Class 8 MCQ Adaption Package Geography

Class 8 MCQ Adaption Package Geography

অষ্টম শ্রেণী ভূগোল

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন

Class 8 MCQ Adaption Package Geography

১. যে অক্ষাংশীয় বলয় ভারতের কোন অংশ নেই সেটি হল
উত্তর : ঘ) মেরুদেশীয়

২. রেখাচিত্রের চিহ্নিত অংশের (▨) অক্ষাংশগত বিস্তৃতি কত?
উত্তর : খ) ২৩ ১/২° উ: – ২৩ ১/২° দ:

৩. তুমি যদি ত্রিপুরা থেকে সোজাসুজি পশ্চিম দিকে পশ্চিমবঙ্গ পর্যন্ত যেতে চাও তাহলে তোমাকে যে প্রতিবেশী দেশের ওপর দিয়ে যেতে হবে তা হল
উত্তর : গ) বাংলাদেশ

৪. কোন প্রাকৃতিক ঘটনা পরিবেশের অবনমন এর জন্য দায়ী নয়?
উত্তর : গ) অতিরিক্ত বৃষ্টিপাত

৫. রেখাচিত্রে ফাটলের মধ্যবর্তী ভুভা গঠিত হয় কোন ভূমিরূপ সৃষ্টি করেছে ?
উত্তর : খ) স্তূপ পর্বত

৬. ক্ষয় বহন ও সঞ্চয় এই তিনটি প্রক্রিয়ায় কার্যকর হলে তবেই তৈরি হয়
উত্তর : খ) ব-দ্বীপ

৭. ভারতের মানচিত্রে ভালোভাবে পর্যবেক্ষণ করো। ভারতের কোন দুটি প্রতিবেশী দেশ সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত?
উত্তর : গ) নেপাল ও ভুটান

৮. কোন ফসলের জন্য আদৌ পলিমাটি যুক্ত নীচু জমি আদর্শ?
উত্তর : খ) পাট

৯. শহরতলীতে শাকসবজি চাষ করে শহরের চাহিদা অনুসারে ট্রাকে করে সেগুলো বাজারে পৌঁছে দেওয়ার পদ্ধতিকে কী বলে?
উত্তর : খ) ট্রাক ফার্মিং

www.TextbookPlus.in

১০. কোন স্থানে বড় শিল্প কেন্দ্র গড়ে ওঠার জন্য নিচের কোনটি আবশ্যিক নয়?
উত্তর : খ) নদী তীরবর্তী অবস্থান

১১. ঠিক জোড়টি নির্বাচন করো
উত্তর : গ) রূঢ় —- জার্মানি

১২. খনিজ সম্পদের ভাণ্ডার তেমন না থাকায় কোনো বড় শিল্প গড়ে ওঠেনি
উত্তর : ক) পম্পাসে

১৩. এদের মধ্যে কোন অঞ্চলটিতে পৃথিবীর খনিজ তেলের ভান্ডার এর ৬০ শতাংশ রয়েছে?
উত্তর : খ) দক্ষিণ – পশ্চিম এশিয়ায়

১৪. জিওগ্রাফিক্যাল পোজিশনিং সিস্টেম এর সাহায্যে কোনটি নির্ণয় করা যায় না?
উত্তর : ক) উচ্চতা

১৫. ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ এর গুণগত মানকে বজায় রেখেছে উন্নয়ন করা হয় তা হল
উত্তর : গ) স্থিতিশীল উন্নয়ন

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Official Website: Click Here

Class 8 MCQ Adaption Package Geography

Model Activity Task Class 8 MCQ Adaption Package

Leave a Comment