ঘুরে দাঁড়াও প্রশ্ন উত্তর

ঘুরে দাঁড়াও প্রশ্ন উত্তর

এখানে অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের ‘ঘুরে দাঁড়াও প্রশ্ন উত্তর‘ প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হলো। আশাকরি এইগুলি ছাত্র-ছাত্রীদের সহায়ক হবে।

শ্রেণী: অষ্টম বিষয়: বাংলা
ঘুরে দাঁড়াও প্রশ্ন উত্তর
প্রণবেন্দু দাশগুপ্ত
পাঠ্য পুস্তকের প্রশ্নগুলির উত্তর:

১.১ প্রণবেন্দু দাশগুপ্ত সম্পাদিত কবিতা পত্রিকাটির নাম কী ?
উত্তর: প্রণবেন্দু দাশগুপ্তের সম্পাদিত কবিতা পত্রিকাটির নাম অলিন্দ।

১.২ তাঁর রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখাে।
উত্তর: প্রণবেন্দু দাশগুপ্তের লেখা দুটি কাব্যগ্রন্থের নাম— ‘এক ঋতু’ আর ‘নিজস্ব ঘুড়ির প্রতি’।

২. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখাে :

২.১ কবিতায় কবি কোন্ আহ্বান জানিয়েছেন ?
উত্তর: কবিতায় কবি মানুষকে ঘুরে দাঁড়ানাের আহ্বান জানিয়েছেন।

২.২ “ছােট্ট একটা তুক করে বাইরেটা পালটে দাও” —বাইরেটায় কী ধরনের বদল ঘটবে বলে কবি আশা করেন ? সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে জীবন কীভাবে অন্যরকম হবে বলে কবি মনে করেন ?

উত্তর: কবি আশা করেন, সাইকেল-রিকশাগুলি এক বন থেকে অন্য বনে শিস দিয়ে চলে যাবে, ছায়াপথের কাছাকাছি উঠে পড়বে কাদাভরতি রাস্তা, নদীর জলে স্নান করবে গাছগুলি, সারা-রা-রা করে জেগে উঠবে উপান্তের শহরতলি ।
সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে জীবন হবে বৈচিত্র্যময় ও সুন্দর। নাগরিক জীবনের আত্মকেন্দ্রিক কুশ্রীতা অনেকটাই দূর হবে। সুন্দর হয়ে উঠবে পৃথিবী। জীবনে চলার পথ হবে সুগম, স্বচ্ছ ও শঙ্কাহীন। গাছপালাগুলাে আরও সতেজ, সবুজ, প্রাণবন্ত ও স্বাস্থ্যকর হয়ে। মানুষকে উদার করে দেবে।

২.৩ “সরতে সরতে সরতে তুমি আর কোথায় সরবে ?”—কবি কোথা থেকে এই ‘সরণ লক্ষ করেছেন ? এক্ষেত্রে তাঁর দেওয়া পরামর্শটি কী ?

উত্তর: সমাজ সচেতন কবি প্রণবেন্দু দাশগুপ্ত লক্ষ করেছেন, মানুষ দিন দিন তার প্রতিবাদীধর্ম থেকে সরে যাচ্ছে। সামাজিক অন্যায় অবিচারকে তারা সহ্য করে নিচ্ছে। এভাবে মানুষ প্রতি মুহূর্তে আদর্শ, মর্যাদা, বলিষ্ঠ ধ্যান ধারণা ও জীবনবােধ থেকে পিছু হটছে। মানুষের মধ্যেকার শুভভাবনার প্রকাশ নেই, অন্যায়ের প্রতিবাদ নেই, অসংগতির বিরুদ্ধে সােচ্চার প্রতিরােধ নেই। এসবগুলিও কবি বেদনাহত চিত্তে লক্ষ করছেন।
কবি মানবতার লাঞ্ছনা সহ্য করতে পারছেন না। তার পরামর্শ, অবস্থা পালটাতে হবে। নিরুপায়, অসহায়ভাবে শেষ হওয়ার আগে সমাজবদলের চেষ্টায় শামিল হতে হবে। কোনাে কিছু না-করে মৃত্যুবরণ করে লাভ নেই। বরং, প্রতিকূল বিরুদ্ধ পরিবেশকে নিজের আয়ত্তে এনে মানুষের জন্য কিছু করার মধ্যেই মানব জীবনের সার্থকতা। সেই উদ্দেশ্যসাধনের জন্যে কবি ঘুরে দাড়ানাের পরামর্শ দিয়েছেন।

২.৪ “এবার ঘুরে দাঁড়াও।” আর “এখন ঘুরে দাঁড়াও।”— পঙক্তি দুটিতে ‘এবার’ আর ‘এখন’ শব্দদুটির প্রয়ােগ সার্থকতা বুঝিয়ে দাও।

উত্তর: ‘এবার’ আর ‘এখন’ কথা দুটির অর্থ একই—এই সময়। তবে কবিতায় ‘এবার’ কথাটি ব্যবহৃত হয়েছে এই অর্থে যে, বারবার সরতে সরতে সরে দাঁড়ানাের জায়গা যখন নেই, তখন ঘুরে দাঁড়াতেই হবে।
‘এখন’ বলতে এই মুহূর্তকে বােঝানাে হয়েছে অর্থাৎ, কবির কথা শােনামাত্র সময়টুকুকে। কারণ, প্রথম কথাটিতে অতীতের একাধিক স্মরণ-এর কথা আছে, তাই এবার’ কথাটি এখানে যথাযথভাবে ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় কথাটিতে ভবিষ্যৎ অনুমানের কথা আছে। তাই এখন কথাটি এখানে প্রযুক্ত।

৩. নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করাে :

৩.১ তুমি আর কোথায় সরবে ? (প্রশ্ন পরিহার করাে)
উত্তর: তােমার আর কোথাও সরার জায়গা নেই।

৩.২ এবার ঘুরে দাঁড়াও। (না-সূচক বাক্যে)
উত্তর: এবার ঘুরে না-দাঁড়ালে চলবে না।

৩.৩ তুমি যদি বদলে দিতে না পারাে তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে। (সরল বাক্যে)
উত্তর: তুমি বদলে দিতে না-পারলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে।

৩.৪ নইলে সরতে সরতে তুমি বিন্দুর মতাে মিলিয়ে যাবে। (প্রশ্নবােধক বাক্যে)
উত্তর: নইলে সরতে সরতে তুমি কি বিন্দুর মতাে মিলিয়ে যাবে না?

৩.৫ গাছগুলাে নদীর জলে স্নান করে আসুক। (নির্দেশক বাক্যে)
উত্তর: গাছগুলােকে নদীর জলে স্নান করতে হবে।

৪. ব্যাসবাক্য-সহ সমাসের নাম লেখাে : বনান্তর, ছায়াপথ, উপান্ত, সাইকেল-রিকশা।

উত্তর:
বনান্তর = অন্য বন (নিত্য সমাস)।
ছায়াপথ = ছায়া প্রধান পথ (মধ্যপদলােপী কর্মধারয় সমাস)।
উপান্ত = অন্তের সমীপে (অব্যয়ীভাব সমাস)।
সাইকেল-রিকশাে = সাইকেল ও রিকশাে (দ্বন্দ্ব সমাস)।

👉 অষ্টম শ্রেণী বাংলা পাঠ্যপুস্তকের সমস্ত অধ্যায়ের প্রশ্নগুলির উত্তর: Click Here
সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

You may also like: Class-8 Unit Test Question Papers


ঘুরে দাঁড়াও প্রশ্ন-উত্তর mcq
Class-8 Bengali Ghure Darao Question Answer ঘুরে দাঁড়াও
হরিচরণ বন্দ্যোপাধ্যায় নামকরণের সার্থকতা বিচার করো উত্তর Class-8 Bengali Question-Answer Ghure Darao
Class-8 Bengali Important Question Answer Class-8 Bengali Ghure Darao Answer
অষ্টম শ্রেণী ঘুরে দাঁড়াও প্রশ্ন উত্তর

ঘুরে দাঁড়াও প্রশ্ন উত্তর

Official Website: Click Here Class-8 Bengali Ghure Darao Answer Class-8 Bengali Ghure Darao Answer

অষ্টম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র

ঘুরে দাঁড়াও প্রশ্ন উত্তর অষ্টম শ্রেণী প্রণবেন্দু দাশগুপ্ত

Leave a Comment

CLOSE