WB Panchayat Recruitment 2024 // গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে বিভিন্ন পদে নিয়োগের যোগ্যতা ও পরীক্ষার সিলেবাস
সুপ্রিয় পাঠক, পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে বিভিন্ন পদে নিয়োগের জন্য খুব শীঘ্রই আবেদন প্রক্রিয়া চালু হবে। আসুন দেখে নিই আপনারা কোন কোন পদের জন্য আবেদন করতে পারবেন এবং প্রতিটি পদের শিক্ষাগত যোগ্যতা ও পরীক্ষার সিলেবাস সম্পর্কে। |
👉 গ্রাম পঞ্চায়েতে যেসব পদে নিয়োগ করা হবে:
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা ও বয়স | পরীক্ষার সিলেবাস | বেতন |
1. এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট | শিক্ষাগত যোগ্যতা:- (১) যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস। (২) যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সায়েন্স বিষয়ে ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। (৩) সোশ্যাল ওয়ার্ক এবং গ্রাম উন্নয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। বয়স: ১৮ থেকে ৪০ বছর। | মোট ১০০ নম্বর (লিখিত: ৮৫ ইন্টারভিউ: ১৫) 1. ইংরেজি- ২৫ নম্বর 2. বাংলা- ২৫ নম্বর 3. গণিত- ২৫ নম্বর 4. সাধারণ জ্ঞান- ১০ নম্বর ইন্টারভিউ– ১৫ নম্বর। | ২৮,৯০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকা পর্যন্ত। |
2. সেক্রেটারি | শিক্ষাগত যোগ্যতা:- (১) উচ্চ মাধ্যমিক পাস (২) যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম 6 মাসের কম্পিউটার অপারেটিং কোর্স সার্টিফিকেট বয়স: ১৮ থেকে ৪০ বছর। | মোট ১০০ নম্বর (লিখিত: ৮৫ ইন্টারভিউ: ১৫) 1. ইংরেজি- ২৫ নম্বর 2. বাংলা- ২৫ নম্বর 3. গণিত- ২৫ নম্বর 4. সাধারণ জ্ঞান- ১০ নম্বর ইন্টারভিউ– ১৫ নম্বর। | ২২৭০০ টাকা থেকে ৫৮৫০০ টাকা পর্যন্ত। |
3. নির্মাণ সহায়ক | শিক্ষাগত যোগ্যতা:- (১) সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী। বয়স: ১৮ থেকে ৪০ বছর। | মোট ১০০ নম্বর (লিখিত: ৮৫ ইন্টারভিউ: ১৫) 1. ইঞ্জিনিয়ারিং (সিভিল) ৬৫ নম্বর 2. ইংরেজি ১৩ নম্বর 3. সাধারণ জ্ঞান ৭ নম্বর ইন্টারভিউ ১৫ নম্বর | ২৮,৯০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকা পর্যন্ত। |
4. গ্রাম পঞ্চায়েত সহায়ক | শিক্ষাগত যোগ্যতা:- (১) মাধ্যমিক পাস (২) মাধ্যমিক পরীক্ষায় ৫০% নম্বর থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। বয়স: ১৮ থেকে ৪০ বছর। | মোট ১০০ নম্বর (লিখিত: ৮৫ ইন্টারভিউ: ১৫) 1. ইংরেজি- ২৫ নম্বর 2. বাংলা- ২৫ নম্বর 3. গণিত- ২৫ নম্বর 4. সাধারণ জ্ঞান- ১০ নম্বর ইন্টারভিউ– ১৫ নম্বর। | ২১০০০ টাকা থেকে ৫৪০০০ টাকা পর্যন্ত। |
5. গ্রাম পঞ্চায়েত কর্মী | শিক্ষাগত যোগ্যতা:- (১) ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ। বয়স: ১৮ থেকে ৪০ বছর। | মোট ৫০ নম্বর (লিখিত: ৪৩ ইন্টারভিউ: ৭) 1. ইংরেজি- ১০ নম্বর 2. বাংলা- ১৩ নম্বর 3. গণিত- ১০ নম্বর 4. সাধারণ জ্ঞান- ১০ নম্বর ইন্টারভিউ- ৭ নম্বর। | ১৭০০০ টাকা থেকে ৪৩৬০০ টাকা পর্যন্ত। |
