Class-10 Life-Science First-Unit-Test Suggestion-2023

Class-10 Life-Science First-Unit-Test Suggestion-2023

প্রিয় ছাত্রছাত্রীরা,
এখানে দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য জীবন বিজ্ঞান বিষয় থেকে গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হল। সেইসাথে একটি মডেল প্রশ্নপত্রও দেওয়া হয়েছে।

First Unit Test2023
দশম শ্রেণী
বিষয়: জীবন বিজ্ঞান
পূর্ণমান: 40 সময়: 90 মিনিট

প্রথম অধ্যায়: জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়

প্রশ্নমান: ১

➣ কোশের রসস্ফীতিজনিত চাপের পরিবর্তন হল একটি অভ্যন্তরীণ উদ্দীপনা।

➣ উদ্ভিদের সাড়া বা চলন পরিমাপক যন্ত্রের নাম ক্রেসকোগ্রাফ।

➣ ক্রেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন আচার্য্য জগদীশ চন্দ্র বসু।

➣ বনচাঁড়ালের পার্শ্বপত্রে প্রকরণ চলন দেখা যায়।

➣ বহিঃস্থ উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদের সামগ্রিক চলন বা গমনকে বলে ট্যাকটিক চলন।

➣ গমনে সক্ষম উদ্ভিদ ক্ল্যামাইডোমোনাস ও ভলভক্স।

➣ ফোটোট্যাকটিক চলনের উদাহরণ ভলভক্স।

➣ সূর্যোদয়ের পর ক্ল্যামাইডোমোনাস উদ্ভিদের জলের তলদেশ থেকে উঠে আসা হল একপ্রকার ফোটোট্যাকটিক চলন।

➣ ফার্নগাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। এটি হল কেমোট্যাকটিক চলন।

➣ অভিকর্ষের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত উদ্ভিদ-অঙ্গের চলনকে বলা হয় জিওট্রপিক চলন।

➣ উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে বলা হয় ন্যাস্টিক চলন।

➣ আলোক তীব্রতায় সংঘঠিত উদ্ভিদের বক্রচলনটি হল ফোটোন্যাস্টিক চলন।

➣ ফোটোন্যাস্টিক চলন দেখা যায় পদ্ম, সূর্যমুখী প্রভৃতি উদ্ভিদে।

➣ সূর্যশিশির নামক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গদের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটি হল কেমোন্যাস্টিক চলন।

➣ লজ্জাবতী লতা-কে স্পর্শ করলে তার পাতাগুলি সঙ্গে সঙ্গে মুড়ে যায়। একে বলে সিসমোন্যাস্টিক চলন।

➣ কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুজে যায়। এটি হল ফোটোন্যাস্টিক চলন।

➣ অধিক উষ্ণতায় টিউলিপ ফুল ফোটে। এটি থার্মোন্যাস্টিক চলন।

➣ তেঁতুল গাছের পাতায় নিদ্রাচলন দেখা যায়।

প্রশ্নমান: ২/৩
১. ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য:
বিষয়ট্রপিক চলনন্যাস্টিক চলন
উদ্দীপকের ভূমিকাউদ্দীপকের উৎসের গতিপথ বা অভিমুখ দ্বারা নিয়ন্ত্রিত।উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত।
চলনের প্রকৃতিস্থায়ী, বৃদ্ধিজনিতঅস্থায়ী, রসস্ফীতিজনিত।
হরমোনের ভূমিকাঅক্সিনের প্রভাব আছে।অক্সিনের প্রভাব নেই।

২. ট্রপিক চলন ও ট্যাকটিক চলনের মধ্যে পার্থক্য:
বিষয়ট্রপিক চলনন্যাস্টিক চলন
স্থান পরিবর্তনসামগ্রিক স্থান পরিবর্তন ঘটে না।সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে।
চলনের প্রকৃতিউদ্ভিদ-অঙ্গের স্থায়ী বৃদ্ধি ঘটে।উদ্ভিদ-অঙ্গের স্থায়ী বৃদ্ধি ঘটে না।
উদ্দীপকের ভূমিকাবাহ্যিক উদ্দীপকের গতিপথ বা উৎস দ্বারা নিয়ন্ত্রিত।উদ্দীপকের গতিপথ ও তীব্রতা উভয়ের দ্বারা প্রভাবিত।

**** শীঘ্রই আরও প্রশ্ন দেওয়া হবে। ****

👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

Class-10 Life-Science First-Unit-Test Suggestion-2023

Class 10 First Unit Test Life Science Question Paper Class 10 First Unit Test Life Science Suggestion Class 10 Second Unit Test Life Science Question Paper Class-10 Life Science First-Unit-Test Suggestion

WBBSE Class 10 Model Question Paper Unit Test Question Paper Life Science Class X Life Science First Unit Test Question Paper pdf Download Madhyamik Life Science Suggestion Class-10 Life Science First Unit Test Suggestion

Official Website: Click Here

দশম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের জীবন বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র

Class-10 Life-Science First-Unit-Test Suggestion-2023 Class-10 Life-Science First-Unit-Test Suggestion-2023

মাধ্যমিক প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন

দশম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৩ সাজেশন

Leave a Comment