Voice Change Rules in Bengali

Voice Change Rules in Bengali

Voice Change (বাচ্য পরিবর্তন)

এখানে আমরা কীভাবে Voice Change (Active থেকে Passive বা Passive থেকে Active) করতে হয় তার নিয়মাবলী সহজ-সরল বাংলা ভাষায় আলোচনা করবো।

নীচের বাক্যগুলি লক্ষ্য করো:

1. Rahul killed a snake. (রাহুল একটি সাপ মেরেছিলো।)

2. A snake was killed by Rahul. (একটি সাপ রাহুলের দ্বারা মারা হয়েছিল।)

প্রথম বাক্যের verb ‘মেরেছিলো’ এবং Subject ‘রাহুল’ আর দ্বিতীয় বাক্যের verb ‘মারা হয়েছিলো’ এবং Subject ‘একটি সাপ’

প্রথম বাক্যের verb নির্দেশ করছে subject কোনো কাজ করেছে। আর দ্বিতীয় বাক্যের verb নির্দেশ করছে subject এর উপর কোনো কাজ করা হয়েছেverb বা ক্রিয়া প্রকাশের এই বিভিন্ন ভঙ্গিকেই Voice বা বাচ্য বলে।

Voice দুই প্রকার:-

              (i) Active Voice

              (ii) Passive Voice

Active Voice: verb যখন নির্দেশ করে বাক্যের subject কোনো কাজ করছে তখন সেটি Active Voice হয়।

উদাহরণঃ

1. He wrote a letter.

2. Sima reads story.

3. They have bought a new car.

Passive Voice: verb যখন নির্দেশ করে বাক্যের subject এর উপর কোনো কাজ করা হয়েছে তখন সেটি Passive Voice হয়।

উদাহরণঃ

1. A letter was written by him.

2. Story is read by Sima.

3. A new car has been bought by them.

General rules of Voice change (Active Voice থেকে Passive Voice করার সাধারণ নিয়ম):

Step-1: প্রথমে বাক্যের verb খুঁজতে হবে। verb-কে ‘কে’ দিয়ে প্রশ্ন করে subject এবং ‘কি’ বা ‘কাকে’ দিয়ে প্রশ্ন করে object চিহ্নিত করতে হবে।

Step-2: object-কে subject রূপে ব্যবহার করতে হবে।

Step 3: Tensesubject অনুযায়ী be-verb (am/is/are/was/were/be/being/been) বসাতে হবে।

Step 4: মূল verb এর Past Participle রূপ বসাতে হবে।

Step 5: সবশেষে ‘by’ বসিয়ে subject কে object রূপে বসাতে হবে।

উদাহরণঃ

1. Ramen likes mango. (Change into Passive Voice)

Step-1: উপরের বাক্যটিতে verb হলো ‘like‘ (পছন্দ করা)

‘কে’ পছন্দ করে? উত্তর: Ramen

‘কি’ পছন্দ করে? উত্তর: mango

সুতরাং আমরা পেলাম, subject- Ramen এবং object- mango.

Step-2: object-কে subject রূপে ব্যবহার করতে হবে অর্থাৎ Passive Voice এ subject হবে ‘Mango’ .

Step 3: উপরের বাক্যটি Present Indefinite Tense এ আছে। তাই subject অনুযায়ী be verb হবে ‘is’ .

Passive Voice: Mango is

Step 4: main verb ‘like‘ এর Past Participle রূপ হলো ‘liked’

Passive Voice: Mango is liked

Step 5: ‘by’ বসিয়ে subject ‘Ramen’ কে object রূপে ব্যবহার করতে হবে।

Answer: Mango is liked by Ramen

*** Voice change করার সময় Pronoun এর subjective form ও objective form খেয়াল রাখতে হবে।

Pronoun এর subjective form ও objective form জানতে নিচের তালিকাটি দেখো:

Subject formObject form
Ime
Weus
Youyou
Hehim
Sheher
Theythem
Itit

উদাহরণঃ

Active: They help me.

