WB Primary-TET Child-Pedagogy Mock-1

WB Primary-TET Child-Pedagogy Mock-1

Child Development and Pedagogy
Set: 1

১. “খেলা শিশুর উদ্যোগী মনোভাব কে উৎসাহিত করে।” — কথাটি বলেছেন-
(A) এরিকসন
(B) ফ্রয়েড
(C) ওয়াটসন
(D) ব্রুনার


২. সামাজিকরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো-
(A) শিক্ষা
(B) প্রযুক্তি
(C) ভাষা
(D) লোকালয়


৩. যে প্রক্রিয়ার সাহায্যে শিশুরা নতুন নতুন আচরণ করে তাকে বলে-
(A) শিখন
(B) পরিনমন
(C) অভিভাবন
(D) সংরক্ষণ


৪. শিক্ষার মানোন্নয়ের জন্য প্রয়োজন হলো-
(A) শিক্ষার্থীদের নির্বিছন্নভাবে মূল্যায়ন করা
(B) পাঠক্রম পুনর্বিন্যাস করা
(C) ভালো বিদ্যালয় গৃহের নির্মাণ করা
(D) শিক্ষকদের উচ্চহারে বেতনের ব্যবস্থা করা


৫. শিশু অনিয়ন্ত্রিত শিক্ষা সর্বপ্রথম কোথায় গ্রহণ করে-
(A) ক্লাবে
(B) বিদ্যালয়ে
(C) পরিবারে
(D) উপরের সব গুলিতেই


WB Primary TET Practice Sets

৬. “ভবিষ্যতের পরিপূর্ণ জীবন যাপনের প্রস্তুতি নেওয়াই শিক্ষার একমাত্র লক্ষ্য হওয়া উচিত।” কথাটি বলেছেন-
(A) রুশো
(B) রবীন্দ্রনাথ ঠাকুর
(C) স্বামী বিবেকানন্দ
(D) হারবার্ট স্পেনসার


৭. ‘English of Science’ -বইটি লিখেছেন-
(A) কমেনিয়াস
(B) গ্যালটন
(C) রেমন্ট
(D) থনডাইক


৮. ভারতের ভাগ্য নির্ধারিত হয় শ্রেণিকক্ষে (The destiny of India is now being shaped in her classroom) -এই কথাটি বলা হয়েছে-
(A) রাধাকৃষ্ণন কমিশনে
(B) কোঠারি কমিশনে
(C) মুদালিয়ার কমিশনে
(D) রামমূর্তি কমিশনে


৯. শিক্ষক হিসেবে শ্রেণি শৃঙ্খলা ব্যাহত হলে আপনার করণীয় কী?
(A) খুব কঠোর হাতে শ্রেণি বিশৃঙ্খলা দূর করবেন।
(B) শ্রেণি বিশৃঙ্খলার কারণগুলি সম্পর্কে অবহিত হবেন এবং এর নেতৃত্ব কে বা কারা দিচ্ছে সে সম্পর্কে নিশ্চিত হয়ে তাকে বা তাদেরকে পৃথকভাবে পরামর্শ দেবেন।
(C) পাঠদানে উৎকর্ষতা বৃদ্ধি করে শ্রেণি বিশৃঙ্খলতাকে দূর করার চেষ্টা করবেন।
(D) প্রধান শিক্ষকের নিকট বিষয়টি জানাবেন এবং তাঁর পরামর্শ অনুযায়ী চলবেন।


১০. নীচের কোনটি শ্রেণি শৃঙ্খলা রক্ষার জন্য প্রধান শর্ত-
(A) শিক্ষণ দক্ষতা
(B) শিক্ষকের নিরপেক্ষতা
(C) শ্রেণিকক্ষের উপযুক্ত পরিকাঠামো
(D) শিক্ষার্থীদের দলগত মনস্তত্ব সম্পর্কে জ্ঞান


👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

WB Primary-TET Child-Pedagogy Mock-1

Keywords:  Child Development & Pedagogy Questions Answers in Bengali PDF | প্রাইমারি টেট শিশু মনস্তত্ত্ব ও উন্নয়ন প্রশ্ন উত্তর পিডিএফ | Child Development & Pedagogy Questions And Answers PDF In Bengali | বাংলা পেডাগজি mcq | WB Primary TET Practice set | CTET Questions Answer in Bengali | WB Primary TET Child Development and Pedagogy Questions Answers in Bengali | West Bengali Primary TET Child-Pedagogy Question-Answer Shishur Bikash

WB Primary TET 2022 WB Primary TET Question Paper WB PTET Practice Set

WB Primary-TET Child-Pedagogy Mock-1 WB Primary-TET Child-Pedagogy Mock-1

Leave a Comment

CLOSE