Class 6 Math Model Activity Task Part-9

Class 6 Math Model Activity Task Part-9

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া ষষ্ঠ শ্রেণীর ‘গণিত’ বিষয়ের ‘Model Activity Task Part-9 January, 2022’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 6 Math Model Activity Task Part-9 January, 2022

ষষ্ঠ শ্রেণী
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
January, 2022
বিষয়: গণিত পূর্ণমান: ২০

নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে –

1.ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :

(ক) 40÷5×4-এর সরল মান হলাে—
(a) 2
(b) 1/2
(c) 32
(d) 20

উত্তর : (c) 32

(খ) 6-এর গুণনীয়কগুলি হলাে—
(a) 6
(b) 6,3
(c) 6, 3, 2
(d) 6, 3, 2,1

উত্তর : (d) 6, 3, 2,1

(গ) প্রকৃত ভগ্নাংশটি হলাে—

(a) 2
(b)
(c) 2
(d)
উত্তর : (d)

2. সত্য/মিথ্যা লেখাে :

Class 6 Math Model Activity Task Part-9

উত্তর : সত্য l

(খ) 0.35 দশমিক ভগ্নাংশে 3-এর স্থানীয় মান 30।
উত্তর : মিথ্যা l

(গ) 5 জন রাজমিস্ত্রি একটি কাজ সম্পূর্ণ করতে 6 দিন সময় নেয়। একই কাজ করতে রাজমিস্ত্রির সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক সরল সম্পর্ক।
উত্তর : মিথ্যা l

3. সংক্ষিপ্ত উত্তর দাও :

(ক) মানের ঊর্ধ্বক্রমানুসারে লেখাে : 13.3, 11.3, 1.33, 2.31
উত্তর : মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই — 1.33<2.31<11.3<13.3

(খ) 262 সেমি.-কে মিটারে প্রকাশ করাে।
উত্তর : 262 সেমি = (262÷100) মিটার = 2.62 মিটার

(গ) 8/5 -এই ভগ্নাংশটিকে ছবির সাহায্যে দেখাও।
উত্তর :

Class 6 Math Model Activity Task Part-9

Good News! Good News!

TextbookPlus এর পক্ষ থেকে Class 5 থেকে Class 10 পর্যন্ত ‘Unit Test 2022‘ নেওয়া হবে। ১৫০০ টাকা জেতার সুযোগ!

বিস্তারিত জানতে Click Here

4. (ক) একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমি. এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমি.। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণসংখ্যকবার ঘােরা সম্পূর্ণ করবে ?

উত্তর :

Class 6 Math Model Activity Task Part-9

(খ) 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে এটি ট্রাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে নির্ণয় করাে।

উত্তর :

Class 6 Math Model Activity Task Part-9

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

Good News! Good News!

TextbookPlus এর পক্ষ থেকে Class 5 থেকে Class 10 পর্যন্ত ‘Unit Test 2022‘ নেওয়া হবে। ১৫০০ টাকা জেতার সুযোগ!

বিস্তারিত জানতে Click Here

1. You may also like: Class 6 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 6 Model Activity Task Math, January 2022 (Part- 9)

Class 6 Math Model Activity Task Answer Part- 9

ষষ্ঠ শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত

Official Website: Click Here Class 6 Math Model Activity Task Answer Part- 9 January, 2022

Class 6 Math Model Activity Task Part- 9 January, 2022

ষষ্ঠ শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত

Leave a Comment