Class-6 Paribesh Model-Activity-Task February-2022

Class-6 Paribesh Model-Activity-Task February-2022

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া ষষ্ঠ শ্রেণীর ‘পরিবেশ ও বিজ্ঞান’ বিষয়ের ‘Model Activity Task Part-10 February, 2022’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Model Activity Task (Part- 10)
February, 2022
Class- 6
বিষয়- পরিবেশ ও বিজ্ঞান

১. ঠিক উত্তর নির্বাচন করাে:

১.১ কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয় তা চিহ্নিত করাে –
(ক) ঋতু পরিবর্তন
(খ) জোয়ার-ভাটা
(গ) হঠাৎ বন্যা হওয়া
(ঘ) পূর্ণিমা
উত্তর: (গ) হঠাৎ বন্যা হওয়া

১.২ নীচের যেটি রাসায়নিক পরিবর্তন তা চিহ্নিত করাে
(ক) কাগজ পােড়ানাে
(খ) লােহাকে চুম্বকে পরিণত করা
(গ) কপূরের উবে যাওয়া
(ঘ) বরফ গলে যাওয়া
উত্তর: (ক) কাগজ পােড়ানাে

১.৩ নীচের যেটি ভৌত পরিবর্তন তা চিহ্নিত করাে –
(ক) খাবার হজম হওয়া
(খ) দুধ থেকে দই তৈরি হওয়া
(গ) হলুদ গুঁড়ােয় চুন জল দেওয়া
(ঘ) ন্যাপথালিনের বাষ্প হয়ে যাওয়া
উত্তর: (ঘ) ন্যাপথালিনের বাষ্প হয়ে যাওয়া

২. ঠিক বাক্যের পাশে ✔ আর ভুল বাক্যের পাশে x চিহ্ন দাও:

২.১ জল থেকে বাষ্প উৎপন্ন হওয়া উভমুখী পরিবর্তন।
উত্তর:

২.২ জলে অ্যাসিড মেশানাে হলে তা ভৌত পরিবর্তন।
উত্তর: x

২.৩ কৃষিজ উৎপাদন বৃদ্ধি করতে ইউরিয়াকে সার হিসাবে ব্যবহার করা হয়।
উত্তর:

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:

৩.১ সদ্য কাটা আপেলে খােলা হাওয়ায় বাদামি ছােপ ধরে কেন?
উত্তর: সদ্য কাটা আপেল খােলা হাওয়ায় রাখলে বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসে। ফলে আপেলের ওই কাটা অংশের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং বাদামি ছােপ ধরে।

৩.২ গরমকালে শিশির জমে না কেন?
উত্তর: শীতকালের রাতে বাতাস ঠান্ডা হলে বাতাসে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ঘনীভূত হয় এবং জলের ফোঁটা সৃষ্টি হয়ে গাছের পাতা, টিনের চাল ইত্যাদির উপর জমা হয় যাকে শিশির বলা হয়। কিন্তু গরমকালে বাতাসের উষ্ণতা বেশি হওয়ায় জলীয় বাষ্প ঘনীভূত হতে পারে না তাই শিশির জমে না।

৩.৩ শস্যক্ষেত্রে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হলে তা কীভাবে মানুষের শরীরের ক্ষতি করতে পারে?
উত্তর: শস্যক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে জলাশয় পড়ে এবং জলাশয়ের মাছের দেহে প্রবেশ করলে নানা বিষক্রিয়া দেখা যায়। ওই ধরণের মাছ খাদ্য হিসেবে গ্রহণ করার পর মানুষের দেহে বিষ প্রবেশ করে এবং নানান অঙ্গ যেমন – যকৃৎ, মস্তিষ্ক, হৃদপিন্ড ও ফুসফুস ইত্যাদিতে জমা হয়। এর জন্য মানুষের শরীরে নানা ক্ষতিকারক প্রভাব পড়তে পারে।

৩.৪ এমন একটা পরীক্ষার কথা লেখাে যার সাহায্যে বােঝা যেতে পারে যে লােহা আর তার থেকে তৈরি হওয়া মরচে আলাদা পদার্থ।
উত্তর: মরচে পড়া লোহা থেকে মরচে আলাদা করে নেওয়া হলো। এরপর মরচের কাছে চুম্বুক নিয়ে গেলে দেখা যাবে তা চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে না। কিন্তু লােহা চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে। এই পরীক্ষা থেকে বােঝা যায় লােহা এবং তার থেকে তৈরি হওয়া মরচে আলাদা পদার্থ।

৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও:

৪.১ ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের তিনটে পার্থক্য লেখাে।
উত্তর:

ভৌত পরিবর্তনরাসায়নিক পরিবর্তন
(i) ভৌত পরিবর্তনে পদার্থের মূল গঠন ও ধর্ম পরিবর্তন হয় না এবং মূল পদার্থটা ফিরে পাওয়া যায়।(i) রাসায়নিক পরিবর্তনে পদার্থের মূল গঠন ও ধর্ম পাল্টে যায় এবং মূল পদার্থটা ফিরে পাওয়া যায় না।
(ii) ভৌত পরিবর্তন অস্থায়ী।(ii) রাসায়নিক পরিবর্তন স্থায়ী।
(iii) ভৌত পরিবর্তন উভমুখী প্রকৃতির।(iii) রাসায়নিক পরিবর্তন একমুখী প্রকৃতির।

৪.২ দুটো গ্লাসে সমান ভরের মার্বেল পাথরের টুকরাে রাখা হলাে। প্রথম পাত্রের টুকরােগুলাে বড়াে, আর দ্বিতীয় পাত্রের টুকরােগুলাে খুব ছােটো। এবারে দুটো গ্লাসেই সমান পরিমাণে লঘু অ্যাসিড় দেওয়া হলে কোন গ্লাসটা থেকে বেশি তাড়াতাড়ি গ্যাসের বুদবুদ বেরােতে দেখবে? কেন এমন হবে তার ব্যাখ্যা দাও।


উত্তর: দ্বিতীয় গ্লাসটা থেকে বেশি তাড়াতাড়ি গ্যাসের বুদবুদ বেরােতে দেখা যাবে।
ব্যাখ্যা: দ্বিতীয় গ্লাসের মার্বেল পাথরের টুকরােগুলাে খুব ছােট হওয়ায় টুকরােগুলাের ক্ষেত্রফল বেশি হয়। ফলে ক্ষুদ্র টুকরােগুলাে বড় টুকরাের চেয়ে তাড়াতাড়ি লঘু অ্যাসিডের সঙ্গে সংস্পর্শে আসে ও রাসায়নিক বিক্রিয়া করার সুযােগ পায়। তাই দ্বিতীয় গ্লাসটা থেকে বেশি তাড়াতাড়ি গ্যাসের বুদবুদ বেরোতে দেখা যাবে।

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 6 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 6 Model Activity Task Science, February 2022 (Part- 10)

Class 6 Paribesh o Biggan Model Activity Task Answer Part- 10

ষষ্ঠ শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও বিজ্ঞান

Official Website: Click Here Class 6 Bengali Model Activity Task Answer Part- 2 February, 2022

Class 6 Science Model Activity Task Part- 2 February, 2022

Class-6 Paribesh Model-Activity-Task February-2022

ষষ্ঠ শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও বিজ্ঞান

Class-6 Science Model-Activity-Task February-2022

Class-6 Paribesh Model Activity Task Part- 10 February 2022 Class-6 Paribesh Model-Activity-Task February-2022

Leave a Comment