Class-6 Geography 3rd-Unit-Test Suggestion

Class-6 Geography 3rd-Unit-Test Suggestion

প্রিয় ছাত্রছাত্রীরা,
তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর, ২০২২ থেকে ৭ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে। তোমাদের সুবিধার্থে আমরা আমাদের ওয়েবসাইটে সকল বিষয়ের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কয়েকটি মডেল প্রশ্নপত্র শেয়ার করলাম। তোমরা পাঠ্য বইটি ভালো মতো পড়ে নীচের প্রশ্নগুলির উত্তর খাতায় লিখে রাখবে। কোনো প্রশ্নের উত্তর করতে অসুবিধা হলে কমেন্ট করে জানাও।

3rd Unit Test
ষষ্ঠ শ্রেণী
বিষয়: ভূগোল
পূর্ণমান: 70 সময়: 2 ঘন্টা 30 মিনিট
১. সঠিক উত্তরটি নির্বাচন করো:

১.১ পৃথিবীর মেরুব্যাস-
(অ) ১২৭১৪ কিমি
(আ) ১২৭৫৬ কিমি
(ই) ১২৭১০ কিমি

১.২ ভারতের প্রমাণ সময় যে দ্রাঘিমার স্থানীয় সময়কে ধরা হয় সেটা হল-
(আ) ৮২ ডিগ্রী ৩০ পূর্ব
(অ) ৮২° ৩০ পশ্চিম
(ই) ৮২° ৩০ উত্তর

১.৩ থার্মোস্ফিয়ারের পরে আছে-
(অ) স্ট্র্যাটোস্ফিয়ার
(আ) এক্সোস্ফিয়ার
(ই) মেসোস্ফিয়ার

১.৪ পৃথিবীর সবথেকে ভিতরে রয়েছে:
(অ) ভূ- ত্বক
(আ) গুরুমন্ডল
(ই) কেন্দ্রমন্ডল

১.৫ ইউরোপের প্রধান পর্বত শ্রেণী-
(অ) রকি
(আ) আল্পস
(ই) আটলাস

১.৬ পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর-
(অ) প্রশান্ত মহাসাগর
(আ) সুমেরু মহাসাগর
(ই) কুমেরু মহাসাগর

১.৭ পৃথিবীর দীর্ঘতম হিমবাহ-
(অ) সিয়াচেন
(আ) ল্যাম্বার্ট
(ই) জেমু

১.৮ মালাবার উপকূলের গুলি কে বলে-
(অ) বালিয়াডি
(আ) কয়াল
(ই) উপসাগর

১.৯ বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়-
(অ) ১৯৭০ সালে
(আ) ১৯৭১ সালে
(ই) ১৯৭২ সালে

২. শূন্যস্থান পূরণ কর:

(ক) পৃথিবীর প্রকৃত আকৃতি………..।
(খ) সিঙ্কোনা গাছ পাওয়া যায়………. জেলায়।
(গ) ভারতের উর্বর নবীন পলিমাটিকে বলে………।
(ঘ) ভারতের একটি অন্তবাহিনী নদীর নাম……….।
(ঙ) সাইরেনের শব্দের তীব্রতা………. ডেসিবেল।
(চ) দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গ………..।
(ছ) পৃথিবীর সর্বনিম্ন স্থান প্রশান্ত মহাসাগরের………. ঘাত।
(জ) নীল গ্রহ বলা হয়……… গ্রহকে।

৩. দুই – এক কথায় উত্তর দাও:

(ক) ভূ- ত্বক কি?
(খ) কক্ষতল বলতে কী বোঝো?
(গ) বায়ুমণ্ডল কাকে বলে?
(ঘ) পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি?
(ঙ) অনুর্বর প্রাচীন পলিমাটিকে কি বলে?
(চ) সিন্ধু নদের প্রবাহ পথে গড়ে ওঠা একটি শহরের নাম লেখ?
(ছ) ভারতের দীর্ঘতম নদী কোনটি?
(জ) আন্দামানের একটি আদি জনগোষ্ঠীর নাম লেখো।
(ঝ) চা চাষের জন্য কত সেমি বৃষ্টিপাত প্রয়োজন?
(ঞ) কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

৪. অতি সংক্ষিপ্তে উত্তর দাও:

(ক) মিলটেস বলতে কী বোঝায়?
(খ) দুটি তন্তু জাতীয় ফসলের নাম লেখ।
(গ) ভারতের দুটি কফি উৎপাদক রাজ্যের নাম লেখ।
(ঘ) হিমবাহ বলতে কী বোঝো?
(ঙ) লু বলতে কী বোঝো?
(চ) অভয়ারণ্য কাকে বলে?
(ছ) উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্যের দুটি গাছের নাম লেখ।
(জ) ঝুম চাষ কাকে বলে?
(ঝ) মহাবৃত্ত কাকে বলে?

৫. সংক্ষিপ্ত উত্তর দাও:

(ক) অরণ্য সংরক্ষণের তিনটি উপায় লেখ।
(খ) অ্যাসিড বৃষ্টি কাকে বলে?
(গ) শব্দ দূষণ নিয়ন্ত্রণের তিনটি উপায় লেখ।

৬. বিস্তারিত আলোচনা কর:

(ক) কি কি কারনে বায়ুদূষিত হয় সেই বায়ুদূষণের কারণ সম্পর্কে যা জানো লেখো।
(খ) ধান চাষের অনুকূল ভৌগোলিক অবস্থা অর্থাৎ জলবায়ু, মাটি এবং উৎপাদক রাজ্যগুলির সম্পর্কে যা জানো লেখো।
অথবা, গম চাষের অনুকূল ভৌগোলিক অবস্থা অর্থাৎ জলবায়ু, মাটি এবং উৎপাদক রাজ্য গুলি সম্পর্কে যা জানো লেখো।

৭. ম্যাপ পয়েন্টিং করো:

(ক) বঙ্গোপসাগর
(খ) পাকিস্তান
(গ) ব্রহ্মপুত্র নদ
(ঘ) নিউ দিল্লি
(ঙ) গডউইন অস্টিন

👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
আরও প্রশ্নপত্র পেতে: Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here
Class-6 3rd-Unit-Test Question পরিবেশ

You may also like: Class VII Notes

Class 6 Third Unit Test 2022 Geography Question Paper Class 6 Third Unit Test Geography Suggestion

Class 6 3rd Unit Test ভূগোল Question Paper 2022

WBBSE Class 6 Model Question Paper Unit Test Question Paper ভূগোল Class VI ভূগোল Third Unit Test Question Paper pdf Download

Class 6 Third Term Test Vugol Question Paper

Official Website: Click Here Class-6 Third-Unit-Test Geography Question

ষষ্ঠ শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র

Class-6 Geography 3rd-Unit-Test Suggestion Class-6 Geography 3rd-Unit-Test Suggestion

ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল প্রশ্নপত্র

Class 6 Final Term Exam Science Question Paper

Class-6 Geography 3rd-Unit-Test Suggestion

4 thoughts on “Class-6 Geography 3rd-Unit-Test Suggestion”

Leave a Comment