Class-5 Bengali Pakhir-Kache-Fuler-Kache Answer

Class-5 Bengali Pakhir-Kache-Fuler-Kache Answer পাখির কাছে ফুলের কাছে প্রশ্ন উত্তর

পঞ্চম শ্রেণী
বিষয়: বাংলা
পাখির কাছে ফুলের কাছে (আল মাহমুদ)

১. ঠিক শব্দটি/শব্দগুলি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো:

১.১ জোনাকি এক ধরনের (পাখি / মাছ / পোকা / খেলনা)।
উত্তর: পোকা ।

১.২ ‘মোড়’ বলতে বোঝানো হয় (গোল/ বাঁক/ যোগ/ চওড়া) ।
উত্তর: বাঁক।

১.৩ ‘দরবার’ শব্দটির অর্থ হলো (দরজা/ সভা/ দরগা/ দোকান) ।
উত্তর : সভা ।

১.৪ প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছে সেটি হলো – (কাব্য হবে/ মোড় ফিরেছি/ কালো জল/ ডাবের মতো চাঁদ উঠেছে) ।
উত্তর : ডাবের মতো চাঁদ উঠেছে।

২. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখো :

উত্তর :
চাঁদ —– শশী
ঠান্ডা —– শীতল
পাহাড় —– গিরি
জোনাকি —– খদ্যোত
দিঘি —– জলাশয়/দীঘিকা
জল —– নীর
ফুল —– পুষ্প

৩. শব্দঝুড়ি থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো :
ঠান্ডা, চাঁদ, লাল, শহর, দরগাতলা, জোনাকি, মস্ত, গোলগাল, উটকো, কলরব

উত্তর :
বিশেষ্য: চাঁদ, শহর, দরগাতলা, জোনাকি, কলরব
বিশেষণ: ঠান্ডা, লাল, মস্ত, গোলগাল, উটকো

৪.১ ‘থরথর’ শব্দে ‘র’ বর্ণটি দুবার রয়েছে। এরকম ‘ল’ বর্ণটি দুবার আছে, এমন পাঁচটি শব্দ লেখো (যেমন-টলটল) :

উত্তর : গোলগাল, কলকল, ছলছল, জ্বলজ্বল, ঝলমল ।

৪.২ ‘কাছে’ শব্দটিকে ‘নিকটে’ এবং ‘দেখা করা’ এই দুই অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো ।

উত্তর:
(ক) কলকাতার বাড়িগুলো খুব কাছে কাছে অবস্থিত।
(খ) কিছু বুঝতে অসুবিধা হলে মাস্টারের কাছে যাবে।

৫. ক্রিয়ার নীচে দাগ দাও :

উত্তর:
৫.১ ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর ।

৫.২ নারকোলের ঐ লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ।

৫.৩ এসো, আমার সবাই না ঘুমানোর দল ।

৫.৪ কাব্য হবে, কাব্য কবে – জুড়ল কলরব ।

৫.৫ পাখির কাছে, ফুলের কাছে মনের কথা কই

৬. অর্থ লেখো :

ঝিমধরা – অবসন্ন
উটকো – অপরিচিত
দরবার – সভা
কলরব – কোলাহল/বহু লোকের সমবেত আওয়াজ
মিনার – সৌধ

৭. সমার্থক শব্দ লেখো:

চাঁদ – চন্দ্র, শশধর, শশী, চন্দ্রিমা, ইন্দু, সুধাকর।
পাখি – পক্ষী, খেচর, খগ, বিহগ ।
ফুল – পুষ্প, কুসুম, প্রসূন, রঙ্গন।
গাছ – গাছ, তরু, দ্রুম, মহীরুহ, উদ্ভিদ, অটবি, বিটপী।
জোনাকি – দীপ্তিযুক্ত পোকাবিশেষ, খদ্যোত, জোনাই,।

৮. বিপরীতার্থক শব্দ লেখো:

লম্বা – বেঁটে
ঠান্ডা – গরম
হেসে – কেঁদে
পদ্য – গদ্য
মস্ত – ক্ষুদ্র

৯.১ কবি আল মাহমুদ কোন দেশের মানুষ ?
উত্তর : কবি আল মাহমুদ বাংলাদেশের মানুষ ।

৯.২ তিনি কোন বিখ্যাত আন্দোলনে সামিল হয়েছিলেন ?
উত্তর : তিনি বিখ্যাত আন্দোলন ভাষা-বিদ্রোহে সামিল হয়েছিলেন ।

৯.৩ তাঁর লেখা একটি বিখ্যাত বইয়ের নাম লেখো ।
উত্তর : তাঁর লেখা একটি বিখ্যাত বইয়ের নাম হল ‘কলের কলম’ ।

১০. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
১০.১ কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন কেন ?