Passive: I am helped by them.

*** Step-3 -তে বলা হয়েছে Tense ও subject অনুযায়ী be-verb বসাতে হবে। বিভিন্ন Tense অনুযায়ী কি কি be verb বসে তা নীচে তালিকার মাধ্যমে দেখিয়ে দেওয়া হলো।

TenseBe-verb
Present Indefiniteam/is/are
Past Indefinitewas/were
Present Continuous(am/is/are) + being
Past Continuous(was/were) + being
Present Perfect(have/has) + been
Past Perfecthad + been
Future(shall/will) + be

উদাহরণঃ

Voice Change Rules of Present Indefinite Tense:

1. She closes the window.

[এখানে verb: ‘closes’,   subject: ‘She’ এবং object: ‘the window’. সুতরাং passive voice এ subject হবে ‘the window’. আর এটি third person singular number তাই এরপর বসবে ‘is’ close verb এর past participle রূপ ‘closed’. ‘she’ এর objective রূপ ‘her’]

Ans: The window is closed by her.

2. The boy draws pictures.

[এখানে verb: ‘draws’,   subject: ‘The boy’ এবং object: ‘pictures’. সুতরাং passive voice এ subject হবে ‘pictures’. আর এটি third person plural number তাই এরপর বসবে ‘are’. ‘draw’ verb এর past participle রূপ ‘drawn’.]

Ans: Pictures are drawn by the boy.

3. They play cricket.

[এখানে verb: ‘play’,   subject: ‘They’ এবং object: ‘cricket’. সুতরাং passive voice এ subject হবে ‘cricket’. আর এটি third person singular number তাই এরপর বসবে ‘is’. ‘play’ verb এর past participle রূপ ‘played’. ‘They’ এর objective রূপ ‘them’]

Ans: Cricket is played by them.

4. My father loves me.

[এখানে verb: ‘loves’,   subject: ‘My father’ এবং object: ‘me’. ‘me’ এর subjective রূপ ‘I’.  সুতরাং passive voice এ subject হবে ‘I’. ‘I’ এরপর বসবে ‘am’. ‘love’ verb এর past participle রূপ ‘loved’.]

Ans: I am loved by my father.

5. He writes a letter.

[এখানে verb: ‘writes’,   subject: ‘He’ এবং object: ‘a letter’. সুতরাং passive voice এ subject হবে ‘A letter’. আর এটি third person singular number তাই এরপর বসবে ‘is’. ‘write’ verb এর past participle রূপ ‘written’. ‘He’ এর objective রূপ ‘him’]

Ans: A letter is written by him.

6. Ramen does not eat fish.

[এখানে verb: ‘eat’,   subject: ‘Ramen’ এবং object: ‘fish’. সুতরাং passive voice এ subject হবে ‘Fish’. আর এটি third person singular number তাই এরপর বসবে ‘is’. তারপর বসবে ‘not’. ‘eat’ verb এর past participle রূপ ‘eaten’.]

Ans: Fish is not eaten by Ramen.

***এখন তোমরা নীচের voice change গুলি নিজেরা করো। তারপর শেষে দেওয়া উত্তরের সাথে মিলিয়ে নাও।

Exercise:

1. They do the work.

Answer:
The work is done by them.

2. Mother cooks meat.

Answer:
Meat is cooked by mother.

3. Rahul does not play cricket.

Answer:
Cricket is not played by Rahul.

4. He teaches us.

Answer:
We are taught by him.

5. I do not like tea.

Answer:
Tea is not liked by me.

6. The teacher punishes the students.

Answer:
The students are punished by the teacher.

7. You see the birds.

Answer:
The birds are seen by you.

8. She beats me.

Answer:
I am beaten by her.

9. Rakesh catches fishes.

Answer:
Fishes are caught by Rakesh.

10. Rahul and Subir do not help me.

Answer:
I am not helped by Rahul and Subir.

