The-Book-of-Nature Bengali Meaning Question-Answer

The-Book-of-Nature Bengali Meaning Question-Answer

Bengali Meaning and Questions-Answers from The Book of Nature Class 7 English

Class 7 (English)

Lesson: 1
The Book of Nature
Jawaharlal Nehru

Unit I

When you and I are together you often ask me questions about many things and I try to answer them.
যখন তুমি ও আমি একসঙ্গে থাকি, প্রায়শই আমাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করো এবং আমি উত্তর দেওয়ার চেষ্টা করি।

Now that you are at Mussoorie and I am in Allahabad we cannot have these talks.
কিন্তু বর্তমানে তুমি মুসৌরিতে আর আমি আছি এলাহাবাদে, তাই আমাদের এই আলোচনা আর হতে পারছে না।

I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth and the many countries, great and small, into which it is divided.
তাই এখন থেকে সময়ে সময়ে তোমাকে চিঠি লিখবো, যাতে থাকবে আমাদের পৃথিবীর বিভিন্ন ঘটনার বর্ণনামূলক গল্প এবং পৃথিবী যে অনেক ছোট-বড়ো দেশে বিভক্ত, সেই সমস্ত দেশের গল্প।

You have read a little about English history and Indian history.
তুমি ইংল্যান্ডের ইতিহাস এবং ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে কিছুটা পড়েছ।

But England is only a little island and India, through a big country, is only a small part of the earth’s surface.
তবে ইংল্যান্ড কেবল একটি ছোট দ্বীপ এবং ভারত, যদিও একটি বড় দেশ, এটি পৃথিবীর উপরিতলের কেবল একটি ছোট অংশ।

If we want to know something about the story of this world of ours we must think of all the countries and all the peoples that have inhabited it, and not merely of one little country where we may have been born.
আমরা যদি আমাদের এই পৃথিবীর গল্প সম্পর্কে জানতে চায় , তাহলে সমস্ত দেশের কথা এবং ওই সমস্ত দেশে বাস করা মানুষদের কথাও আমাদেরকে ভাবতেই হবে, কেবল একটি ছোট দেশের কথা ভাবলেই হবে না, যেখানে আমরা জন্মগ্রহণ করেছি।

👉 The Book of Nature Unit: II Click Here

I am afraid I can only tell you very little in these letters of mine.
আমার ভয় হচ্ছে যে আমার ওই চিঠিগুলিতে আমি তমাকে বড়োই সামান্য বলতে পারবো।

But that little, I hope, will interest you and make you think of the world as a whole, and of other peoples in it as our brothers and sisters.
কিন্তু ওই সামান্যটুকুই আশা করি, তোমাকে আগ্রহী করে তুলবে এবং সার্বিকভাবে পৃথিবী সম্পর্কে তোমাকে ভাবতে সাহায্য করবে এবং অন্যদেরকে নিজেদের ভাই বা বোন ভাবতে শেখাবে।

When you grow up you will read about the story of the earth and her peoples in fat books and you will find it more interesting than any other story or novel that you may have read.
তুমি যখন বড়ো হবে তখন মোটা মোটা বইয়ে পৃথিবী এবং পৃথিবীর মানুষদের সম্পর্কে অনেক গল্প পর্বে এবং তোমার পড়া অন্য গল্প বা উপন্যাসের চেয়ে এগুলি তোমার অনেক বেশি আকর্ষণ মনে হবে।

You know of course that our earth is very, very old-millions and millions of years old.
তুমি অবশ্যই জান আমাদের পৃথিবী অনেক অনেক পুরোনো – লক্ষ লক্ষ বছরের পুরোনো।

And for a long long time there were no men or women living in it.
এবং দীর্ঘদিন ধরে এখানে কোনো পুরুষ বা মহিলা কেউই বাস করতো না।

👉 The Book of Nature Unit: II Click Here

Before the men came there were only animals, and before the animals there was a time when no kind of life existed on the earth.
মানুষ পৃথিবীতে আসার আগে, কেবল জন্তু জানোয়ার বাস করতো এবং ওই জন্তু জানোয়ারদেরও আগে এমন এক সময় ছিল যখন পৃথিবীর বুকে কোনো ধরণের প্রাণের অস্তিত্ব ছিল না।

It is difficult to imagine this world of ours, which is so full today of all kinds of animals and men, to be without them.
প্রাণী ছাড়া আমাদের এই পৃথিবীর কথা কল্পনা করে কঠিন, যে পৃথিবী আজকে সমস্ত ধরণের জন্তু জানোয়ার, মানুষে একেবারে পরিপূর্ণ।

But scientists and those who have studied and thought a great deal about these matters tell us that there was a time when the earth was too hot for any living being to live on it.
যে সমস্ত বিজ্ঞানী ও মানুষ এই সমস্ত ব্যাপার সম্পর্কে পর্যালোচনা করেছেন এবং প্রচুর চিন্তাভাবনা করেছেন, তাঁরা আমাদের বলেন যে একসময়ে পৃথিবী এমন উত্তপ্ত ছিল যে তা কোনো প্রাণীর বাঁচার উপযুক্ত ছিল না।

And if we read their books and study the rocks and the fossils (the remains of old animals) we can ourselves see that this must have been so.
এবং আমরা যদি ওই সমস্ত বই পড়ি, পাথর এবং জীবাশ্ম পর্যবেক্ষণ করি তাহলে আমরা নিজেরাই দেখতে পাব যে ওই সময় অবস্থা তেমনটিই ছিল।

Activity 1 

Underline the appropriate alternatives: 

(a) India is in fact a (big/ small/ huge) part of the earth’s surface.

(b) Once upon a time the earth was too (cold/ dark/ hot) for any living being to survive. 

(c) Fossils are (a type of wild animal/ one kind of hard rock/ the remains of old living beings). 

Activity 2 

Answer the following questions in complete sentences: 

(a) What must we do to know about the tale of this world? 

Ans. If we want to know something about the story of this world of ours we must think of all the countries and all the peoples that have inhabited it. 

(b) How old is our earth? 

Ans. Our earth is very, very old-millions and millions of years old.

(c) Who roamed the earth before the arrival of human beings? 

Ans. Before the arrival of human beings, only animals roamed the earth.

Activity 3 

Fill in the blanks with suitable words from the text. The first letters of the words are given: 

(a) As a subject, history is quite interesting. 

(b) We have good relations with our neighbouring country

(c) Plants need air, water and sunlight to grow

(d) Can you imagine how big the Universe is? 

(e) You should study regularly if you want to be a good student. 

Activity 4 

Make meaningful sentences with the following words: 

(a) interest: He showed an interest in the book.

(b) surface: Three-fourths of the earth’s surface is water.

(c) inhabited: The woods are inhabited by many wild animals.

(d) together: They studied together at the library on Sunday evening. 

(e) scientist : He is proud that his father was a famous scientist.

👉 The Book of Nature Unit: II Click Here

👉 সপ্তম শ্রেণীর ইংরেজী বিষয়ের সমস্ত Lesson দেখতে: Click Here
Subscribe Our YouTube Channel: Click Here

The-Book-of-Nature Bengali Meaning Question-Answer

Class 7 English Lesson 1 The Book of Nature Question Answer

The book of nature class 7 english bengali meaning The-Book-of-Nature Bengali Meaning Question-Answer

West Bengal Board Class 7 English Question Answer

Leave a Comment