Class 9 Life Science First Chapter

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

এখানে নবম শ্রেণীর জীবন ও তার বৈচিত্র্য অধ্যায়ের মূল বিষয়গুলি তুলে ধরা হলো। আশা করছি বিভিন্ন পরীক্ষায় সাহায্য করবে।

জীবন ও তার বৈচিত্র্য:

১. জীবনের উৎপত্তি নিয়ে ‘জৈব-রাসায়নিক মতবাদ’ প্রবর্তন করেন-
উত্তর: ওপারিন ও হ্যালডেন।


২. ‘দি অরিজিন অফ লাইফ অন আর্থ’ বইটির রচয়িতা-
উত্তর: আলেকজান্ডার ওপারিন।


৩. পৃথিবীতে প্রথম আবির্ভুত বিভিন্ন প্রকার কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন ও অন্যান্য জটিল জৈবযৌগগুলি উত্তপ্ত সমুদ্রের জলে মিশ্রিত হয়ে তরল সৃষ্টি করেছিল তার নাম-
উত্তর: hot dilute soup

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

৪. ‘hot dilute soup’ নামকরণটি করেন-
উত্তর: হ্যালডেন।

৫. স্বপ্রজননক্ষম, প্রোটিনবিহীন, RNA প্রকৃতির পলিনিউক্লিওটাইডগুলিকে বলা হয়-
উত্তর: নগ্ন জিন।

৬. কোয়াসারভেট হল-
উত্তর: কোলয়েড গঠন।

৭. প্রোটোসেল বা আদিকোশ-
উত্তর: নিউক্লিওপ্রোটিনযুক্ত।

৮. ‘বায়োলজি’ শব্দটি প্রবর্তন করেন-
উত্তর: জ্যাঁ ব্যাপ্টিস্ট অ্যান্টোনি দ্য ল্যামার্ক।

৯. জীববিদ্যার জনক হলেন-
উত্তর: অ্যারিস্টটল।

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

১০. ‘হিসটোরিয়া প্লান্টেরাম’ বইটি লিখেছেন-
উত্তর: থিওফ্রেসটাস।

১১. ‘ন্যাচারালিস্ হিস্টোরিয়া’ বইটি লিখেছেন-
উত্তর: প্লাইনি দ্য এলডার।

১২. ‘সিস্টেমা ন্যাচুরি’ বইটি লিখেছেন-
উত্তর: ক্যারোলাস লিনিয়াস।

১৩. সর্বপ্রথম দ্বিপদ নামকরণ প্রচলন করেন-
উত্তর: ক্যারোলাস লিনিয়াস (স্পিসিস প্লান্টেরাম বইয়ে)।

১৪. প্রথম বিজ্ঞানসম্মতভাবে প্রাণী ও উদ্ভিদের শ্রেণিবিন্যাস করেন-
উত্তর: ক্যারোলাস লিনিয়াস।

১৫. পৃথিবীর সবচেয়ে প্রাচীন জীবগোষ্ঠী-
উত্তর:রাজ্য মোনেরা।

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

১৬. রাজ্য মোনেরা জীবগোষ্ঠীর কোশগুলি-
উত্তর: প্রোক্যারিওটিক প্রকৃতির।

গ্রন্থ ও তার রচয়িতা:

বইয়ের নামরচয়িতা
দি অরিজিন অফ লাইফ অন আর্থআলেকজান্ডার ওপারিন
ন্যাচারালিস হিস্টোরিয়া প্লাইনি দ্য এলডার
হিসটোরিয়া প্লান্টেরামথিওফ্রেসটাস
সিস্টেমা ন্যাচুরি,
স্পিসিস প্লান্টেরাম
ক্যারোলাস লিনিয়াস

কয়েকটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম:-

প্রাণীবিজ্ঞানসম্মত নাম
মানুষহোমো স্যাপিয়েন্স
বাঘপ্যানথেরা টাইগ্রিস
গোখরো সাপনাজা নাজা
গিরগিটিক্যালেটিস ভারসিকালার

কয়েকটি প্রাণীর রেচন অঙ্গের নাম:-

প্রাণীরেচন অঙ্গের
কেঁচো, জোঁকনেফ্রিডিয়া
ফিতাকৃমিফ্লেম কোশ বা শিখা কোশ
স্থলশামুক, অক্টপাসমেটানেফ্রিডিয়া

বিভিন্ন প্রকার উদ্ভিদের উদাহরণ:-

উদ্ভিদ উদাহরণ
একবীজপত্রীধান, গম, ভুট্টা, জোয়ার, বাজরা, পেঁয়াজ, নারিকেল, সুপারি, তাল
দ্বিবীজপত্রীমটর, আম, কাঁঠাল, বেগুন, লঙ্কা, সরষে, পেয়ারা, দারুচিনি
ব্যক্তবীজীপাইনাস, সাইকাস, এফিড্রা, নিটাম, গিঙ্গ
গুপ্তবীজীভুট্টা, চা, আম, জাম, ধান

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply