গৌর বা গারা কাকে বলে?

প্রশ্ন: গৌর বা গারা কাকে বলে?

সংজ্ঞা:
মরুভূমিতে কঠিন ও কোমল শিলা দ্বারা পর্যায়ক্রমে অনুভূমিকভাবে গঠিত বৃহৎ প্রস্তরখন্ড বিভিন্ন ঋতুতে বিভিন্ন মুখী বায়ুর দ্বারা অবঘর্ষ প্রণালীতে নিচের কোমলশিলা বেশি এবং উপরের কঠিন শিলা কম ক্ষয় পায়। ফলে সমগ্র প্রস্তরখণ্ডটি ব্যাঙের ছাতার ন্যায় আকৃতি ধারণ করে অবশিষ্টাংশ রূপে অবস্থান করে। একেই গৌর বা গারা বলে।

বৈশিষ্ট্য:
(i) কঠিন ও কোমল শিলা দ্বারা অনুভূমিকভাবে গঠিত থাকে।
(ii) মরুভূমিতে দেখা যায়।
(iii) ব্যাঙের ছাতার মত দেখতে হয়।

উদাহরণ:
সাহারা ও ইরান মরুভূমিতে গৌর দেখা যায়।

👉 আমাদের YouTube চ্যানেল: Click Here
👉 ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here

Leave a Comment