Class-4 Bengali Bonovojon Question-Answer

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Class-4 Bengali Bonovojon Question-Answer

চতুর্থ শ্রেণী
বাংলা প্রশ্ন ও উত্তর
বনভোজন (গোলাম মোস্তাফা)

১. গোলাম মোস্তাফা কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
উত্তর: গোলাম মোস্তাফার জন্ম হয় অধুনা বাংলাদেশের অন্তর্গত ঝিনাইদহ

২. তাঁর দুটি কবিতার বইয়ের নাম লেখো।
উত্তর: তাঁর লেখা দুটি গ্রন্থ হল হাস্নাহেনা, ভাষাবুক।

৩. একটি বাক্যে উত্তর দাও :

৩.১ কবিতাটিতে কারা খেলতে এসেছিল?
উত্তর: কবিতাটিতে চারটি ছোটো বালিকা খেলতে এসেছিল।

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

৩.২ ‘বাগিচা’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘বাগিচা’ শব্দের অর্থ বাগান।

৩.৩ রান্নার জন্য তারা কী কী সঙ্গে এনেছিল?
উত্তর: রান্নার জন্য তারা সঙ্গে আমের গুটি, নারিকেল মালা, হাঁড়ি,রঙিন খুরি, ছোটো বঁটি, ছুরি এনেছিল।

৩.৪ কবিতায় কে মিছিমিছি গিন্নি সেজেছিল?
উত্তর: নুরু গিন্নি হল।

৩.৫ মিছিমিছি কী কী খাবার রাঁধা হয়েছিল?
উত্তর: কোর্মা-পোলাও, কাদার পিঠে।

৩.৬ কবিতায় ওদের খেলার মাঝে কে এসে পড়েছিল?
উত্তর: কবিতায় ওদের খেলার মাঝে স্বয়ং কবি বসে পড়লেন।

৪. যেটি ঠিক সেটি বেছে নিয়ে লেখো :

৪.১ কবিতাটি (৪/৩/৫) টি মেয়ের কথা বলা হয়েছে।
উত্তর: কবিতাটিতে ৪টি মেয়ের কথা হচ্ছে।

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

৪.২ বিনা (আগুন/জল/কাদা) দিয়েই তাদের হচ্ছে সবার রাঁধা।
উত্তর: বিনা আগুন দিয়েই তাদের রাঁধা হচ্ছে।

৪.৩ (আম/জাম/চা) বাগিচার তলায় যেন তারা হেসেছে।
উত্তর: আম বাগিচার তলায় যেন তারা হেসেছে।

৫. শব্দঝুড়ি থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থানে বসাও।
শব্দঝুড়িঃ হাঁড়ি, বোশেখ, ছুরি, আমি, বিপুল

৫.১ ________________ মাসের এই দুপুরে নেইকো কারও ঘুম।
উত্তর: বোশেখ মাসের এই দুপুরে নেইকো কারও ঘুম।

৫.২ নারিকেলের মালার ______________ কেউ এনেছে দুটি।
উত্তর: নারিকেলের মালার হাঁড়ি কেউ এনেছে দুটি।

৫.৩ কেউ এনেছে ছোট্ট বঁটি কেউ এনেছে _____________
উত্তর: কেউ এনেছে ছোটো বঁটি, কেউ এনেছে ছরি।

৫.৪ বসে গেছে সবাই আজি _____________ আয়োজনে।
উত্তর: বসে গেছে সবাই আজি বিপুল আয়োজনে।

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

৫.৫ এমন সময় হঠাৎ ________________পড়েছি যেই এসে।
উত্তর: এমন সময় হঠাৎ আমি পড়েছি যেই এসে।

৬. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তপ্ত মিলিয়ে লেখো:

উত্তর:

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ 
নুন
ধোঁয়া
বিপুল
আগুন
ঘুম
বাগিচা
লবণ
ধূম
বড়ো
অগ্নি
নিদ্রা
বাগান



৭. নীচের বর্ণগুলি যোগ করে শব্দ তৈরি করো :

উত্তর: স + অ +ব+ আ + ই = সবাই

র + আ + ধ + উ + ন + ই = রাধুনি
ব্ + আ+গ+ ই + চ্ + আ = বাগিচা
দ+উ+ষ+ট+উ = দুষ্টু
ব্ +য+অ+স+ত+অ = ব্যস্ত

৮. এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো : 

লে রি না কে, নভো ন ব জ র কা অ পে, ন য়ো জ আ, ণ ম নি ন্ত্র 

উ:- নারিকেল, বনভোজন, অকারণে, আয়োজন, নিমন্ত্রণ।

৯. বর্ণ বিশ্লেষণ করোঃ  

গিন্নি, আঁচল, নিমন্ত্রণ, কোর্মা, রঙিন। 

উত্তর: গিন্নি – গ+ই+ন্+ন্+ই 

আঁচল – আ + চ্ + অ + ল্

নিমন্ত্রণ-ন+ই+ম+অ+ন+ত+র+অ+ণ 

কোর্মা -ক্ + ও +র +ম + আ

রঙিন – র্ + অ +ঙ + ই + ন্ 

১০. কবিতাটিতে অন্তমিল আছে, এমন পাঁচজোড়া শব্দ লেখো: যেমন—ধুম/ ঘুম। 

উত্তর: হেসেছে, পেয়ে/ মেয়ে, গুটি/দুটি, খুরি/ছুরি, ভাত/হাত। 

১১. কবিতায় ধুলো-বালি দিয়ে কোর্মা-পোলাও ও কাদা দিয়ে পিঠে তৈরির কথা বলা হয়েছে। মিছিমিছি রান্নাবাটি খেলায় আর কী কী রান্না ধুলো-বালি, কাদা দিয়ে তৈরি করতে পারো লিখে জানাও।

উত্তর: মিছি মিছি রান্নাবাটি খেলায় ধুলোবালি দিয়ে ভাত, তরকারি, কাদা দিয়ে ডিমের ঝোল, মাছ ভাজা তৈরি করা যায়।

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

১২. বাক্য রচনা করো : বনভোজন, মিছিমিছি, বাগিচা, আঁচল, ছুরি, নিমন্ত্রণ।
উত্তর: বনভোজন—আমরা সবাই মিলে শীতকালে বনভোজন করতে যাব।
মিছিমিছি—তুমি মিছিমিছি আমাকে দোষারোপ করছ। 

বাগিচা— আম বাগিচায় ছোটো মেয়েরা খেলা করছে।

আঁচল—এই শাড়িটার আঁচল খুব সুন্দর। 

ছুরি–ছুরি দিয়ে কেকটা কাটো।

নিমন্ত্রণ—আজ মামাবাড়িতে আমার নিমন্ত্রণ আছে।

১৩. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো : 

১৩.১ নুরু, শফিরা দুপুরবেলা ঘুমোয়নি কেন?
উত্তর: নুরু শফিরা দুপুরবেলা খেলা করবে, রান্নাবাটি খেলা করবে, তাই দুপুরবেলা তারা ঘুমোয়নি।

১৩.২ কবি এসে পড়ায় সবাই পালিয়ে গিয়েছিল কেন? 

উত্তর: কবি এসে পড়ায় ছোটো মেয়েরা পালিয়ে গেল কারণ তারা ভাবল বড়োরা এসে আড়ালে তাদের ধুলোবালি কাদা নিয়ে খেলা দেখলে সবাইকে বলে দেবে। বাড়ির লোক বকাবকি করবে। সেই ভয়ে ছোটো মেয়েরা পালিয়ে গেল।

১৩.৩ বন্ধুদের সঙ্গে কখনও বনভোজনে গিয়ে থাকলে সেই অভিজ্ঞতার কথা কয়েকটি বাক্যে লেখো। 

