Past Perfect Continuous Tense in Bengali

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Past Perfect Continuous Tense in Bengali // Past Perfect Continuous Tense কাকে বলে? Past Perfect Continuous Tense উদাহরণ দাও।

(viii) PAST PERFECT CONTINUOUS TENSE:-

নিচের উদাহরণগুলো খেয়াল করো:

১. কলকাতা আসার পূর্বে আমি পাঁচ বছর ধরে দিল্লিতে বাস করছিলাম
২. গত মাসে টানা সাতদিন ধরে বৃষ্টি হচ্ছিল
৩. আমি যখন তার সঙ্গে দেখা করতে গেলাম, তখন তিনি টিভি দেখছিলেন

উপরের বাক্যগুলি ভালোভাবে খেয়াল করলে দেখবে অতীতকালে কোনো ঘটনা কিছু সময় ধরে ঘটছিল বা কাজ চলছিল
যেমন প্রথম বাক্যে: আমি পাঁচ বছর ধরে দিল্লিতে বাস করছিলাম (কলকাতা আসার পূর্বে)
দ্বিতীয় বাক্যে: টানা সাতদিন ধরে বৃষ্টি হচ্ছিল (গত মাসে)
তৃতীয় বাক্যে: তখন তিনি টিভি দেখছিলেন (আমি যখন তার সঙ্গে দেখা করতে গেলাম)

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

এই রকম অতীত কালে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল বোঝালে Past Perfect Continuous Tense হয়।

কাকে বলে:

অতীতে একটি কাজ আরম্ভ হয়ে দীর্ঘ সময় ধরে চলছিল বা অতীতে কোনো একটি ঘটনার পূর্বে আর একটি ঘটনা ঘটছিল বোঝালে Past Perfect Continuous Tense হয়।

চেনার নিয়ম:

অতীতে একটি কিছু সময় ধরে চলছিল বা অতীতে কোনো একটি ঘটনার পূর্বে আর একটি ঘটনা ঘটছিল বোঝায়।

গঠনের নিয়ম:

যে কাজটি আগে হচ্ছিল তা Past Perfect Continuous Tense হয় এবং যেটি পরে হয়েছিল তার Past Indefinite Tense হয়।

Assertive Sentence (Affirmative): Subject + had been + Verb এর সঙ্গে ing যোগ + before + Subject + Verb এর Past রূপ

Assertive Sentence (Negative): Subject + had not been + Verb এর সঙ্গে ing যোগ + before + Subject + Verb এর Past রূপ

Interrogative Sentence: had Subject + been + Verb এর সঙ্গে ing যোগ + before + Subject + Verb এর Past রূপ?

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Past Perfect Continuous Tense এর উদাহরণ:

১. কলকাতা আসার পূর্বে আমি পাঁচ বছর ধরে দিল্লিতে বাস করছিলাম।
Ans: I had been living in Delhi before I came to Kolkata.

২. গত মাসে টানা সাতদিন ধরে বৃষ্টি হচ্ছিল।
Ans: It had been raining for seven days last month.

৩. আমি যখন তার সঙ্গে দেখা করতে গেলাম, তখন তিনি টিভি দেখছিলেন।
Ans: He had been watching T.V when I went to meet him.

৪. বৃষ্টি আসার পূর্বে তারা খেলা করছিল না।
Ans: They had not been playing before the rain came.

৫. বৃষ্টি আসার পূর্বে তারা কি গান করছিল?
Ans: Had they been singing before the rain came?

৬. তিনি কি গত তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন?
Ans: Had he been suffering from fever for last three days?

Past Perfect Continuous Tense Exercise:

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

১. সূর্য উঠিবার পূর্ব হইতেই আমি বেড়াইতেছিলাম।
২. মৃত্যুর পূর্বে তিনি ক্যান্সারে ভুগছিলেন।
৩. তোমার সঙ্গে দেখা হওয়ার আগে আমি তোমার কথায় ভাবছিলাম।
৪. তিনি দু-বছর ধরে উপন্যাসটি লিখছিলেন।
৫. রোহিত সারারাত পড়াশোনা করছিল।
৬. শিক্ষক মহাশয় আসার আগে ছেলেরা গোলমাল করছিল।
৭. রোগীটি সারারাত ঘুমাচ্ছিল না।

👉 সমস্ত Tense দেখার জন্য: Click Here

Past Perfect Continuous Tense in Bengali

Subscribe Our YouTube Channel: Click Here

Keywords: Tense in Bengali | English to Bengali Translation | Past Perfect Tense in Bengali | Bangla Tense | Tense in Bangla Past Perfect Tense in-Bengali

Past Perfect Continuous Tense in Bengali

Past Perfect Tense Examples in Bengali // past perfect continuous tense in bengali // Past Perfect Continuous Tense এর উদাহরণ

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now