Voice Change of Present Continuous Tense:

1. She is drawing a picture.

[এখানে main verb: ‘draw’,   subject: ‘She’ এবং object: ‘a picture’. সুতরাং passive voice এ subject হবে ‘a picture’. আর এটি third person singular number এবং বাক্যটি Present Continuous Tense এ আছে। তাই এরপর বসবে ‘is being’.  ‘draw’ verb এর past participle রূপ ‘drawn’. ‘she’ এর objective রূপ ‘her’]

Ans: A picture is being drawn by her.

2. The boys are playing football.

[এখানে main verb: ‘play’,   subject: ‘The boys’ এবং object: ‘football’. সুতরাং passive voice এ subject হবে ‘football’. আর এটি third person singular number এবং বাক্যটি Present Continuous Tense এ আছে। তাই এরপর বসবে ‘is being’.  ‘play’ verb এর past participle রূপ ‘played’.]

Ans: Football is being played by the boys.

3. He is repairing laptops.

[এখানে main verb: ‘repair’,   subject: ‘He’ এবং object: ‘laptops’. সুতরাং passive voice এ subject হবে ‘laptops. আর এটি plural number এবং বাক্যটি Present Continuous Tense এ আছে। তাই এরপর বসবে ‘are being’.  ‘repair’ verb এর past participle রূপ ‘repaired’. ‘he’ এর objective রূপ ‘him’]

Ans: Laptops are being repaired by him.

Exercise:

  1. I am writing a letter.
Answer:
A letter is being written by me.

2. She is watering the plants.

Answer:
The plants are being watered by her.

3. The teacher is teaching english.

Answer:
English is being taught by the teacher.

4. He is not reading story.

Answer:
Story is not being read by him.

5. The girls are singing a song.

Answer:
A song is being sung the girls.

Voice Change of Present Perfect Tense:

Active Voice: Subject + have/has + V3 + O
Passive: Subject + have been / has been + V3 + O

1. She has drawn a picture.

[এখানে main verb: ‘draw’,   subject: ‘She’ এবং object: ‘a picture’. সুতরাং passive voice এ subject হবে ‘a picture’. আর এটি third person singular number এবং বাক্যটি Present Perfect Tense এ আছে। তাই এরপর বসবে ‘has been’.  ‘draw’ verb এর past participle রূপ ‘drawn’. ‘she’ এর objective রূপ ‘her’]

Ans: A picture has been drawn by her.

2. The boys have played football.

[এখানে main verb: ‘play’,   subject: ‘The boys’ এবং object: ‘football’. সুতরাং passive voice এ subject হবে ‘football’. আর এটি third person singular number এবং বাক্যটি Present Perfect Tense এ আছে। তাই এরপর বসবে ‘has been’.  ‘play’ verb এর past participle রূপ ‘played’.]

Ans: Football has been played by the boys.

3. He has repaired laptops.

[এখানে main verb: ‘repair’,   subject: ‘He’ এবং object: ‘laptops’. সুতরাং passive voice এ subject হবে ‘laptops. আর এটি plural number এবং বাক্যটি Present perfect Tense এ আছে। তাই এরপর বসবে ‘have been’.  ‘repair’ verb এর past participle রূপ ‘repaired’. ‘he’ এর objective রূপ ‘him’]

Ans: Laptops have been repaired by him.

Exercise:

  1. I have written a letter.
Answer:
A letter has been written by me.

2. She has watered the plants.

Answer:
The plants have been watered by her.

3. The teacher has taught English.

Answer:
English has been taught by the teacher.

4. He has not read the story.

Answer:
The story has not been read by him.

5. The girls have sung a song.

Answer:
A song has been sung the girls.

মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ Phrasal Verb লিস্ট: Click Here

আমাদের YouTube চ্যানেল: Click Here

আমাদের Facebook Page: Click Here

Voice Change Rules in Bengali Voice Change Rules in Bengali

Leave a Comment