👉 পঞ্চায়েত সমিতিতে যেসব পদে নিয়োগ করা হবে:
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা ও বয়স | পরীক্ষার সিলেবাস | বেতন |
1. ব্লক ইনফরমেটিক্স অফিসার | শিক্ষাগত যোগ্যতা:- (১) কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা, কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অথবা, যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সঙ্গে DOEACC এর ‘A’ স্তরের সার্টিফিকেট কোর্স। বয়স: ১৮ থেকে ৪০ বছর। | মোট ১০০ নম্বর (লিখিত: ৮৫ ইন্টারভিউ: ১৫) 1. ইংরেজি- ১০ নম্বর 2. বাংলা- ১০ নম্বর 3. গণিত- ১০ নম্বর 4. সাধারণ জ্ঞান- ১০ নম্বর 5. কম্পিউটার অ্যাপ্লিকেশন- ৪৫ নম্বর (থিওরি: ২৫ নম্বর ও প্রাক্টিক্যাল: ২০ নম্বর) ইন্টারভিউ– ১৫ নম্বর। | ৩২১০০ টাকা থেকে ৮২৯০০ টাকা পর্যন্ত। |
2. ডাটা এন্ট্রি অপারেটর | শিক্ষাগত যোগ্যতা:- (১) মাধ্যমিক পাস (২) যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম 3 মাসের কম্পিউটার কোর্স সার্টিফিকেট (৩) টাইপিং স্পিড: ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ টি শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে ২০ টি শব্দ লেখার দক্ষতা (৪) ডাটা এন্ট্রির ন্যূনতম স্পিড প্রতি ঘন্টায় 6000 কী ডিপ্রেশন। বয়স: ১৮ থেকে ৪০ বছর। | মোট ১০০ নম্বর (লিখিত: ৮৫ ইন্টারভিউ: ১৫) 1. ইংরেজি- ২০ নম্বর 2. বাংলা- ২০ নম্বর 3. গণিত- ২৫ নম্বর 4. সাধারণ জ্ঞান- ২০ নম্বর ইন্টারভিউ– ১৫ নম্বর। | ২২৭০০ টাকা থেকে ৫৮৫০০ টাকা পর্যন্ত। |
3. অ্যাকাউন্ট ক্লার্ক | শিক্ষাগত যোগ্যতা:- (১) মাধ্যমিক পাস (২) যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। বয়স: ১৮ থেকে ৪০ বছর। | মোট ১০০ নম্বর (লিখিত: ৮৫ ইন্টারভিউ: ১৫) 1. ইংরেজি- ২০ নম্বর 2. বাংলা- ২০ নম্বর 3. গণিত- ২৫ নম্বর 4. সাধারণ জ্ঞান- ২০ নম্বর ইন্টারভিউ ১৫ নম্বর | ২২৭০০ টাকা থেকে ৫৮৫০০ টাকা পর্যন্ত। |
4. ক্লার্ক কাম টাইপিস্ট | শিক্ষাগত যোগ্যতা:- (১) মাধ্যমিক পাস (২) টাইপিং স্পিড: ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ টি শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে ২০ টি শব্দ লেখার দক্ষতা (৩) MS Word এবং অন্যান্য কম্পিউটার এপ্লিকেশনে দক্ষতা বয়স: ১৮ থেকে ৪০ বছর। | মোট ১০০ নম্বর 1. ইংরেজি- ২০ নম্বর 2. বাংলা- ২০ নম্বর 3. গণিত- ২৫ নম্বর 4. সাধারণ জ্ঞান- ২০ নম্বর ইন্টারভিউ ১৫ নম্বর | ২২৭০০ টাকা থেকে ৫৮৫০০ টাকা পর্যন্ত। |
5. পঞ্চায়েত সমিতি পিওন | শিক্ষাগত যোগ্যতা:- (১) ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ। (২) বাংলা অথবা নেপালি ভাষায় পড়তে ও লিখতে জানতে হবে। বয়স: ১৮ থেকে ৪০ বছর। | মোট ৫০ নম্বর (লিখিত: ৪৩ ইন্টারভিউ: ৭) 1. ইংরেজি- ১০ নম্বর 2. বাংলা- ১৩ নম্বর 3. গণিত- ১০ নম্বর 4. সাধারণ জ্ঞান- ১০ নম্বর ইন্টারভিউ- ৭ নম্বর। | ১৭০০০ টাকা থেকে ৪৩৬০০ টাকা পর্যন্ত। |
