শিরা ও ধমনীর মধ্যে পার্থক্য

শিরা ও ধমনীর মধ্যে পার্থক্য লেখো।

বিষয়শিরাধমনী
উৎপত্তি ও মিলনস্থল:শিরার উৎপত্তিস্থল জালক এবং মিলনস্থান হলো হৃদপিণ্ড।ধমনীর উৎপত্তিস্থল হলো হৃদপিণ্ড এবং মিলনস্থল জালক।
প্রাচীর ও গহ্বর:শিরার প্রাচীর পাতলা কিন্তু গহ্বর বড়ো।ধমনীর প্রাচীর পুরু কিন্তু গব্বর ছোটো।
কপাটিকা:শিরার মধ্যে কপাটিকা থাকে।ধমনীর মধ্যে কপাটিকা থাকে না।
কাজ:শিরার মধ্য দিয়ে রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃদপিন্ডে আসে।ধমনীর মধ্য দিয়ে রক্ত হৃদপিন্ড থেকে দেহের বিভিন্ন অংশে যায়।
রক্তের প্রকৃতি:শিরার মধ্য দিয়ে সাধারণত কার্বন ডাই অক্সাইড যুক্ত দূষিত রক্ত প্রবাহিত হয়। (ব্যতিক্রম ফুসফুসীয় শিরা)।ধমনীর মধ্য দিয়ে সাধারণত অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়। (ব্যতিক্রম ফুসফুসীয় ধমনী)।
স্পন্দন:শিরার মধ্যে স্পন্দন অনুভূত হয় না।ধমনির মধ্যে স্পন্দন অনুভূত হয়।
রক্তের বেগ:শিরার মধ্যে দিয়ে রক্ত ধীরে ধীরে প্রবাহিত হয়।ধমনীর মধ্য দিয়ে রক্ত বেগে প্রবাহিত হয়।
👉 Subscribe Our YouTube Channel: Click Here

আরও পড়ুন:

দ্রুত ঘুমিয়ে পড়ার ৮টি বৈজ্ঞানিক উপায়
আমাশয় রোগের ঘরোয়া চিকিৎসা

কাঁচা পেঁয়াজ খাওয়ার উপকারিতা

Keywords:

শিরা ও ধমনীর কাজ কি শিরা ও ধমনীর পার্থক্য শিরা ও ধমনীর মধ্যে পার্থক্য কি

Leave a Comment