Class 5 Bengali Model Activity Task Part-9

Class 5 Bengali Model Activity Task Part-9

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া পঞ্চম শ্রেণীর ‘বাংলা’ বিষয়ের ‘Model Activity Task Part-9 (January, 2022)’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 5 Bengali Model Activity Task Part-9 (January, 2022)

পঞ্চম শ্রেণী
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
January, 2022
বিষয়: বাংলা পূর্ণমান: ১৫

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :

১.১ ‘গল্পবুড়াে’ কবিতায় গল্পবুড়াে এসেছেন –
(ক) শরৎকালে।
(খ) শীতকালে
(গ) বর্ষাকালে
(ঘ) গ্রীষ্মকালে

উত্তর : (খ) শীতকালে

১.২ ‘দেখবি যদি জলদি আয়।’ ‘জলদি’ শব্দের অর্থ –
(ক) ভােরবেলায়
(খ) তাড়াতাড়ি
(গ) ছুটে
(ঘ) ঘুম থেকে উঠে

উত্তর : (খ) তাড়াতাড়ি

১.৩ ‘প্রখর প্রত্যুষে’। -‘প্রখর’ শব্দের অর্থ –
(ক) কনকনে
(খ) অসহ্য
(গ) তীব্র
(ঘ) আরামদায়ক

উত্তর : (গ) তীব্র

২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও:

২.১ গল্পবুডাের তল্পিটি কোথায় রয়েছে?
উত্তর : গল্পবুড়াের তল্পিটি তার কাঁধে রয়েছে।

২.২ গল্পবুড়াের ঝােলায় কোন্ পাহাড়ের গল্প আছে?
উত্তর : গল্পবুড়াের ঝােলায় কড়ির পাহাড়ের গল্প আছে।

২.৩ ‘এই থলেতে বন্দিনি’। থলেতে কে ‘বন্দিনি’ অবস্থায় আছে ?
উত্তর : কেশবতী নন্দিনী থলেতে বন্দিনি অবস্থায় আছে।

৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১ গল্পবুড়ে দিনের কোন সময়ে গল্প শােনাতে আসেন?
উত্তর : গল্পবুড়াে শীতের ভোরে গল্প শােনাতে আসেন।

৩.২ গল্পবুড়াের মুখে ব্যথা হয়েছে কেন?
উত্তর : শীতে ভোরে উত্তরে হাওয়া বইছে। এইসময় থুথুড়ে গল্পবুড়াে পথ ধরে হেঁটে চলেছে আর ‘রূপকথা চাই, রূপকথা চাই’ বলে চ্যাঁচাচ্ছে। তাই তার মুখ ব্যথা।

৩.৩ ‘বলব নাকো রূপকথা। —গল্পবুড়াে কাদের রূপকথা শােনাবে না ?
উত্তর: শীতে ভোরে থুথুড়ে গল্পবুড়াে বেড়িয়ে পড়েছে রূপকথার গল্প নিয়ে। তার ডাকে শীতের সকালে যেসব শিশু ঘুম ছেড়ে আসবে না তাদেরকে গল্পবুড়াে শত্রু ভাবে এবং তাদেরকেই সে গল্প শােনাবে না।

৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখাে :

গল্পবুড়াের ঝােলায় কী কী ধরনের গল্প রয়েছে তা কবিতা থেকে প্রাসঙ্গিক উদ্ধৃতিসহ আলােচনা করাে।

উত্তর : কবি সুনির্মল বসুর ‘গল্পবুড়ো’ কবিতার গল্পবুড়োর ঝোলায় মনভোলানো বিভিন্ন ধরনের রূপকথার গল্প রয়েছে। দৈত্য-দানব ,যক্ষরাজ, রাজপুত্র, কেশবতী কন্যা ,মায়াবতী, পক্ষীরাজ ,থেকে শুরু করে সার সার কড়ির পাহাড়, চোখ ধাঁধানো হীরা মানিক ,ঝলমলে সোনার কাঠি, তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট -এ ধরনের নানা রূপকথার গল্প দেখতে পাওয়া যায় গল্পবুড়োর ঝোলায় ।

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 5 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 5 Model Activity Task Bengali 2022 (Part- 9)

Class 5 Bengali Model Activity Task Answer Part-9

Official Website: Click Here

Class 5 Bengali Model Activity Task Part- 9 January, 2022

1 thought on “Class 5 Bengali Model Activity Task Part-9”

  1. দেখবি যদি জলদি আয় বক্তা কি দেখাতে চান উত্তর ক্লাস ফাইভের প্রশ্ন ভিত্তিক শেখার সেতু বই

Leave a Comment