Class 6 Geography First Chapter Questions 1 Mark

Class 6 Geography First Chapter Questions 1 Mark

ষষ্ঠ শ্রেণী ভূগোল

প্রথম অধ্যায়
আকাশ ভরা সূর্য তারা

1. সূর্য, চাঁদ সহ মহাকাশের অসংখ্য আলোর বিন্দু কে এক কথায় কি বলা হয়?
উত্তর: জ্যোতিষ্ক।

2. কী থেকে তারা বা নক্ষত্রের জন্ম হয়?
উত্তর: নীহারিকা থেকে।

3. আমরা কোন ছায়াপথে বাস করি?
উত্তর: আকাশগঙ্গা।

4. আমরা কোথায় কৃত্রিমভাবে মহাকাশ গ্রহ, উপগ্রহ, তারা, সবকিছু দেখতে পাই ?
উত্তর: প্ল্যানেটারিয়ামে।

5. সূর্যের পর আমাদের সবথেকে কাছের নক্ষত্রের নাম কী ?
উত্তর: প্রক্সিমা সেনটাউরি।

6. কোন এককের সাহায্যে মহাবিশ্বের দূরত্ব মাপা হয়?
উত্তর: আলোকবর্ষ।

7. সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে?
উত্তর: 8 মিনিট 20 সেকেন্ড

8. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?
উত্তর: প্রায় 15 কোটি কিমি।

9. পৃথিবী থেকে প্রক্সিমা সেনটাউরির দূরত্ব কত?
উত্তর: প্রায় 4.2 আলোকবর্ষ।

10. কাল্পনিকরেখাদ্বারা যুক্ত এক একটি তারার ঝাঁককে কী বলা হয়?
উত্তর: নক্ষত্রমন্ডল।

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

11. দুটি নক্ষত্রমন্ডলের নাম লেখ?
উত্তর: কালপুরুষ ও বক মণ্ডল।

12. উত্তর আকাশের সাতটি উজ্জ্বল তারার ঝাঁককে কী বলা হয়?
উত্তর: সপ্তর্ষিমণ্ডল।

13. কোন যন্ত্রের সাহায্যে মহাকাশ দেখা যায়?
উত্তর: টেলিস্কোপ।

14. সৌরজগতে কয়টি গ্রহ আছে?
উত্তর: 8 টি।

15. সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি?
উত্তর: বুধ।

16. সূর্যের সবচেয়ে দূরের গ্রহ কী কী?
উত্তর: নেপচুন।

17. সৌরজগতের সবচেয়ে বড়ো গ্রহ কোনটি?
উত্তর: বৃহস্পতি।

18. সূর্য থেকে দুরত্বের বিচারে পৃথিবীর স্থান কত?
উত্তর: তৃতীয়।

19. সূর্যের আলোর কতটুকু অংশ পৃথিবীতে আসে?
উত্তর: 200 কোটি ভাগের 1 ভাগ।

20. সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কী ?
উত্তর : শুক্র।

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

21. সূর্য পৃথিবীর থেকে কত গুণ বড়ো?
উত্তর: 13 লক্ষ গুণ বড়ো।

22. সূর্যের বাইরের দিকের উষ্ণতা কত?
উত্তর: প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড।

23. সূর্যের ভিতরের দিকের উষ্ণতা কত?
উত্তর: প্রায় 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড।

24. সূর্যের বাইরের অংশকে কী বলে?
উত্তর: করোনা।

25. কোন আকাশে সন্ধ্যাতারা দেখা যায়?
উত্তর: পশ্চিম আকাশে।

26. কোন দুটি গ্রহ বাদে সকল গ্রহ পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে?
উত্তর: শুক্র ও ইউরেনাস।

27. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?
উত্তর: 3 লক্ষ 84 হাজার কিমি।

28. পৃথিবীর চারদিকে একপাক ঘুরতে চাঁদের কত সময় লাগে?
উত্তর : 27 দিন 8 ঘন্টা।

29. কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি?
উত্তর: বৃহস্পতি ( 67) টি।

30. মঙ্গলের দুটি উপগ্রহের নাম কী?
উত্তর: ডাইমোস ও ফোবোস।

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

31. সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কি?
উত্তর: সেরেস।

32. হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়?
উত্তর: 76 বছর

33. কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়?
উত্তর: মঙ্গল গ্রহকে।

34. কোন গ্যাস বেশি থাকার জন্য ইউরেনাস গ্রহকে সবুজ দেখায়?
উত্তর: মিথেন গ্যাস।

35. বামন গ্রহ কাকে বলে?
উত্তর: প্লুটোকে।

36. কবে প্লুটোকে বামন গ্রহ অ্যাখ্যা দেওয়া হয়?
উত্তর: 2006 সালে।

37. হ্যালির ধুমকেতু শেষ 1986 খ্রিস্টাব্দে দেখা গেছে। আবার কত সালে একে দেখা যাবে?
উত্তর: 2062 খ্রিস্টাব্দে।

38. রকেটে করে মহাকাশে যাওয়া যায় কিন্তু ফিরে আসার সময় কি ব্যবহার করা হয়?
উত্তর: স্পেস শাটল।

39. মহাকাশে যাওয়ার পোশাককে কী বলে?
উত্তর: স্পেস স্যুট।

40. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী?
উত্তর: আর্যভট্ট।

Class 6 Geography First Chapter Questions 1 Mark

41. 2012 সালে মঙ্গলে প্রেরিত মহাকাশযান টির নাম কী?
উত্তর: কিউরিওসিটি।

42. পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কী?
উত্তর: ইউরি গ্যাগারিন।

43. ভারতের প্রথম মহাকাশচারীর নাম?
উত্তর: রাকেশ শর্মা

44. রাকেশ শর্মা কত সালে মহাকাশে যাত্রা করেন?
উত্তর: 1984 সালে।

45. পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি?
উত্তর: ভ্যালেন্তিনা তেরেসকোভা।

46. জন্মসূত্রে প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারীর নাম কি?
উত্তর: কল্পনা চাওলা (1997 সালে)।

47. জন্মসূত্রে দ্বিতীয় ভারতীয় মহিলা মহাকাশচারীর নাম কি?
উত্তর : সুনিতা উইলিয়ামস।

48. মহাকাশের প্রথম যাত্রীর নাম কী?
উত্তর: লাইকা নামে একটি রাশিয়ান কুকুর (১৯৫৭ সালে)

49. সর্বপ্রথম কে চাঁদের মাটিতে পা রাখেন?
উত্তর: নীল আর্মস্ট্রং।

50. NASA – র পুরো কথা কি?
উত্তর: ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (National Aeronotics and Space Administration)।

51. ISRO-র পুরো নাম কী?
উত্তর: ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন Indian Space Research Organisation) ।

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

Class 6 Geography First Chapter Questions 1 Mark

1. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 6 Geography First Chapter Questions 1 Mark

Official Website: Click Here

Class 6 Geography Chapter 1 Question Answer

Class 6 Geography Important Questions and Answers

Leave a Comment