Past Indefinite Tense in-Bengali
(iv) PAST INDEFINITE TENSE:-
নিচের উদাহরণগুলো খেয়াল করো:
আমি করেছিলাম।
সে বাজারে গিয়েছিল।
ভাই গ্লাসটি ভাঙেনি।
উপরের বাক্যগুলির ক্রিয়া ( করেছিলাম, গিয়েছিল, ভাঙেনি ) অতীতকালে শেষ হওয়া কাজ বা ঘটনার বর্ণনা দিচ্ছে। এগুলিই Past Indefinite Tense.
কাকে বলে:
কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল এবং তার ফল এখন আর বর্তমান নেই এরূপ বোঝালে এর কালকে Past Indefinite Tense বলে।
চেনার নিয়ম:
বাংলা ক্রিয়াপদের শেষে লাম, লেন, ল, ত, ম, নি, নাই ইত্যাদি যুক্ত থাকে।
গঠনের নিয়ম:
Subject এর পর Verb এর Past রূপ বসে। অর্থাৎ
Subject + Verb এর Past form + others (বাক্যের বাকি অংশ)
উদাহরণ:
আমি করেছিলাম- I did.
সে বাজারে গিয়েছিল- He went to the market.
ভাই গ্লাসটি ভাঙেনি- Brother did not break the glass.
👉 সমস্ত Tense দেখার জন্য: Click Here
Subscribe Our YouTube Channel: Click Here
Keywords: Tense in Bengali | English to Bengali Translation | Past Indefinite in Bengali | Bangla Tense | Tense in Bangla
Past Indefinite Tense in Bengali | Past Indefinite Tense Examples in Bengali | Tense in Bengali
বাংলায় tense Past Indefinite Tense-in-Bengali