উত্তর: ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতার কবি আল মাহমুদ একদিন রাতে দেখলেন নারকেল গাছের লম্বা মাথায় ডাবের মতো গোল চাঁদ উঠেছে তাই দেখে তিনি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন ।

১০.২ কবি কেন ছিটকিনিটি আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন ?

উত্তর : ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতার কবি আল মাহমুদ রাত্রিবেলায় বাড়ির বাইরে বেরোচ্ছেন, চারদিক তখন নিস্তব্ধ এবং সকলে ঘুমোচ্ছে । ছিটকিনির শব্দে যাতে কারো ঘুম না ভাঙে তাই তিনি ছিটকিনিটি আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন ।

১০.৩ বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন ?

উত্তর : ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতার কবি আল মাহমুদ বাইরে বেরিয়ে এসে দেখলেন মস্ত শহরটা যেন অবসন্ন অবস্থায় থরথর করে কাঁপছে । শহরের মিনারটাকে দেখে মনে হয়েছিল কেউ যেন দাঁড়িয়ে আছে এবং পাথরঘাটার গির্জাটাকে দেখে মনে হয়েছিল লাল পাথরের ঢেউ ।

১০.৪ শহরে নেই, অথচ কবির মনে হল তিনি দেখছেন, এমন কোন কোন জিনিসের কথা কবিতায় রয়েছে ?

উত্তর : ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতার কবি আল মাহমুদ শহরে নেই, অথচ তিনি দেখছেন, এমন জিনিসগুলো হল পাহাড়, লালদিঘি, জোনাকি, রক্তজবার ঝোপ, ফুল, পাখি ।

১০.৫ সেই রাতে জেগে থাকার দলে কারা কারা ছিল ? তারা কবির কাছে কী আবদার জানিয়েছিল?

উত্তর : সেই রাতে জেগে থাকার দলে ছিল পাহাড়, লালদিঘি, জোনাকি, দিঘির কালো জল, রক্তজবার ঝোপ, ফুল, পাখি।
তারা কবির কাছে কবিতা শোনার আবদার জানিয়েছিল ।

১০.৬ তাদের ডাকে সাড়া দিয়ে কবি কী করলেন?

উত্তর : ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতার কবি আল মাহমুদ তাদের ডাকে সাড়া দিয়ে পকেট থেকে তাঁর নিজের লেখা ছড়ার বই বের করে, পাখির ও ফুলের কাছে নিজের মনের কথা বলতে শুরু করলেন ।

১০.৭ রক্তজবার ঝোপের কাছে কাব্যের যে আসর বসেছিল, সেই পরিবেশটি কেমন, তা নিজের ভাষায় লেখো ।

উত্তর : রক্তজবার ঝোপের কাছে কাব্যের যে আসর বসেছিল, সেই পরিবেশটি ছিল খুবই মনোরম । চারদিকে জোনাকি উড়ে বেড়াচ্ছিল । পাহাড়, লালদিঘি, জোনাকি, দিঘির কালো জল, রক্তজবার ঝোপ, ফুল, পাখি সকলে সেই রাতে জেগে ছিল । দিঘির কালো জল কবিকে কবিতা শোনানোর আবদার করেছিল । এই কথা শুনে খুশিতে হেসে ফুল ও পাখিরা ‘কাব্য হবে, কাব্য হবে’ বলে কোলাহল জুড়েছিল । তারপর কবি পকেট থেকে তাঁর নিজের লেখা ছড়ার বই বের করে, তাদের নিজের মনের কথা বলতে শুরু করলেন।

☛ সমস্ত অধ্যায়ের উত্তর পেতে: Click Here
👉 Subscribe Our YouTube Channel: Click Here

Class 5 Bengali Model Activity Task Answer

পঞ্চম শ্রেণী বাংলা পাখির কাছে ফুলের কাছে প্রশ্ন উত্তর

Class 5 বাংলা পাখির কাছে ফুলের কাছে প্রশ্ন উত্তর

Official Website: Click Here

পঞ্চম শ্রেণী বাংলা পাখির কাছে ফুলের কাছে প্রশ্ন উত্তর

Class 5 Bengali Model Activity Task Part- 10 2022

পঞ্চম শ্রেণী বাংলা পাখির কাছে ফুলের কাছে প্রশ্ন উত্তর

Class-5 Bengali Pakhir-Kache-Fuler-Kache Answer

পাখির কাছে ফুলের কাছে প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণীর বাংলা পাখির কাছে ফুলের কাছে সমাধান

Class-5 Bengali Pakhir-Kache-Fuler-Kache Answer

West Bengali Class 5 Bengali Question Answer

Class 5 Bangla Prosno Uttor

WBBSE Class 5 Bengali Book Pdf

Class-5 Bengali Pakhir-Kache-Fuler-Kache Answer

Leave a Comment