ORS কী? ORS কীভাবে তৈরী করা হয়? ORS এর ব্যবহার লেখো।

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

প্রশ্ন: ORS কী? ORS কীভাবে তৈরী করা হয়? ORS এর ব্যবহার লেখো।

উত্তর: ORS এর পুরো কথাটি হল ওরাল রিহাইড্রেশন সলিউশন (Oral Rehydration Solution)।

ORS তৈরির পদ্ধতি:
পানীয় জল ফুটিয়ে নিয়ে একটি বড় গ্লাসে ঢেলে নিতে হবে। তারপর তাতে তিন চামচ চিনি এবং এক বড় চিমটি নুন মিশিয়ে ভালোভাবে নেড়ে নিলেই ORS তৈরি।

ORS এর ব্যবহার:
কখনো পেট খারাপ হলে তরল মল আর মূত্রের সঙ্গে অনেক জল দেহ থেকে বেরিয়ে যায়। তখন আমাদের শরীরে জল ও নুনের ঘাটতি ঘটে। এর ফলে আমরা ক্লান্তি বোধ করি। আবার এই অবস্থায় মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। ORS খেলে দেহে জল ও নুনের অভাব পূরণ হয় এবং আমরা স্বস্তি পাই।

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now
👉 আমাদের YouTube চ্যানেল: Click Here
👉 ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here

১. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs)

(১) ORS কী?
(a) ওষুধ
(b) পুষ্টিকর খাবার
(c) পানি ও লবণের মিশ্রণ
(d) ভিটামিনের মিশ্রণ
উত্তর: (c) পানি ও লবণের মিশ্রণ

(২) ORS এর প্রধান কাজ কী?
(a) শরীরে ভিটামিন সরবরাহ করা
(b) শরীরে জল ও লবণের ঘাটতি পূর্ণ করা
(c) শরীরের ওজন কমানো
(d) রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা
উত্তর: (b) শরীরে জল ও লবণের ঘাটতি পূর্ণ করা

(৩) ORS সাধারণত কখন ব্যবহার করা হয়?
(a) ঠান্ডা লেগে গেলে
(b) পেট খারাপ হলে
(c) মাথাব্যথা হলে
(d) কাশি হলে
উত্তর: (b) পেট খারাপ হলে

(৪) ORS এর মাধ্যমে শরীরে কী ঘাটতি পূর্ণ হয়?
(a) প্রোটিনের
(b) ভিটামিনের
(c) জল ও লবণের
(d) আয়রনের
উত্তর: (c) জল ও লবণের

(৫) ORS ব্যবহার না করলে কী হতে পারে?
(a) শরীর সুস্থ থাকে
(b) শরীরে জল ও লবণের ঘাটতি ঘটে, যা ক্লান্তি ও মৃত্যুর কারণ হতে পারে
(c) শরীর শক্তিশালী হয়
(d) কোনো প্রভাব নেই
উত্তর: (b) শরীরে জল ও লবণের ঘাটতি ঘটে, যা ক্লান্তি ও মৃত্যুর কারণ হতে পারে

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

(৬) ORS শরীরে কিভাবে কাজ করে?
(a) মেটাবলিজম বাড়িয়ে
(b) জল ও লবণ সরবরাহ করে
(c) শরীরের শক্তি বাড়িয়ে
(d) পেশী শক্তি বাড়িয়ে
উত্তর: (b) জল ও লবণ সরবরাহ করে

(৭) পেট খারাপ হওয়ার পর কী শরীরে ঘটতে পারে?
(a) কেবল হালকা ক্লান্তি
(b) শরীরে জল ও লবণের ঘাটতি
(c) প্রোটিনের অভাব
(d) হজমের সমস্যা
উত্তর: (b) শরীরে জল ও লবণের ঘাটতি

(৮) ORS কিভাবে প্রস্তুত করা হয়?
(a) দুধ ও চিনি দিয়ে
(b) পানি ও লবণ মিশিয়ে
(c) ফলের রস দিয়ে
(d) আটা ও পানি মিশিয়ে
উত্তর: (b) পানি ও লবণ মিশিয়ে

(৯) ORS ব্যবহারের ফলে কেমন উপকার পাওয়া যায়?
(a) শরীর সুস্থ থাকে
(b) জল ও লবণের ঘাটতি পূর্ণ হয়ে ক্লান্তি কমে
(c) দ্রুত শারীরিক শক্তি বৃদ্ধি পায়
(d) ত্বকের স্বাস্থ্য বৃদ্ধি পায়
উত্তর: (b) জল ও লবণের ঘাটতি পূর্ণ হয়ে ক্লান্তি কমে

(১০) পেট খারাপ হলে ORS কতটা সময়ের মধ্যে নেয়া উচিত?
(a) এক ঘণ্টার মধ্যে
(b) দুই ঘণ্টার মধ্যে
(c) যত দ্রুত সম্ভব
(d) একদিন পর
উত্তর: (c) যত দ্রুত সম্ভব

(১১) ORS কী ধরনের রোগে সহায়ক হতে পারে?
(a) হাড়ের ব্যথা
(b) পেট খারাপ, ডায়রিয়া
(c) ঠান্ডা, সর্দি
(d) মাথাব্যথা
উত্তর: (b) পেট খারাপ, ডায়রিয়া

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

(১২) ORS এর মধ্যে কোন দুটি উপাদান গুরুত্বপূর্ণ?
(a) ভিটামিন C এবং আয়রন
(b) শর্করা এবং চিনি
(c) পানি এবং লবণ
(d) প্রোটিন এবং ফ্যাট
উত্তর: (c) পানি এবং লবণ

(১৩) ORS এর একটি সাধারণ উপকারিতা কী?
(a) শরীরে অতিরিক্ত চর্বি বাড়ানো
(b) জল ও লবণ ঘাটতি পূরণ করে শরীরের শক্তি ফিরিয়ে আনা
(c) রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা
(d) ক্যালোরির অভাব পূর্ণ করা
উত্তর: (b) জল ও লবণ ঘাটতি পূরণ করে শরীরের শক্তি ফিরিয়ে আনা

(১৪) ORS ব্যবহার করার পর ক্লান্তি কমানোর সময়কাল কত?
(a) একদিন
(b) কয়েক মিনিটের মধ্যে
(c) এক ঘণ্টার মধ্যে
(d) কয়েক দিন
উত্তর: (b) কয়েক মিনিটের মধ্যে

(১৫) ORS ব্যবহারের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া থাকে কি?
(a) হ্যাঁ, একাধিক
(b) না, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই
উত্তর: (b) না, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply