Class-7 History Model Activity Task February-2022

Class-7 History Model Activity Task February-2022

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া সপ্তম শ্রেণীর ‘ইতিহাস’ বিষয়ের ‘Model Activity Task Part-10 February, 2022’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

সপ্তম শ্রেণী
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
February, 2022
বিষয়: ইতিহাস পূর্ণমান: ২০

১. শূন্যস্থান পূরণ করো:

(ক) বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় ঋকবেদের _________________ .
উত্তর: ঐতরেয় আরণ্যক -এ

(খ) পূর্ব পাকিস্থান স্বাধীন দেশ হয় ___________________ খ্রিস্টাব্দে।
উত্তর: ১৯৭১

(গ) শশাঙ্কের রাজধানী ছিল ___________________ .
উত্তর: কর্ণসুবর্ণ।

(ঘ) লক্ষণসেনের রাজধানী ছিল _____________________.
উত্তর: পূর্ববঙ্গের বিক্রমপুরে।

২. স্তম্ভ মেলাও:

ক-স্তম্ভ খ-স্তম্ভ
গৌড়বহ
হর্ষচরিত
কিতাব অল-হিন্দ
রামচরিত
বাণভট্ট
অল বিরুনি
সন্ধ্যাকর নন্দী
বাক্পতিরাজ

উত্তর:
গৌড়বহ —- বাক্পতিরাজ
হর্ষচরিত —- বাণভট্ট
কিতাব অল-হিন্দ —- অল বিরুনি
রামচরিত —- সন্ধ্যাকর নন্দী

৩. একটি-দুটি বাক্যে উত্তর দাও:

(ক) কোন তিনটি নদী দিয়ে প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল?
উত্তর: ভাগীরথী, পদ্মা ও মেঘনা এই তিনটি নদী দিয়ে প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল।

(খ) কে ‘গঙ্গাইকোন্ডচোল’ উপাধি নিয়েছিলেন?
উত্তর: প্রথম রাজেন্দ্র চোল ‘গঙ্গাইকোন্ডচোল’ উপাধি নিয়েছিলেন।

(গ) ‘খলিফা’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘খলিফা’ শব্দের অর্থ হলো প্রতিনিধি বা উত্তরাধিকারী।

৪. চার-পাঁচটি বাক্যে উত্তর দাও:

(ক) ‘মাৎস্যন্যায়’ কী?
উত্তর: বাংলার শাসক শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এক দু দুর্যোগপূর্ণ অন্ধকার যুগের সূচনা হয়, যা মাৎস্যন্যায় যুগ বলে পরিচিত।
মাৎস্যন্যায় বলতে পুকুরে বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে বোঝায়। শশাঙ্কের মৃত্যুর পর দীর্ঘদিন বাংলায় কোনো যোগ্য শাসক ছিল। না ভূ-স্বামীর প্রত্যেকেই রাজা হওয়ার কল্পনায় একে অন্যের সাথে সংঘর্ষে লিপ্ত ছিল। সে সময় বাংলার সবল আধিপতিরা ছোট ছোট অঞ্চলগুলো গ্রাস করেছিল, যা ছিল বিশৃঙ্খলার চরম রূপ। এ অবস্থাকেই মাৎস্যন্যায় যুগ বলা হয়।

(খ) কৈবর্ত বিদ্রোহ কোন সময়, কোথায় সংঘটিত হয়েছিল? এই বিদ্রোহে কারা নেতৃত্ব দিয়েছিলেন?
উত্তর: পালশাসনে একাদশ শতকের দ্বিতীয়ভাগে (১১৭০-১১৭১ খ্রিস্টাব্দে) বাংলায় কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল। বাংলার বরেন্দ্রভূমিতে এই বিদ্রোহ সংঘটিত হয়েছিল।
কৈবর্ত বিদ্রোহের তিনজন নেতা ছিলেন- দিব্য, রুদোক এবং ভীম। দ্বিতীয় মহীপালের শাসনকালে দিব্য ছিলেন পালরাষ্ট্রের কর্মচারী। পালদের দুর্বলতার সুযোগে তিনি বিদ্রোহ করেন।

(গ) ভারতের সাথে আরবদের যোগাযোগ ঘটেছিল কীভাবে?
উত্তর: ভারতের সঙ্গে ইসলামের প্রথম যোগাযোগ ঘটেছিল তুর্কির এদেশে আসার অনেক আগে থেকেই। খ্রিস্টীয় অষ্টম-নবম শতকে আরব বণিকরা ভারতের পশ্চিম উপকূলে আসতেন। সিন্ধু মোহনায়, মালাবারে আরবি মুসলিম বণিকদের বসতি গড়ে উঠেছিল। এর থেকে যেমন আরবি বণিকরা লাভবান হয়েছিল, তেমনি স্থানীয় ব্যবসায়ীরা লাভ করত। শাসকরাও এর থেকে লাভবান হয়েছিল। হিন্দু, জৈন এবং মুসলিম বণিকদের এই বাণিজ্য ধর্মীয় সহিষ্ণুতার এক উজ্জ্বল নিদর্শন।

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 6 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 6 Model Activity Task History, February 2022 (Part- 10)

Class 7 History Model Activity Task Answer Part- 10

সপ্তম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস

Official Website: Click Here Class 7 History Model Activity Task Answer Part- 2 February, 2022

Class 7 History Model Activity Task Part- 10 February, 2022

সপ্তম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস

Leave a Comment

CLOSE