Class-4 Math 3rd-Unit-Test Question

Class-4 Math 3rd-Unit-Test Question

প্রিয় ছাত্রছাত্রীরা,
তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর, ২০২২ থেকে ৭ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে। তোমাদের সুবিধার্থে আমরা আমাদের ওয়েবসাইটে সকল বিষয়ের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কয়েকটি মডেল প্রশ্নপত্র শেয়ার করলাম। তোমরা পাঠ্য বইটি ভালো মতো পড়ে নীচের প্রশ্নগুলির উত্তর খাতায় লিখে রাখবে। কোনো প্রশ্নের উত্তর করতে অসুবিধা হলে কমেন্ট করে জানাও।

3rd Unit Test 2022
চতুর্থ শ্রেণী
বিষয়: গণিত
পূর্ণমান: 50 সময়: 1 ঘন্টা 30 মিনিট

১. শূন্যস্থান পূরণ করো:

১.১ ত্রিভুজ একটি ————— আকারের চিত্র।
উত্তর:

১.২ কিলোগ্রাম বস্তুর —————— পরিমাপের একক।
উত্তর: ভর।

১.৩ —————– হল সব থেকে ছোটো মৌলিক সংখ্যা।
উত্তর: ২

১.৪ ৭০০৭ মিলিমিটার = ——— লিটার ———– মিলিলিটার।
উত্তর: ৭ লিটার ৭ মিলিলিটার।

১.৫ ১০ দ্বারা বিভাজ্য সংখ্যা সর্বদা ————– ও —————– দ্বারা বিভাজ্য।
উত্তর: ২ ও ৫

১.৬ ৪টি কলার দাম ১২ টাকা হলে, ১টি কলার দাম ———————
উত্তর: ৩ টাকা।

১.৭ কাটা লেবুর তল সংখ্যা ————– টি।
উত্তর: ২ টি।

১.৮ ০.৭৯ ভগ্নাংশটির হর ————–
উত্তর: ১০০

১.৯ ১১ কে বলা হয় ৩৩ এর —————–
উত্তর:গুণনীয়ক বা উৎপাদক।

১.১০ ———- ও ————– একটি যমজ মৌলিক সংখ্যার উদাহরণ।
উত্তর:

২. নীচের প্রশ্নগুলির উত্তর দাও।

২.১ ১৮-এর উৎপাদক সংখ্যা কয়টি?
উত্তর: ৬ টি।

২.২ একটি সরলরেখার মধ্যে কয়টি বিন্দু থাকতে পারে?
উত্তর: অসংখ্য।

২.৩ আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটি কী?
উত্তর: ২ (দৈর্ঘ্য + প্রস্থ)

২.৪ ৯ বছর ৫ মাস = কত মাস?
উত্তর: ১১৩ মাস।

২.৫ একটি ঘনকের তলসংখ্যা কয়টি?
উত্তর: ৬ টি।

৩. সরল করো:

৩.১ {৮১ ÷ (৯ ÷ ৩)} – {(৬ × ৪) ÷ ৮}
উত্তর:

৩.২ ৬৩ ÷ ৭ × ৪ + ১১ – ৫
উত্তর:

৪. মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গুণ ও ভাগ করো:

৪.১ ২৩৫ × ১৮
৪.২ ৫৪৮১ ÷ ৬৩

৫. নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

৫.১ ১ বছরের / অংশ = কত দিন?
উত্তর:

৫.২ বিয়োগ করো:
১০ লিটার – ৪ লিটার ৭৫০ মিলিলিটার।
উত্তর:

৫.৩ ১৫ ঘন্টা ২৫ মিনিট = কত মিনিট?
উত্তর:

৫.৪ সমবাহু ত্রিভুজ কাকে বলে?
উত্তর:

৬. সমস্যাগুলির সমাধান করো:

৬.১ একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৪৫ মিটার ও প্রস্থ ২৫ মিটার হলে, বাগানটি বেড়া দিয়ে ঘিরতে কত দৈর্ঘ্যের বেড়ার প্রয়োজন হবে?
উত্তর:

৬.২ এক ডজন ডিমের দাম ৬০ টাকা হলে দুই জোড়া ডিমের দাম কত হবে ঐকিক নিয়মের সাহায্যে দেখাও।
উত্তর:

৬.৩ নরেশকাকু গত তিন সপ্তাহে মোট ৪৫১৫ টি কাগজ বাড়ি বাড়ি বিলি করেছেন। তিনি ১ দিনে কতগুলি কাগজ বিলি করেছেন মৌলিক উৎপাদকের সাহায্যে নির্ণয় করো।
উত্তর:

৭. স্কেলের সাহায্যে একটি বিষমবাহু ত্রিভুজ আঁকো।
উত্তর:

👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

ক্লাস ৪ গণিত প্রশ্ন উত্তর
চতুর্থ শ্রেণির গণিত থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্ন উত্তর

Class 4 Third Unit Test Math Question Paper Class 4 Third Unit Test Math Suggestion Class 4 Second Unit Test Math Question Paper Class-4 Math Third-Unit-Test Question

WBBSE Class 4 Model Question Paper Unit Test Question Paper Math Class IV Math Third Unit Test Question Paper pdf Download Class-4 Math 3rd-Unit-Test Question

Class 4 3rd Unit Test Math Question

Official Website: Click Here

চতুর্থ শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের গণিত বিষয়ের প্রশ্নপত্র

Class-4 Math 3rd-Unit-Test Question

1 thought on “Class-4 Math 3rd-Unit-Test Question”

Leave a Comment