পরিযায়ী পাখি কাকে বলে?
যে সমস্ত পাখিরা বিশেষ ঋতুতে এক দেশ থেকে অন্য দেশে চলে যায়, আবার আরেকটি ঋতুর শুরুতে তারা নিজের দেশে ফিরে আসে, এই ধরণের পাখিদের পরিযায়ী পাখি বলা হয়।
পরিযায়ী পাখির নামের তালিকা: পশ্চিমবঙ্গের পরিযায়ী পাখি
ওয়াইল্ড স্প্যারো, কিংফিশার, হুইসলিং ডাক, পিনটেল ডাক রাডি শেলডাক | লেজার হোইয়াট থ্রোট, চেস্টনাট উইন্ড কুক্কুর শ্রাইক, পেলিক্যান, ওয়াগটেল | টেরেক স্যান্ডপাইপার, কমন রেডশ্যাঙ্ক, গ্রে হেডেড ল্যাপউইং, প্যাসিফিক গোল্ডেন প্লোভার |
দুটি পরিযায়ী পাখির নাম: রাডি শেলডাক, লেজার হোইয়াট থ্রোট