খরগোশ ও কচ্ছপের গল্প

খরগোশ ও কচ্ছপের গল্প

খরগোশ ও কচ্ছপ

একসময় এক জঙ্গলে একটি খরগোশ আর একটি কচ্ছপ বাস করত। খরগোশ তার দ্রুত গতির জন্য খুব অহংকার করত এবং সর্বদা কচ্ছপের ধীর গতির জন্য তাকে নিয়ে উপহাস করত। একদিন কচ্ছপের ধৈর্য্যের বাঁধ ভেঙে গেল। সে খরগোশকে তার সাথে একটি দৌড় প্রতিযোগিতা করার চ্যালেঞ্জ ছুড়ে দিল। খরগোশ হাসতে হাসতে চ্যালেঞ্জ গ্রহণ করল। তারা গন্তব্য হিসাবে দূরবর্তী একটি গাছকে বেছে নিল।
দৌড় প্রতিযোগিতার দিন দুপুরে তারা দুজনে একই স্থান থেকে দৌড়াতে শুরু করল। খরগোশ দ্রুত দৌড়ে কচ্ছপের থেকে বহুদূর এগিয়ে গেল। কিন্তু কচ্ছপ হার মানল না। সে ধীরে ধীরে এগিয়ে চলল। খরগোশ প্রায় এক মাইল দৌড়ে পিছন ফিরে তাকিয়ে দেখল কচ্ছপটি কোথাও দেখা যাচ্ছে না। তখন খরগোশ মনে মনে বলল, “কচ্ছপ তো এখনও অনেক পিছিয়ে। এই দুপুরে গাছের তলায় বসে একটু বিশ্রাম নিই। গন্তব্যে পৌঁছতে তো আমার মাত্র কয়েক মিনিট সময় লাগবে। কচ্ছপ তো সারাদিনেও সেখানে পৌঁছাতে পারবে না।” এই ভেবে খরগোশ গাছের শীতল ছায়ায় শুয়ে পড়ল এবং ক্লান্ত থাকায় সে দ্রুত ঘুমিয়ে পড়ল। কিন্তু কচ্ছপ ধীর গতিতে এগিয়েই চলল। সে কোথাও থামল না। কিছুক্ষণ পর, কচ্ছপ সেই গাছের নীচে শুয়ে থাকা খরগোশের কাছে পৌঁছল এবং দেখল খরগোশ ঘুমিয়ে রয়েছে। সে হেসে তার পাশ দিয়ে চলে গেল। প্রায় সূর্যাস্তের সময়, খরগোশ জেগে উঠল। তারপর সে দ্রুত দৌড়াতে শুরু করল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। যখন সে গন্তব্যে পৌঁছাল, সে দেখতে পেল যে কচ্ছপটি ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছে। খরগোশ লজ্জিত হয়ে নিজের পরাজয় স্বীকার করল।

👉 শিক্ষা: “অহংকার পতনের কারণ”

The Hare and The Tortoise Story in English

আরও দেখুন: বয়স ক্যালকুলেটর

আরও পড়ুন:

তুলসী পাতার উপকারিতা

থানকুনি পাতার উপকারিতা

➤ Join our Facebook page: TextbookPlus

➤ Subscribe Our YouTube Channel: Click Here

খরগোশ ও কচ্ছপ

Key words: The Hare and The Tortoise Story in Bengali

গৌতম বুদ্ধের জীবন কাহিনী থেকে শিক্ষনীয় গল্প।

Hare and Tortoise story in Bengali

অনুপ্রেরণামূলক গল্প । কিছু গল্প যা আপনার জীবন বদলে দেবে। গল্প থেকে শিক্ষা

বাংলা গল্প

খরগোশ ও কচ্ছপের গল্প

You may also like: Age calculator: Click Here

Leave a Comment