Class-4 Bengali Model-Activity-Task February-2022

Class-4 Bengali Model-Activity-Task February-2022

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া চতুর্থ শ্রেণীর ‘বাংলা’ বিষয়ের ‘Model Activity Task Part-10 (February, 2022)’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

চতুর্থ শ্রেণী
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
February, 2022
বিষয়: বাংলা পূর্ণমান: ১৫

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

১.১ বনের ধারে আছে মস্ত–
(ক) নদী (খ) পাহাড় (গ) মাঠ (ঘ) গর্ত
উত্তর: (খ) পাহাড়

১.২ ছাগলছানা দেখা প্রথম বড়ো জন্তুটি হলো–
(ক) ভালুক (খ) বাঘ (গ) সিংহ (ঘ) ষাঁড়
উত্তর: (ঘ) ষাঁড়

১.৩ শিয়াল রাক্ষস ভেবেছে–
(ক) বাঘকে (খ) ছাগলছানাকে (গ) ষাঁড়কে (ঘ) ভালুককে
উত্তর: (খ) ছাগলছানাকে

২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও:

২.১ ছাগলছানা কোথায় থাকত?
উত্তর: যেখানে মাঠের পাশে বন আছে, আর বনের ধারে মস্ত পাহাড় আছে সেইখানের একটা গর্তের ভিতরে ছাগলছানা থাকত।

২.২ গর্তের বাইরে যেতে চাইলে ছাগলছানার মা তাকে কী বলত?
উত্তর: গর্তের বাইরে যেতে চাইলে ছাগলছানার মা বলত “যাসনে! ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে।

২.৩ ‘তুমি যাও, আমি কাল যাব’ -ছাগলছানা কেন একথা বলেছিল?
উত্তর: ছাগলছানা প্রচুর ঘাস খাওয়ায় তার পেট এমন ভারী হয়েছিল যে সে চলতেই পারছিল না। তাই সে ওই কথা বলেছিল।

৩. নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

৩.১ ‘গর্তের ভিতর কে ও?’ — এই প্রশ্নের উত্তরে ছাগলছানা কী বলেছিল?
উত্তর: এই প্রশ্নের উত্তরে বুদ্ধিমান ছাগলছানাটা বলেছিল–
লম্বা লম্বা দাড়ি
ঘন ঘন নাড়ি।
সিংহের মামা আমি নরহরি দাস
পঞ্চাশ বাঘে মোর এক-এক গ্রাস।

৩.২ ‘শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে।’ -বাঘ ভয় পেয়েছে কেন?
উত্তর: ছাগলছানা দূর থেকে শিয়াল আর বাঘমামাকে আসতে দেখে বুদ্ধি খাটিয়ে বলে ওঠে-
“দূর হতভাগা! তোকে দিলুম দশ বাঘের কড়ি
এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি।”
এই শুনে বাঘ হতবুদ্ধি হয়ে পড়ে এবং ভয় পেয়ে ছুটে পালায়।

৩.৩ বাঘের উপর শিয়ালের রাগ হয়েছিল কেন?
উত্তর: নরহরি দাসের হুংকার শুনতে পেয়ে ভীতবাঘ তার লেজের সঙ্গে বাঁধা শিয়ালকে নিয়ে দৌড়ে পালাতে থাকে এবং আছাড় খেয়ে, কাঁটার আঁচড় লেগে শিয়ালের মর মর অবস্থা হয়। বাঘমামার কারণে তাকে নাজেহাল হতে হল বলে শিয়াল তার উপর রাগ করেছিল।

৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো:

‘নরহরি দাস’ গল্পে ছাগলছানার বুদ্ধির পরিচয় কীভাবে ফুটে উঠেছে?
উত্তর: ছাগলছানাটি তার উপস্থিত বুদ্ধি ভীষণ কাজে লাগিয়েছে। শিয়ালের কাছে সে ‘নরহরি দাস’ হিসেবে নিজের পরিচয় দিয়েছে। পরিচিত কোনো জন্তু হিসেবে নিজেকে পরিচয় দিলে ধূর্ত শিয়াল তার চালাকি বুঝে যেতে পারত। কিন্তু নরহরি দাস শিয়ালের কাছে একেবারে অপরিচিত একটি প্রাণী। তাই নরহরি দাস, পঞ্চাশ বাঘে যার এক গ্রাস, সে তার গর্তে আশ্রয় নিয়েছে বুঝে ভয়ে শিয়ালটি পালিয়ে যায়।
একইভাবে মাথা খাটিয়ে সে বাঘমামাকেও তাড়িয়েছিল।

Class-4 Bengali Model-Activity-Task February-2022 Class-4 Bengali Model-Activity-Task Part- 2

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 4 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 4 Model Activity Task Bengali 2022 Part- 10

Class-4 Bengali Model-Activity-Task February-2022

Class 4 Bengali Model Activity Task Answer

চতুর্থ শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক

Class 4 বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক

Official Website: Click Here

Class 4 Bengali Model Activity Task Part- 10 2022

চতুর্থ শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিষয়: বাংলা পূর্ণমান: ১৫

Leave a Comment