অভিযোজনের উদ্দেশ্য কী কী?
উত্তর: অভিযোজনের প্রধান উদ্দেশ্য হল:
১. পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে জীবনধারণ ও বংশবিস্তার করাই হলো অভিযোজনের প্রধান উদ্দেশ্য।
২. পরিবর্তিত পরিবেশে গঠনগত, শারীরবৃত্তীয় ও আচরণগত নানান পরিবর্তন ঘটিয়ে সুষ্ঠুভাবে বেঁচে থাকা হল অভিযোজনের অন্যতম উদ্দেশ্য।
৩. পরিবর্তিত পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে নানান পরিবর্তন ঘটিয়ে আপন প্রজাতির অস্তিত্বরক্ষা হলো অভিযোজন এর আরেকটি উদ্দেশ্য।
৪. অভিযোজনের ফল হিসেবে জীবদেহে যে অনুকূল পরিবর্তন আসে তা বংশপরম্পরায় উত্তরপুরুষের দেহে সঞ্চারিত হয়ে বিবর্তনের পথকে সুগম করে।
👉 বয়স ক্যালকুলেটর: Click Here
আরও পড়ুন:
মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন?
বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন?
লেবু জল খাওয়ার উপকারিতা
নিম পাতার উপকারিতা