বন্য প্রাণীদের আশ্রয় স্থল। অরণ্য থেকে মধু,মোম,কাঠ,ভেষজ তেল প্রভৃতি পাওয়া যায়।

(vi) কাঠশিল্প ও কাগজশিল্পের কাঁচামাল সরবরাহ করে অরণ্য।

এইসব কারণে অরণ্য সংরক্ষণ করা ভীষণ প্রয়োজন।

সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 6 Model Activity Task 2021 All Subjects 3rd Series (September)

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 6 Model Activity Task Geography September, 2021

Official Website: Click Here

2 thoughts on “Class 6 Model Activity Task Geography September”

Leave a Comment