👉 জেলা পরিষদে যেসব পদে নিয়োগ করা হবে:
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা ও বয়স | পরীক্ষার সিলেবাস | বেতন |
1. ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট | শিক্ষাগত যোগ্যতা:- (১) যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (২) কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সে এক বছরের ফুল-টাইম পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বয়স: ১৮ থেকে ৪০ বছর। | মোট ১০০ নম্বর (লিখিত: ৮৫ ইন্টারভিউ: ১৫) 1. ইংরেজি- ১০ নম্বর 2. বাংলা- ১০ নম্বর 3. গণিত- ২০ নম্বর 4.কম্পিউটার অ্যাপ্লিকেশন- ৪৫ নম্বর (থিওরি: ২৫ নম্বর ও প্রাক্টিক্যাল: ২০ নম্বর) ইন্টারভিউ– ১৫ নম্বর। | ৩৩৪০০ টাকা থেকে ৮৬১০০ টাকা পর্যন্ত। |
2. সিস্টেম ম্যানেজার | শিক্ষাগত যোগ্যতা:- (১) কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার্স বা এম. টেক সহ কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্পেশালাইজেশন অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার-সায়েন্স বিষয়ে BE বা B.Tech অথবা, কম্পিউটারে ভারত সরকারের DOEACC-এর স্তরের কোর্স অথবা, কম্পিউটার সায়েন্স বা পদার্থবিদ্যা বা গণিত বা পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (2 বছর) (২) ইলেকট্রনিক ডাটাবেস ব্যবস্থাপনায় ৫ বছরের অভিজ্ঞতা বয়স: ১৮ থেকে ৪০ বছর। | মোট ১০০ নম্বর (লিখিত: ৮৫ ইন্টারভিউ: ১৫) 1. ইংরেজি- ১০ নম্বর 2. বাংলা- ১০ নম্বর 3. গণিত- ২০ নম্বর 4.কম্পিউটার অ্যাপ্লিকেশন- ৪৫ নম্বর (থিওরি: ২৫ নম্বর ও প্রাক্টিক্যাল: ২০ নম্বর) ইন্টারভিউ– ১৫ নম্বর। | ২২৭০০ টাকা থেকে ৫৮৫০০ টাকা পর্যন্ত। |
3. অ্যাডিশন্যাল অ্যাকাউন্ট্যান্ট | শিক্ষাগত যোগ্যতা:- (১) বাণিজ্যে (Commerce) স্নাতক ডিগ্রি বয়স: ১৮ থেকে ৪০ বছর। | মোট ১০০ নম্বর (লিখিত: ৮৫ ইন্টারভিউ: ১৫) 1. ইংরেজি- ২০ নম্বর 2. বাংলা- ২০ নম্বর 3. সাধারণ জ্ঞান- ১৫ নম্বর 4. অ্যাকাউন্টেন্সি- ৩০ নম্বর ইন্টারভিউ ১৫ নম্বর | ২৪৭০০ টাকা থেকে ৬৩৯০০ টাকা পর্যন্ত। |
4. স্টেনোগ্র্যাফার | শিক্ষাগত যোগ্যতা:- (১) যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (২) ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ শব্দের শর্টহ্যান্ড ডিকটেশনের স্পিড এবং প্রতি মিনিটে কমপক্ষে ৪০ শব্দের টাইপিং স্পিড এবং বাংলায় প্রতি মিনিটে ৭০ শব্দের শর্টহ্যান্ড ডিকটেশনের স্পিড এবং প্রতি মিনিটে কমপক্ষে ৩০ শব্দের টাইপিং স্পিড বয়স: ১৮ থেকে ৪০ বছর। | মোট ১০০ নম্বর (লিখিত: ৮৫ ইন্টারভিউ: ১৫) ইংরেজি- ১৫ নম্বর বাংলা- ১৫ নম্বর গণিত- ১৫ নম্বর সাধারণ জ্ঞান- ১০ নম্বর ডিকটেশন- ১৫ নম্বর টাইপিং- ১৫ নম্বর ইন্টারভিউ ১৫ নম্বর | ২৮,৯০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকা পর্যন্ত। |