উত্তর: গত বছর ২৫ ডিসেম্বর আমাদের স্কুল থেকে একটি ছাত্রছাত্রীর দল ইছামতী নদীর তীরে বনভোজনে গিয়েছিলাম। আমরা ছিলাম ১৮ জন। আমাদের সঙ্গে ছিলেন একজন শিক্ষক মহাশয় এবং একজন শিক্ষিকা। কনকনে ঠান্ডার দিনে সকাল ৬টায় একটা মিনিবাস ভাড়া করে আমরা সবাই খুব হইচই করে প্রায় বেলা ৯ টার মধ্যে ইছামতী নদীর তীরে পৌঁছোলাম। ওই নদীতে চর ছিল অনেকখানি। সেখানে আমাদের সঙ্গে দুজন রাঁধুনি ছিল। তারা বেলা একটার মধ্যে রান্নাবান্না করে ফেলল। আমরা এর মধ্যে নদীর বিশাল চরে মনের আনন্দে ছুটোছুটি করে কাটালাম। আকাশের রোদ্দুর তখন আমাদের ভীষণ আরামদায়ক মনে হচ্ছে। বেলা ১টা থেকে ২টোর মধ্যে সকলের খাওয়া-দাওয়া শেষ হয়ে গেল। নানপুরি, চিকেনকষা, ফিসফ্রাই, পনির পোস্ত, চাটনি, পাঁপড় আর সন্দেশ ছিল আমাদের খাদ্যতালিকায়। বড়োদিনের ছুটি আমাদের বনভোজনের আনন্দ সারাজীবন মনে থাকবে। সন্ধে সাড়ে ৬টার মধ্যে আমরা বাড়ি ফিরে এলাম।

১৩.৪ বৈশাখ মাসের দুপুরে নুরু, পুষি, আয়ষা, শফিরা মিছিমিছি রান্নাবাটি খেলা খেলছিল। তুমি গরমের ছুটিতে দুপুরবেলাগুলো কেমন করে কাটাও সে বিষয়ে লেখো।
উত্তর: আমি গরমের দুপুরে খুব আনন্দে কাটাই। আমার ঠাকুমা যেসব আচার বানায়, সেই আচার নিয়ে চিলেকোঠায় বসে খাই আর গোয়েন্দা গল্পের বই পড়ি। কখনো কখনো বন্ধুরা বাড়িতে আসলে রান্নাবাটিও খেলি। 

১৪. গদ্যরূপ লেখো : বোশেখ, চৈত, হলদি, মিঠে
উত্তর: বোশেখ—বৈশাখ, চৈত—চৈত্র, হলদি-হলুদ, মিঠে— মিষ্টি।

১৫. একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো:
 ইচ্ছা, বাগান, চড়ুইভাতি, নিদ্রা।
উত্তর:  ইচ্ছা—অভিলাষ, বাগান—বাগিচা, চড়ুইভাতি—বনভোজন, নিদ্রা-ঘুম।

১৬. বিপরীতার্থক শব্দ লেখো: আজি, ছোটো, হেসে, শুরু, তলায়।
উত্তর: আজি—কাল, ছোটো-বড়ো, হেসে-কেঁদে, শুরু–শেষ, তলায় ওপরে। এ

☛ সমস্ত অধ্যায়ের উত্তর পেতে: Click Here

Class 4 Model Bengali 2022

Class 4 Bengali Model Activity Task Answer

চতুর্থ শ্রেণী বাংলা

Class 4 বাংলা

Official Website: Click Here

Class-4 Bengali Bonovojon Question-Answer

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

চতুর্থ শ্রেণী বাংলা বনভোজন গোলাম মোস্তাফা

Class-4 Bengali Bonovojon Question-Answer

বনভোজন প্রশ্ন উত্তর
চতুর্থ শ্রেণী বাংলা বনভোজন সমাধান

Class-4 Bengali Bonovojon Question-Answer

West Bengali Class 4 Bengali Question Answer

চতুর্থ শ্রেণী বনভোজন প্রশ্ন উত্তর

Class 4 Bangla Prosno Uttor

WBBSE Class 4 Bengali Book Pdf

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply