Class-6 History First-Unit-Test Model-Question-Paper

Class-6 History First-Unit-Test Model-Question-Paper

এখানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর “1st Unit Test” এর জন্য ইতিহাস বিষয়ের একটি মডেল প্রশ্নপত্র প্রকাশ করা হলো। আশাকরি এই প্রশ্নপত্রটি থেকে ছাত্রছাত্রীরা উপকৃত হবে।

1st Unit Test
ষষ্ঠ শ্রেণী
বিষয়: ইতিহাস
পূর্ণমান: ১৫ সময়: ৩০ মিনিট

১. সঠিক উত্তরটি নির্বাচন করো:
(ক) আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো- (চাকা / আগুন / ধাতু)
(খ) হোমো হাবিলিস হলো- (বুদ্ধিমান মানুষ / দক্ষ মানুষ / সোজা হয়ে হাঁটতে পারা মানুষ)
(গ) ভীমবেটকা গুহা অবস্থিত- (গুজরাটে / মধ্যপ্রদেশে / কাশ্মীরে)

২. ভুল না ঠিক লিখো:
(ক) হরপ্পা সভ্যতা তামা-পাথরের যুগের সভ্যতা।
(খ) লোথাল একটি বিখ্যাত নগর-বন্দর।
(গ) হরপ্পার মানুষ লিখতে জানত না।

৩. এককথায় উত্তর দাও: (যেকোনো তিনটি)
(ক) সিটাডেল কী?
(খ) মেগালিথ কী?
(গ) এলাহাবাদ প্রশস্তিতে কোন সম্রাটের গুনগান করা হয়েছে?
(ঘ) কবে থেকে শকাব্দ গণনা শুরু হয়?
(ঙ) লুসির কঙ্কাল কোথায় খুঁজে পাওয়া গেছে?
(চ) মহেঞ্জোদাড়ো সভ্যতা কে আবিষ্কার করেন?

৪. টীকা লেখো (যেকোনো একটি):
(ক) ট্যরো-ট্যরো
(খ) মহেঞ্জোদারোর স্নানাগার
(গ) দাবানল

৫. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
(ক) হরপ্পা সভ্যতা ধ্বংসের প্রধান কারণগুলি লিখো।
(খ) আদিম মানুষ জোট বেঁধেছিল কেন? জোটবাঁধার কী সুফল হয়েছিল বলে তোমার মনে হয়?
(গ) আদিম মানুষ কীভাবে আগুনের ব্যবহার শেখে? আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল?

সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here

You may also like: Class VII Notes

Class 6 First Unit Test History Question Paper Class 6 First Unit Test History Suggestion Class 6 First Unit Test History Question Paper

WBBSE Class 6 Model Question Paper Unit Test Question Paper History Class VI History first Unit Test Question Paper pdf Download

Official Website: Click Here

ষষ্ঠ শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র

Class-6 History First-Unit-Test Model-Question-Paper

Leave a Comment