5. ডাটা এন্ট্রি অপারেটর | শিক্ষাগত যোগ্যতা:- (১) মাধ্যমিক পাস (২) যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম 3 মাসের কম্পিউটার কোর্স সার্টিফিকেট (৩) টাইপিং স্পিড: ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ টি শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে ২০ টি শব্দ লেখার দক্ষতা (৪) ডাটা এন্ট্রির ন্যূনতম স্পিড প্রতি ঘন্টায় 6000 কী ডিপ্রেশন। বয়স: ১৮ থেকে ৪০ বছর। | মোট ১০০ নম্বর (লিখিত: ৮৫ ইন্টারভিউ: ১৫) 1. ইংরেজি- ২০ নম্বর 2. বাংলা- ২০ নম্বর 3. গণিত- ২৫ নম্বর 4. সাধারণ জ্ঞান- ২০ নম্বর ইন্টারভিউ ১৫ নম্বর | ২২৭০০ টাকা থেকে ৫৮৫০০ টাকা পর্যন্ত। |
6. অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার | শিক্ষাগত যোগ্যতা:- (১) মাধ্যমিক পাস (২) মাধ্যমিক পরীক্ষায় ৫০% নম্বর থাকতে হবে। বয়স: ১৮ থেকে ৪০ বছর। | মোট ১০০ নম্বর (লিখিত: ৮৫ ইন্টারভিউ: ১৫) 1. ইংরেজি- ২০ নম্বর 2. বাংলা- ২০ নম্বর 3. গণিত- ২৫ নম্বর 4. সাধারণ জ্ঞান- ২০ নম্বর ইন্টারভিউ ১৫ নম্বর | ২২৭০০ টাকা থেকে ৫৮৫০০ টাকা পর্যন্ত। |
7. ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট | শিক্ষাগত যোগ্যতা:- (১) মাধ্যমিক পাস (২) মাধ্যমিক পরীক্ষায় ৫০% নম্বর থাকতে হবে। বয়স: ১৮ থেকে ৪০ বছর। | মোট ১০০ নম্বর (লিখিত: ৮৫ ইন্টারভিউ: ১৫) 1. ইংরেজি- ২০ নম্বর 2. বাংলা- ২০ নম্বর 3. গণিত- ২৫ নম্বর 4. সাধারণ জ্ঞান- ২০ নম্বর ইন্টারভিউ ১৫ নম্বর | ২২৭০০ টাকা থেকে ৫৮৫০০ টাকা পর্যন্ত। |
8. লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট | শিক্ষাগত যোগ্যতা:- (১) মাধ্যমিক পাস (২) মাধ্যমিক পরীক্ষায় ৫০% নম্বর থাকতে হবে। (৩) টাইপিং জানতে হবে। বয়স: ১৮ থেকে ৪০ বছর। | মোট ১০০ নম্বর (লিখিত: ৮৫ ইন্টারভিউ: ১৫) 1. ইংরেজি- ২০ নম্বর 2. বাংলা- ২০ নম্বর 3. গণিত- ২৫ নম্বর 4. সাধারণ জ্ঞান- ২০ নম্বর ইন্টারভিউ ১৫ নম্বর | ২২৭০০ টাকা থেকে ৫৮৫০০ টাকা পর্যন্ত। |
9. গ্রূপ- ডি কর্মী | শিক্ষাগত যোগ্যতা:- (১) ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ। বয়স: ১৮ থেকে ৪০ বছর। | মোট ৫০ নম্বর (লিখিত: ৪৩ ইন্টারভিউ: ৭) 1. ইংরেজি- ১০ নম্বর 2. বাংলা- ১৩ নম্বর 3. গণিত- ১০ নম্বর 4. সাধারণ জ্ঞান- ১০ নম্বর ইন্টারভিউ- ৭ নম্বর। | ১৭০০০ টাকা থেকে ৪৩৬০০ টাকা পর্যন্ত। |
👉 FAQs: Frequently Asked Questions
১. একজন আবেদনকারী কি একাধিক জেলায় অর্থাৎ DLSC তে আবেদন করতে পারবেন?
উত্তর: হ্যাঁ , পারবেন।
২. একজন আবেদনকারী কি একাধিক জেলার DLSC তে একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন?
‘
উত্তর: হ্যাঁ, সমস্ত শর্তাবলী পূরণ করলে একজন আবেদনকারী একাধিক জেলার DLSC তে একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন।
৩. যদি আমি একাধিক পদের জন্য যোগ্য হই তবে কি আমি একাধিক পদে আবেদন করতে পারবো?
উত্তর: হ্যাঁ পারবেন। তবে পরীক্ষা একই দিনে এবং বিভিন্ন স্থানে হতে পারে। সুতরাং আবেদন করার সময় সাবধানে পদ নির্বাচন করবেন।