Class-4 Paribesh Model-Activity-Task February-2022

Class-4 Paribesh Model-Activity-Task February-2022

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া চতুর্থ শ্রেণীর ‘আমাদের পরিবেশ’ বিষয়ের ‘Model Activity Task Part-10 (February, 2022)’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

চতুর্থ শ্রেণী
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
February, 2022
বিষয়: আমাদের পরিবেশ পূর্ণমান: ১৫

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে:

১.১ দাঁড়িপাল্লা আর বাটখারা দিয়ে কোনাে বস্তুর যা মাপা হয় তা হলাে –
(ক) আকৃতি
(খ) ভর
(গ) দৈর্ঘ্য
(ঘ) আয়তন
উত্তর: (খ) ভর

১.২ কঠিন থেকে তরলে বস্তুর অবস্থার পরিবর্তনের একটি উদাহরণ হলাে –
(ক) জল থেকে বরফ হওয়া
(খ) জল থেকে বাষ্প হওয়া
(গ) বাষ্প থেকে জল হওয়া
(ঘ) বরফ থেকে জল হওয়া
উত্তর: (ঘ) বরফ থেকে জল হওয়া

১.৩ পেরেক সাধারণত যে পদার্থ দিয়ে তৈরি তা হলাে –
(ক) কাচ
(খ) লােহা
(গ) কাগজ
(ঘ) প্লাস্টিক
উত্তর: (খ) লােহা

২. একটি বাক্যে উত্তর দাও:

২.১ চাল থেকে কাঁকর কীভাবে আলাদা করবে?
উত্তর: কুলোয় নিয়ে ঝেড়ে চাল থেকে কাঁকর গুলো বেছে ফেলে দিতে হবে।

২.২ কঠিন, তরল আর গ্যাস – এদের মধ্যে কোনটির নিজস্ব আকার আছে?
উত্তর: কঠিন পদার্থের নিজস্ব আকার আছে।

২.৩ “গ্যাস ছড়িয়ে পড়ে” – একটি উদাহরণ দাও।
উত্তর: ধূপ শলাকা জ্বালা হলে তার ধোয়া ও সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে।

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:

৩.১ নুনজল থেকে নুনকে আলাদা করবে কী করে?
উত্তর: নুনজলকে একটি থালায় ফেলে রৌদ্রে রেখে দিলে জলটা বাষ্প হয়ে উবে যায় আর নুনটা পড়ে থাকে।

৩.২ “গ্যাসেরও ভর আছে” – একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও।
উত্তর: গ্যাস সিলিন্ডারে গ্যাস ভর্তি করে তুললে সিলিন্ডারটি অনেক ভারী হয়। সিলিন্ডার থেকে পাইপে করে উনুনে গ্যাস পাঠিয়ে আগুন জ্বালিয়ে রান্না করলে সিলিন্ডার ক্রমশ হালকা হতে থাকে। গ্যাস পুড়ে যাচ্ছে বলেই সিলিন্ডারের ভর কমছে। এর থেকে বোঝা গেল গ্যাসেরও ভর আছে।

৩.৩ পদার্থ বলতে কী বােঝাে?
উত্তর: যার কিছুটা ভর আছে, যে কিছুটা জায়গা নেয় তাকে আমরা পদার্থ বলি। কঠিন, তরল আর গ্যাস হলাে পদার্থের তিনটি অবস্থা।

৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :

৪.১ মেঘ কীভাবে তৈরি হয়?
উত্তর: সূর্যের তাপে সমুদ্র-নদী-পুকুর-বিভিন্ন জলাশয় থেকে জল জলীয়বাষ্পে পরিণত হয়ে উপরে ওঠে এবং ঠান্ডা হয়। ঠান্ডা হতে হতে একসময় ধুলোর কনাকে আশ্রয় করে ছোটো ছোটো জলের ফোঁটা সৃষ্টি হয়। জলের ফোঁটা দিয়েই মেঘ তৈরী হয়।

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 4 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class-4 Paribesh Model-Activity-Task February-2022

Class 4 Paribesh Model Activity Task Answer

চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক

Class 4 আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক

Official Website: Click Here

Class 4 Paribesh Model Activity Task Part- 10 2022

চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিষয়: আমাদের পরিবেশ পূর্ণমান: ১৫

1 thought on “Class-4 Paribesh Model-Activity-Task February-2022”

  1. apanader typing er ager version tai valo chelo. Etate base speed aschena r practice korteo tmn valo lagchen. jodeo ame new sob txt gulo practice kore feleche. doya kjore aro text upload korun as possible as quick.

Leave a Comment